$PUSS টোকেন এর ১০০ তম দিন উপলক্ষে ক্লে দিয়ে কেক তৈরি
হ্যালো বন্ধুরা,শুভ রাত্রি
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। বেশ কয়েকদিন ধরে মাথা প্রচন্ড ব্যথা করছে। যারজন্য ঠিক মতো কাজ করতে পারছি না। আমার সব কাজ কেমন যেনো এলোমেলো হয়ে গিয়েছে। তারপরও চেষ্টা করি প্রতিদিন পোস্ট শেয়ার করার। আজ $PUSS টোকেন এর ১০০ তম দিন পূর্ণ হলো আর এই নিয়ে সকাল থেকে সবাইকে দেখছি বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছে। তাই ভাবলাম $PUSS টোকেন এর ১০০ তম দিন উপলক্ষে স্পেশাল কিছু বানানো যাক। কিন্তু মাথা ব্যথার জন্য সারাদিন কিছু করতে পারিনি। তাই সন্ধ্যার পর চিন্তা করলাম ক্লে দিয়ে $PUSS টোকেন এর ১০০ তম দিন উপলক্ষে একটি কেক তৈরি করি।
$PUSS কে কেন্দ্র করে এই কেক তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। এই ধরনের কাজগুলো একটু সময়সাপেক্ষ। তবে যেহেতু আমাদের সকলের ভালোবাসার টোকেন $PUSS, তাই কিছু তৈরি করতে পারলে নিজের কাছেই অনেক ভালো লাগে। একবছর পূর্ণ হলে হয়তো আমরা এভাবেই ভার্চুয়ালি সবাই কেক কাটবো। কিন্তু আমি এর আগেই ১০০ তম দিনে ক্লে দিয়ে স্পেশাল কেক বানিয়ে নিয়ে এসেছি। যখন সম্পূর্ণ বানানো হলো তখন আমার কেক এর ডেকোরেশন দেখে মনেই হচ্ছিল না এটা ক্লে দিয়ে বানিয়েছি। আমি কেক কে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তাছাড়া এই কেক যেহেতু $PUSS কে কেন্দ্র করে তাই $PUSS বানিয়ে কেক এর উপরে বসিয়ে দিয়েছি।
যখন আমি $PUSS এর জন্য কেক বানাচ্ছি তখন যেনো আলাদা এক অনুভূতি কাজ করছিল। সত্যিই $PUSS ধীরে ধীরে সবার মনের গভীরে জায়গা করে নিয়েছে। তাইতো আমরা আজ $PUSS কে নিয়ে এত আনন্দিত। $PUSS এই পর্যন্ত ৬ টি মার্কেটে লিস্টিং হয়েছে যা আমাদের গর্বের ব্যাপার। $PUSS আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাইতো আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। $PUSS কে কেন্দ্র করে আমাদের অনুভূতির শেষ নেই। আজ আমি সেই অনুভূতি থেকেই $PUSS টোকেন এর ১০০ তম দিন উপলক্ষে ক্লে দিয়ে কেক তৈরি করেছি। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. বিভিন্ন কালারের ক্লে
২. পোস্টার রং
৩. সাদা পেপার
৪. তুলি
৫. কালো কলম
🌹১ম ধাপ🌹
প্রথমে কমলা ও হলুদ কালার নিয়ে কেকের ডিজাইন করে নিলাম। এরপর হালকা গোলাপি রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল বানিয়ে কেকের চারপাশে সাজিয়ে নিলাম।
🌹২য় ধাপ🌹
এবার হালকা গোলাপি রঙের ক্লে দিয়ে হলুদ কেকের একপাশে মুড়িয়ে নিয়েছি। এরপর বেগুনি রঙের ক্লে দিয়ে আরও একটি কেক বানিয়ে উপরে বসিয়ে দিলাম।
🌹৩য় ধাপ🌹
তারপর তিনটি ফুল বানিয়ে উপরের বেগুনি কেকের একটু নিচে লাগিয়ে নিলাম।
🌹৪র্থ ধাপ🌹
এবার সবুজ কালার ক্লে দিয়ে প্যাঁচিয়ে তিনটি ফুল বানিয়ে নিলাম। এরপর নিচের কেকের সাথে লাগিয়ে নিলাম।
🌹৫ম ধাপ🌹
এরপর লাল কালার ক্লে দিয়ে কিউট $PUSS বানিয়ে নিলাম। এরপর কেকের উপরে বসিয়ে দিলাম।
🌹৬ষ্ট ধাপ🌹
এবার কটনবাট ছোট করে কেটে নিলাম। এরপর লাল ও হলুদ কালার পোস্টার রং দিয়ে জ্বলন্ত মোমবাতি বানিয়ে কেকের উপরে বসিয়ে দিলাম।
🌹৭ম ধাপ🌹
এখন বিভিন্ন কালারের ক্লে দিয়ে ছোট ছোট স্প্রিংকেলস বানিয়ে নেবো। এরপর কেকের চারপাশে ছড়িয়ে দিয়েছি।
🌹 শেষ ধাপ🌹
সবশেষে একটি সাদা পেপারের উপর হ্যাপি বার্থডে লিখে পোস্টার রং দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কেটে নিলাম।
🌹 ফাইনাল আউটপুট 🌹
এরপর কেক সবকিছু দিয়ে সুন্দর ভাবে ডেকোরেশন করে বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নিলাম। আপনারা কেক কে ফটোগ্রাফিতে যেমন দেখছেন বাস্তবে তার চেয়েও আরো বেশি সুন্দর দেখাচ্ছিলো। যখন কোনো কাজ ভালোবেসে মন থেকে করা হয় তখন সবকিছুই সুন্দর হয়। যাই হোক এভাবেই আমি আজ $PUSS টোকেন এর ১০০ তম দিন উপলক্ষে ক্লে দিয়ে কেক তৈরি স্পেশাল করে তুলেছি। আশা করি আমার এই ডাই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। |
---|
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
মাথা ব্যথা করলে কাজ করতে একেবারেই ভালো লাগে না। আমার ঘুম কম হলে সারাদিন মাথা ব্যথা করে। যাইহোক পুসের বয়স দেখতে দেখতে ১০০ দিন হয়ে গেলো। আপনি দারুণভাবে ক্লে দিয়ে কেক এবং পুস তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো দেখে। এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার ও মাথা ব্যথা করলে ঘুমালে ঠিক হয়ে যায় কিন্তু এবার কেন জানি হচ্ছে না। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1863623040086798425?t=NAbG2VKTWNLbHkRpCDnBWw&s=19
$puss coin এর ১০০ তম দিন উপলক্ষে আপনি ক্লে দিয়ে খুব চমৎকার কেক তৈরি করে শেয়ার করলেন। আমরা এই দিনে সবাই ভীষন আনন্দিত।পুশকে সাথে করেই আমরা এগিয়ে যেতে চাই।ধন্যবাদ আপু এই বিশেষ দিনে চমৎকার একটি ব্লগ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু পুসকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
অসুস্থতা থাকলে কোন কাজ করতেই ভালো লাগে না আপু। যাই হোক তবুও আপনি এত সুন্দর একটা কেক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ক্লে দিয়ে হলেও এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ১০০ তম দিন হিসেবে পুশকে এত সুন্দর একটা কেক উপহার দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। তবে পুস এর এমন একটি দিনে কিছু করতে না পারলে ভালো লাগবে না। তাই এটা তৈরি করে নিলাম। ধন্যবাদ।
দেখতে দেখতে একশটা দিন পার হয়ে গেল আমাদের সকলের প্রিয় কয়েনের। আশা করবো আমাদের সকলের জন্য পুষ সৌভাগ্য বয়ে আনবে। অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর উৎসাহ এবং এর প্রতি আগ্রহ দেখে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে দারুন সুন্দর কেক তৈরি করলেন তো। পুসের জন্মদিনে তার জন্য এত সুন্দর একটি কেক তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন আপনি। আপনার তৈরি কেক দিয়েই আমাদের প্রিয় কয়েনের জন্মদিন উদযাপন করলাম সকলে মিলে।
হ্যাঁ ভাইয়া আমার কেক দিয়েই সবাই পুস এর জন্মদিন পালন করে নিলাম। ধন্যবাদ।
পুস কয়েন দেখছি সেঞ্চুরি করে ফেলেছে। আসলে দেখতে দেখতে তিনটি মাস অতিক্রম করেছে ।আপনি দেখছি সেই একশো তম দিনকে স্মরণীয় করে রাখলেন। ক্লে দিয়ে খুব সুন্দর কেক তৈরি করেছেন দারুন লাগছে।
ঠিক বলেছেন পুস কয়েন সেঞ্চুরি করে ফেলেছে আর এভাবেই একদিন পুস অনেক দূর যাবে। ধন্যবাদ।
পুস কয়েন এর ১০০তম জন্মদিন উপলক্ষে বাহ ভালোই কেক বানিয়েছেন একদম চোখ ধাঁধানো। এরকম সুন্দর সুন্দর পোস্ট আরও দেখার অপেক্ষায় রইলাম।
ইনশাআল্লাহ আপু আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
পুশ কয়েন এর ১০০ দিন উপলক্ষে ক্লে দিয়ে দারুণ একটি কেক বানিয়েছেন আপনি! আর অবশ্যই আমরা এক বছর পূর্তিতে সকলে মিলে ভারচুয়াল কেক কাটবো। মাথা ব্যাথা নিয়েও বেশ নিঁখুত কাজ করেছেন।বিশেষ করে কটনবাট দিয়ে মোমবাতি বানানোর বিষয় টি বেশ দারুণ লেগেছে। সব মিলিয়ে অসাধারণ।
হ্যাঁ আপু আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।