আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাই হাজারো ফুলের শুভেচ্ছা। আশা করি এই মহামারীর সময়ে সবাই সবার পরিবারকে নিয়ে অনেক ভালো আছেন। দু'দিন আগে আমি আমার মায়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পরেই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তেমন ভালো কোনো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। অসুস্থ থাকার কারণে যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের সাথে একটিভ থাকার জন্য।
আমার কাছে মনে হয় 'আমার বাংলা ব্লগ' সত্যি আমাদের একটা পরিবারের মতো। কারণ আমি যদি প্রতিদিন একটা পোস্ট আর লাইক বা কমেন্ট না করি তাহলে আমার নিজের কাছে মনে হয় আজ যেন আমার কি কাজ করা হয়নি। সব সময় নিজের কাছে কেমন খালি খালি মনে হয়। সেজন্য অল্প হলেও একটিভ থাকার চেষ্টা করেছি। একটু অসুস্থ থাকার কারণে তেমন বাহিরে যাওয়া হয় না। তারজন্য ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। একারণে আজ সকালে একটু বের হলাম। এরপর বাহিরে গিয়ে দেখি চারদিকে শুধু গোলাপ ফুল বিক্রি হচ্ছে। তখন বাহিরে এত ফুল বিক্রি দেখে ভাবলাম আজ কেন এত গোলাপ বিক্রি হচ্ছে। কিন্তু তারপরও মনে পড়ল না আজ রোজ ডে। এরপর বাসায় এসে যখন আমি discord এ একটিভ হলাম তখন দেখি সবাই শুধু রোজ ডে লিখেছেন। এটা দেখে মনে পড়লো আজ রোজ ডে। |
তাহলে এক বার চিন্তা করেন আমি যে প্রথমে বলেছি 'আমার বাংলা ব্লগ' আমাদের পরিবার সেটা সত্যি হয়ে গেল। কারণ আমি যদি এখানে জয়েন না হতাম তাহলে জানতে পারতাম না। এমনি করে আমরা প্রতিদিন 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি থেকে হাজারো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি। শুধু জানতে পারি বললে ভুল হবে আমরা শিখতেও পারি। রোজ ডে নিয়ে ভাবতে থাকলাম আমার বাংলা ব্লগের জন্য কি উপহার দেওয়া যায়। যেহেতু রোজ ডে তারজন্য অন্য ফুল দিলে তো হবে না। কিন্তু আমি এর আগে একবার গোলাপ বানিয়েছিলাম। তারপর চিন্তা করলাম গোলাপি রঙের সাথে মিল রেখে একটা ফুল বানাই।
সে জন্য আজ রোজ ডে উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম রঙিন কাগজ দিয়ে জবা ফুল। আশা করি সবার ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক।
১. রঙিন কাগজ
২. কাঁচি
৩. গাম
৪. স্কেল
৫. কলম
প্রথম ধাপ
প্রথমে একটি গোলাপি রঙের কাগজ নেব। এরপর স্কেল ধরে দৈর্ঘ্য ও প্রস্থ ১৪ সেন্টিমিটার মেপে কেটে নেব। |
দ্বিতীয় ধাপ
এরপর একে ত্রিভূজের মতো ভাঁজ করে নেব। ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে যাতে চারদিকে সমান থাকে। |
তৃতীয় ধাপ
এরপর কলম দিয়ে ফুলের পাপড়ির মতো এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব। |
চতুর্থ ধাপ
এবার ফুল থেকে একটা পাপড়ি কেটে নেব। এরপর গাম দিয়ে কাটা অংশের একপাশের পাপড়ির সাথে আরেক পাশের পাপড়ি লাগিয়ে নেব। |
পঞ্চম ধাপ
এবার আমি জবা ফুলের ভিতরের লম্বা অংশ বানাবো। তারজন্য কাগজ থেকে ছোট একটা অংশ কেটে নেব। এরপর একপাশে খালি রেখে আরেক পাশে চিকন করে কেটে নেব। |
ষষ্ঠ ধাপ
এবার একই কাগজ দিয়ে ছোট একটা লম্বা লাঠি বানিয়ে নেব। এরপর গাম দিয়ে চিকন করে কেটে রাখা অংশ এই লাঠির মধ্যে লাগিয়ে নেব। |
সপ্তম ধাপ
এখন আমি ফুলের নিচে একটু কেটে নেব। তারপর বানিয়ে রাখা লম্বা অংশ ফুলের কাটা অংশের ভিতর দিয়ে বের করে নেব। |
অষ্টম ধাপ
এখন আমি ফুল বসানোর জন্য একটা ডাল বানিয়ে নেব। তারজন্য আমি একটা রঙিন কাগজ নেব। তারপর একে মাঝখান বরাবর কেটে নেব। তারপর এক কোনা থেকে ভাঁজ করে লম্বা ডাল বানিয়ে নেব। তারপর গাম দিয়ে ফুলের নিচে লাগিয়ে নেব। |
নবম ধাপ
এবার আমি একটি পাতা বানাবো। তারজন্য টিয়া রঙের একটি কাগজ থেকে ছোট একটা অংশ কেটে নেব। এরপর এটিকে ভাঁজ করে পাতার মতো করে কেটে নেব। |
শেষ ধাপ
তারপর ডালের মধ্যে পাতা সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে নেব। এরপর শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেব। তাহলে হয়ে যাবে আমাদের আজকের জবা ফুল। অসুস্থতার মধ্যে বানিয়েছি হয়তো তেমন ভালো হয়নি দেখতে। |
আবারো সবাইকে একটাই কথা বলতে চাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অন্যদের নিরাপদে থাকতে সাহায্য করুন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।আমি ছবি আঁকতে, পড়তে,লিখতে ফটোগ্রাফি,রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি খুব সুন্দর করে জবা ফুলটি তৈরি করেছেন। আমি তো প্রথমে ভেবেছিলাম এটি সত্যি সত্যি একটি জবাফুল ।পরে দেখলাম আপনি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন ।সত্যিই আপনি খুবই চমৎকার বানিয়েছেন ।আর আপনি ঠিকই বলেছেন এই কমিউটিতে এসে আমরা প্রতিদিন নতুন নতুন অনেক কিছু জানতে পারছি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
আপু আপনার মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে এত সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Twitter Link
https://twitter.com/tanjima_akter16/status/1490730510670127104?s=20&t=6ZA1Ob-3fk1MYdAP06ar4Q
ওয়াও আপু অসাধারণ একটা কাগজ দিয়ে জবা ফুলের আর্ট শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট আকাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে ফুলের কালার টাও দেখতে সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা ফুলের আর্ট শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য।
আপনি অনেক সুন্দর একটি ফুল বানিয়েছে। জবা ফুল আমার পছন্দের একটি ফুল। আমার অনেক ভালো লেগেছে আপনার এই ফুল। আপনি খুব সহজভাবে ধাপে ধাপে ফুল তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।
আপু রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি বেশ দারুণ হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বিশ্লেষণ করে। দেখে সহজেই শিখতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি ফুল তৈরি পোস্ট করার জন্য
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল।
খুব সুন্দর লাগছে আপনার কাগজের তৈরি জবা ফুলটি। আমার কাছে তো দারুণ লেগেছে। একদম আসল জবা ফুলের মত লাগছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।
ওয়াও! আপু আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি কৃত জবাফুলটি দেখতে অসাধারণ লাগছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলটির কালার টা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ডাই উপস্থাপন করার জন্য। শুভকামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে তৈরি জবা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি অসাধারণ ভাবে জবা ফুলটি তৈরি করেছেন। আপনি জবা ফুল তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করছেন। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
আমিতো প্রথম দেখায় ভুল ভেবে বসে ছিলাম। সত্যি সত্যিই জবাফুল মনে করেছিলাম এটিকে। জবাব নেই আপনার। খুব সুন্দর হয়েছে জবা ফুল। তৈরীর প্রক্রিয়া গুলো বেশ ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল ।
ওয়াও অসাধারণ হয়েছে আমি প্রথমে দেখে ভেবেছি এটা অরজিনাল ফুল পরে দেখলাম আপনি কাগজ দিয়ে তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের তৈরি জবাফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার তৈরি পদ্ধতি টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।