রঙিন ইলুউশন আর্ট || ১০℅লাজুক খ্যাঁককে
হ্যালো বন্ধুরা,
আসসালামু-আলাইকুম
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি।
আজ আমি আপনাদের সাথে রঙিন ইলুউশন আর্ট শেয়ার করতে এসেছি। অনেক দিন পর এই আর্ট করে অনেক ভালো লেগেছে। এর আগে আমি আপনাদের সাথে শুধু ইলুউশন আর্ট করেছি। কিন্তু রঙিন আর্ট করা হয়নি।এবার এই রঙিন আর্ট করে অনেক ভালো লেগেছে। এই আর্ট সম্পূর্ণ করতে আমার প্রায় অনেক সময় লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ পেন্সিল
★ সাইনপেন
★ রাবার
★ কম্পাস
𒆜ধাপ ১:𒆜
প্রথমে আমি কম্পাসের সাহায্যে ৬সে.মি. একটি বৃত্ত এঁকে নেব।
𒆜ধাপ ২:𒆜
এরপর একই মাপ নিয়ে সেই বৃত্তের চারপাশে আরও ছয়টি বৃত্ত এঁকে নেব। এখন দেখতে একটা ফুলের মতো লাগছে।
𒆜ধাপ ৩:𒆜
এবার ফুলের এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত স্কেল ধরে দাগ টেনে নেব।
𒆜ধাপ ৪:𒆜
এরপর এই স্কেল ধরে এর ভিতরে অনেক গুলো দাগ টেনে নেব।
𒆜ধাপ ৫:𒆜
এখন মাঝখানের ফাঁকা জায়গায় ছোট গোল বৃত্ত এঁকে নেব। এরপর ছোট একটি ফুল এঁকে নেব।
𒆜ধাপ ৬:𒆜
এবার সম্পূর্ণ আর্ট ব্ল্যাক পেইন আর্টের মতো করে নেব।
𒆜ধাপ ৭:𒆜
প্রথমে আমি লাল,বেগুনি ও কমলা কালার করে নিয়েছি।
𒆜ধাপ ৮:𒆜
এভাবে বাকি ঘরগুলো কালার করে নিলাম। এত টুকু আর্ট সম্পূর্ণ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে।
𒆜 শেষ ধাপ :𒆜
এবার আমি মাঝখানের ফুল গোলাপি কালার দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন ইলুউশন আর্ট।
এরপর একপাশে সুন্দর ভাবে আমার সাইন দিয়ে দেব। আমার কাছে এই আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এমন ইউনিক আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙ্গিন ইলুউশেন আর্টটি দেখতে বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা বেশ ভাল হয়েছে। এ কাজগুলো করতে বেশ ধৈর্যের ও সময়ের প্রয়োজন হয়।আপনি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপু ঠিক বলেছেন এই কাজগুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। অনেক বেশি সময় নিয়ে করা হয় বলে দেখতে এতটা সুন্দর লাগে। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন ইলুউশন আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ ইলুউশন আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।কালার কম্বনেশন দারুন লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।
আট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার রঙিন কাগজের ইলুউশন আর্টটি খুবই ভালো লেগেছে এবং খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ইলুউশন আর্ট গুলো করতে খুব ভাল লাগে আমার কাছেও। তাছাড়া আর্ট করার পর রং করলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আপনার আজকের আর্টটি খুব সুন্দর হয়েছে। তাছাড়া ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনাকে।
আপু আপনার কাছ থেকে এত প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। আপনার কাছেও ভালো লাগে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ।
আপনার রঙ্গিন ইলুউশন আর্টটি আমার সত্যি খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুব নিখুঁতভাবে আর্টটি করেছেন। রং করাতে আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু রং করাতে সত্যি অনেক বেশি ফুটে উঠেছিল। সম্পূর্ণ আর্ট শেষ হওয়ার পর দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন ইলুউশন আর্ট দেখে মুগ্ধ হলাম আপু। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন কালার ব্যবহার করার কারণে দেখতে আরো সুন্দর লাগছে। এরকম ইলুউশন আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু এই আর্ট সম্পূর্ণ শেষ করার পর আমার কাছেও অনেক ভালো লেগেছিল। আপনাদের কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ।
ওয়াও দারুন একটি আর্ট করেছে। আমার কাছে তো আপনার আটটি দেখতে দারুন লাগেছে। রং করার কারণে ইলুউশন আর্টটি দেখতে আরো বেশি দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট এর প্রসেস গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া এই ধরনের আর্টে রং করার জন্য বেশি সুন্দর লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন ইলুউশন আর্ট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। রং করার কারণে ভালোভাবে ফুটে উঠেছে। এই কাজগুলো করতে অনেক সময় এবং পরিশ্রমের দরকার হয়। আপনি ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া তার জন্য ধন্যবাদ। আসলে এই আর্ট করতে অনেক সময় লেগেছে। শুভকামনা রইল
রঙিন কাগজের এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। রঙিন কাগজ দিয়ে চমৎকার ইলুউশন আর্ট করেছেন। আর্টি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আমিও সামনে বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
বাপরে বাপ কি কঠিন আর্ট। দেখেই তো মাথা ঘুরে যাচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসছে। আপনি এত ধৈর্য নিয়ে এত সুন্দর একটি আর্ট কিভাবে করলেন? ভালো ছিল আজকের পোস্টটি।