গাছের মধ্যে বসে থাকা পাখির পেইন্টিং
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করবো গাছের ডালে বসে থাকা পাখির পেইন্টিং। অনেক দিন হয়েছে পেইন্টিং করা হয় না। আজ বিকাল বেলা ঘুম আসছিলো না তাই চিন্তা করলাম একটা পেইন্টিং করি। তাছাড়া ছেলের জন্য একদমই পেইন্টিং করতে পারি না। রং নিয়ে বসলেই সব নিয়ে যাবে আর সে আঁকাআঁকি শুরু করবে। শুধু আঁকাআঁকি করে না রং দিয়ে একদম জামা কাপড় সব নষ্ট করে ফেলে। সেজন্য অনেক দিন হয়েছে পেইন্টিং করা হয় না। আজকে এই পেইন্টিং করে আমার কাছে অনেক ভালো লেগেছে।
প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময়ই ভালো লাগে। হয়তো বাস্তবের রূপ কখনো তুলে ধরতে পারবো না কারণ আমি এত ভালো পেইন্টিং করতে পারি না। তারপরও চেষ্টা করেছি সুন্দর একটি দৃশ্য তুলে ধরার। আজকের পেইন্টিং এ সূর্যের আলোয় গাছের ডালে বসে থাকা পাখির সৌন্দর্য কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা যখন সূর্যের বিপরীত পাশ থেকে ছবি তুলি তখন সেই জিনিসটাকে এমনিই কালো দেখায়। তারজন্য পাখি ও গাছ কালো রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা আর্ট পেপার
২. মোম রং
৩. মাস্কিং টেপ
৪. পেন্সিল
☀️১ম ধাপ☀️
প্রথমে আর্ট পেপারের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নেবো। এরপর কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নেবো।
☀️২য় ধাপ☀️
এরপর কমলা কালার মোম রং দিয়ে অল্প জায়গা কালার করে নেব।
☀️৩য় ধাপ☀️
এবার বৃত্তের অংশ বাদ দিয়ে বাকি অংশ হলুদ কালার করে নেব।
☀️৪র্থ ধাপ☀️
এখন টিস্যু দিয়ে রং গুলো মিশিয়ে নেবো।
☀️৫ম ধাপ☀️
এবার সাদা কালার মো রং দিয়ে বৃত্ত কালার করে নেব।
☀️৬ষ্ট ধাপ☀️
এরপর একটি অর্ধেক গাছ এঁকে নেব। তারপর কিছু পাতা এঁকে নেব।
☀️ শেষ ধাপ☀️
সবশেষে গাছের মধ্যে বসে থাকা পাখি এঁকে নেব। এরপর মাস্কিং টেপ খুলে নেবো। তারপর নিচে আমার সাইন দিয়ে দেবো।
☀️ ফাইনাল আউটপুট ☀️
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
এতক্ষণ ধরে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। |
---|
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
অনেক সুন্দর করে আপনি আজকে একটা পেইন্টিং করেছেন যেটা খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে পেইন্টিং করলে দেখতে দারুন লাগে। আপনি অনেক বেশি সময় ব্যবহার করে এবং ধৈর্য ধরে এটা সম্পূর্ণ করেছেন নিশ্চয়ই। পাখিটা গাছের ডালের মধ্যে অনেক সুন্দর ভাবে বসে রয়েছে। আপনি এত সুন্দর পেইন্টিং করতে পারেন, এটা তো ভাবতেই ভালো লাগতেছে। ধৈর্য সহকারে এরকম পেইন্টিং গুলো অঙ্কন করা হলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। পাখিটাকে সুন্দর করে আঁকার কারণে অনেক কিউট লাগতেছে দেখতে।
হ্যাঁ আপু এই পেইন্টিং করতে অনেক সময় লেগেছে আর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। তবে আপনার মতো এত ভালো পেইন্টিং কখনও করতে পারি না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বাহ্ আপু আজ আপনি অনেক সুন্দর একটি পেন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার অংকন করা পেইন্টিং টি দেখতে অসাধারণ হয়েছে। আপনি পেইন্টিংয়ের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ
আমার করা মন্তব্য আপনার ভালো লেগেছে জেনে খুবই উৎসাহিত হলাম।
পেইন্টিং এর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। পাখির পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিনিয়ত ভিন্ন রকম পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লাগে। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া আপনাদের কাছ থেকে এভাবে উৎসাহ পাচ্ছি বলেই আজ এত সুন্দর পেইন্টিং শেয়ার করতে পারছি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি সব সময় খুবই চমৎকার পেইন্টিং তৈরি করে থাকেন। বরাবরই আপনার পেইন্টিং গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকেও আপনি ডালের মধ্যে বসে থাকা পাখির খুব চমৎকার একটি পেইন্টিং তৈরি করেছেন। এটি তৈরি করার প্রতিটা ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক দিন পরে করেছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু বাচ্চাদের জন্য আর্ট কেন কোন কিছু করা মুশকিল। পাখিটি দেখতে চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার পেইন্টিং সবসময়ই ভালো লাগে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্য দেখতে আমারও সবসময়ই ভালো লাগে। আর আপনার পেইন্টিংগুলোও আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। সবসময় দেখেছি একটু ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করেন। কে বলেছে আপনি পেইন্টিং সেরকম পারেন না। আজ আপনার পেইন্টিংটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। পাখিটি দেখতে কিউট লাগছে। আর ধাপ গুলিও চমৎকার করে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
যেহেতু আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আমার পেইন্টিং করা সার্থক হলো। এভাবে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
Congratulations! This post has been upvoted through the Steem Spark. We support quality posts, good comments anywhere, and any tags.
আপু এধরনের কালারফুল আর্ট গুলো দেখতে চমৎকার লাগে।আর এই আর্ট গুলো করতে বেশ ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন।আপনি আর্ট এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে যে কেউ সহজেই আর্টটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টেটি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।
অনেকদিন পর জলরঙের পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। আর্ট টা চমৎকার হয়েছে আপু। কালার কম্বিনেশন টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পাখিটা দারুন লাগছে দেখতে। সব মিলিয়ে দারুন হয়েছে আপনার আজকে আর্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটি জল রঙের পেইন্টিং শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোট বাচ্চারা এমনি কালার নিয়ে বসলে অনেক বেশি বিরক্ত করে। যার কারণে ফ্রি সময়ের কাজগুলো করতে হয়। অনেক সুন্দর একটি পেইন্টিং করলেন আপনি।গাছে বসে থাকা পাখির পেইন্টিং দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে পাখির সাথে আপনার আঁকা প্রাকৃতিক দৃশ্য গুলো বেশ মানানসই হয়েছে।
তারজন্যই যখন সময় পাই তখনই আর্ট করতে বসে পড়ি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।