মায়ের অভিশাপ যখন সত্যি হয়ে যায়
আজ একদম ভিন্ন একটি টপিক আলোচনা করতে এসেছি। এতক্ষণে আমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি বিষয় আলোচনা করবো। মায়ের অভিশাপ যখন সত্যিই হয়ে যায় তার একটা সত্য ঘটনা বলবো। যেই মা দশ মাস দশ দিন আমাদের গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখায়, সেই মা কে যখন আমরা কষ্ট দেই তখন তা আল্লাহ তায়ালা সহ্য করেন না। কেউ কেউ সেই বিচার দুনিয়াতে থেকেই পেয়ে যায় আবার কেউ হয়তো মৃত্যুর পর। তবে মা কে কষ্ট দেওয়ার শাস্তি সে পাবেই। মা কে অভিমান করে কিছু বলা আর অন্যের কথায় মা কে কষ্ট দেওয়ার মধ্যে ব্যবধান অনেক। সন্তানকে ছোট থেকে বড় করতে কতটা কষ্ট সহ্য করতে তা শুধু মাত্র মা-বাবাই জানে। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন চিন্তা করি তারা হয়তো আমাদের জন্য তেমন কিছুই করেনি।
আমাদের পাশের বাড়ির চাচা-চাচী, যখন তাদের বয়স ছিল তখনকার কথা। সেই সময় আমি খুবই ছোট ছিলাম। ততটাও আবার ছোট না যে কিছু বুঝি না। বর্তমানে সেই চাচা-চাচী বৃদ্ধ হয়ে গিয়েছেন। যতবার বাড়িতে যাই ততবারই তাদের দেখলে সেই সময়ের কথা মনে পড়ে। যদিও তাদের অবস্থা এখন খুবই খারাপ। তবে তাদের এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। সেই চাচীর শ্বাশুড়ি অর্থাৎ আমাদের দাদি যখন বেঁচে ছিল তখন তিনি অনেক অত্যাচার করেছেন। এখন সেই অত্যাচারের ফল তিনি পাচ্ছেন।
দাদী কে তিনি ঠিক মতো খেতে দিতেন না আর চাচাও তার মা কে খাবারের সময় একবারের জন্যও ডাক দেননি। দাদী খেতে চাইলে উনারা দু'জন মিলে অনেক বকাঝকা করতেন। এমন কি সেই চাচা একদিন তার মা কে ঝগড়ার সময় গলা চেপে ধরেছিলেন। গলা চেপে ধরে মাথার উপর উঠিয়ে নিচে ফেলেন দেন। দাদী তখন খুবই বৃদ্ধ ছিলেন আর এতটাই বৃদ্ধ যে লাঠি ছাড়া চলতে পারতেন না। ছেলে আর তার বউ এর কাছ থেকে এমন অত্যাচার সহ্য করতে না পেরে দাদী অভিশাপ দিয়ে দেয়।
আমার সেই চাচা একাই ছিলেন,তার কোনো ভাই ছিল না। কিন্তু তার চার ছেলে ছিল। তখন দাদী বলে আজ আমার এক ছেলে আমাকে অত্যাচার করছে আর তার চার ছেলে তাকে অত্যাচার করবে। এত বছর পরে এসে তা সত্য প্রমাণিত হলো। যদিও সেই দাদী অনেক বছর আগেই মারা গিয়েছে। কিন্তু আমরা তার সাক্ষী হয়ে রইলাম। আজ এই চাচা-চাচীকে তার একটি ছেলেও ভাত দেয় না। এবার বাড়ি গিয়ে শুনেছি বড় ছেলের বউ নাকি তার শ্বাশুড়ি কে মেরেছে। সত্যিই শুনে খারাপ লাগলো। এই বয়সে এসে এখন তারাও দাদীর মতোই ছেলে ও ছেলের বউ এর কাছে মার খাচ্ছে।
তাছাড়া চাচাও চোখে দেখে না আর উনার বিভিন্ন অসুখ দেখা দিয়েছে। মাঝখানে একবার শুনেছিলাম অবস্থা খুবই খারাপ। কাউকে তিনি চিনতে পারেন না। তারাও এখন তিনবেলা ঠিক মতো খেতে পায় না আর অসুখ হলে যে কেউ সেবাযত্ন করবে সেই মানুষটিও নেই। বড় দুই ছেলের বউ বলেছে মারা যাওয়ার সময় নাকি তারা মুখে এক ফোঁটা পানিও দিবে না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই কথা শুনতে খুবই কষ্ট হয়। যদিও এই চাচী উনার শ্বাশুড়ি কে একই কথা বলেছিলেন। আজ হয়তো মায়ের অভিশাপ সত্যি হয়েছে। তারা যেমন কর্ম করেছে তারই ফল ভোগ করছে।
কিন্তু আমরা যখন তাদের এই কষ্ট দেখি তখন খুবই খারাপ লাগে। আমার মা বাড়িতে গেলে যতদিন থাকবে প্রায় সময় ভাত তরকারি দিয়ে আসে। এমন কি আমার ভাই মাঝে মাঝে তাদের কি ঔষধ লাগবে তা কিনে দেয়। যতই তারা পাপ করুক, এখন তাদের এই কষ্ট দেখে তো আর চুপ থাকা যায় না। বউ না হয় খারাপ তাই বলে চার ছেলে কিভাবে খারাপ হয়। তারজন্যই বলে বয়সকালে মা-বাবা কে এমন কোনো আঘাত করো না যাতে তারা সেই আঘাত সহ্য করতে না পেরে অভিশাপ দিয়ে যায়। বাবা-মা কষ্ট পেয়ে যদি কোনো অভিশাপ দেয় সেটা নাকি আল্লাহর দরবারে সাথে সাথে চলে যায় আর আল্লাহ কবুল করে নেন।
তারজন্য সবসময় আমাদের উচিত বাবা-মায়ের সাথে ভালো ব্যবহার করা। আমরা যদি বাবা-মায়ের সেবা যত্ন করি তাহলে আজ না হয় কাল আল্লাহর কাছ থেকে অবশ্যই পুরষ্কার পাবো। তাদের মনে কষ্ট দিয়ে কখনও সুখে থাকা যায় না। চাচা-চাচী যেমন করেছে তেমন তার ফল পাচ্ছে আর এখন তার ছেলেরা যেমন করছে তারাও হয়তো একদিন এই কাজের ফল পাবে। এইতো নিয়তির খেলা। তবে কেউ যদি খারাপ কাজ করে আর আমাকেও যে সেই একই কাজ করতে হবে তা কিন্তু নয়। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
"🌟 Let's support the amazing @heroism initiative by delegating our Steem Power! 🤩 They're doing incredible work in the ecosystem, and every bit counts. 💪
By delegating 250 SP, 500 SP, 1000 SP, 2000 SP, or even 5000 SP to @heroism, you'll be helping them continue their awesome projects and initiatives. 🌈
Ready to join the movement? Click on the links below to delegate your Steem Power! 💕
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
And don't forget to show your support by voting for our witness, @xpilar.witness! 🙏 Just head over to https://steemitwallet.com/~witnesses and cast your vote.
Together, we can make a difference in the Steem community! 💖"
আসলে মাকে কষ্ট দিলে সেটা আল্লাহ ও সয্য করে না। মা তো কখনও ছেলের জন্য বদদোয়া করে না। তাই ছেলে যতই যতই খারাপ আচরন করুক না কেন। মা আমাদের এত কষ্ট করে মানুষ করে কিন্তু শেষ বয়সে তাকে অনেক কষ্ট সয্য করিতে হয়। এ জন্য আল্লাহ বলেছেন কেউ যদি জান্নাত কামাই করিতে চাই সে যেন তার বাবা মায়ের সেবার মাধ্যমে করে নেয়। কিন্তু এমনটা খুব কমই হয়। ইনশাল্লাহ আমার মা যতদিন বেঁচে ছিল আমি আমার মাকে অনেক ভালবাসতাম।
আপনি আপনার মা কে খুব ভালোবাসতেন জেনে খুশি হলাম। আমাদের প্রত্যেকের উচিত বাবা মা কে কষ্ট দেওয়ার পরিবর্তে ভালোবাসা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
সত্যি আপু পৃথিবীতে সব কিছু সহ্য করা যায় কিন্তু বাবার আঘাত দেখলে তা আর সহ্য করা যায় না। তবে বাবা মা কখনো অভিশাপ দেন না তার ছেলেমেয়েদের। অনেক সময় কষ্ট সহ্য না করতে পেরে অভিশাপ হয়ে যায়। এটা সত্যি যেমন কর্ম তেমন ফল। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চার ছেলে তাকে কেউ ভাত দেয় না এটা সত্যি দুঃখের বিষয়। ধন্যবাদ আপু।
আপু তাদের পাপের শাস্তি তারা দুনিয়াতেই পাচ্ছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কষ্ট পেয়ে যখন কখনো মুখ থেকে অভিশাপ বের হয় সেটা অবশ্যই সত্যি হয়।তবে এটা ঠিক বাবা মা কখনো সন্তানকে মন থেকে অভিশাপ দেন না।দুঃখের কষ্টে হয়তো অভিশাপ বেরিয়ে আসে। আর এটা সত্যি কথা আমরা যেমন কর্ম করবো তেমন ফলাফল পাবো। আমাদের উচিত বাবা মাকে সম্মান করা শেষ বয়সে তাদেরকে যত্ন করা।
আপু অতিরিক্ত কষ্টে যখন বাবা মায়ের চোখ দিয়ে পানি বের হয় তাই অভিশাপে পরিবর্তন হয়। যাই হোক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
মা বাবার অভিশাপ দিতে হয় না আপু চোখের জল অভিশাপ হয়ে যায়।আপনার দাদি ছেলেকে বলেছিলো চার ছেলের দারা নির্যাতিত হবে আর তাই হয়েছে। মা কে কি নির্মম নির্যাতন করতেন আর আজ সে ছেলেদের দারা নির্যাতনের স্বিকার। এটাই পাপের শাস্তি। ধন্যবাদ পোষ্টটি ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ আপু তারা এখন তাদের পাপের শাস্তি পাচ্ছে। তবে আমাদের দেখলে খুব খারাপ লাগে। ধন্যবাদ।