কাটা ফুল পাতার নকশা ডিজাইন
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো কাটা ফুল পাতার নকশা ডিজাইন। হঠাৎ মনে হলো এই সপ্তাহে কোনো আর্ট শেয়ার করা হয়নি। তাই সাথে সাথেই আর্ট করতে বসে পড়লাম। এরপর চিন্তা করলাম সিম্পলের মধ্যে কিছু একটা আর্ট করা যাক। সেজন্যই এই সুন্দর একটি আর্ট করে নিলাম। আর্ট করতে সবসময়ই ভালো লাগে।
কিছু কিছু আর্ট থাকে যেগুলো সিম্পল হলেও দেখতে খুব ভালো লাগে। তাছাড়া যখন কোনো আর্ট কালার করা হয় তখন দেখতে খুব ভালো লাগে। যেকোনো আর্ট যত বেশি সময় নিয়ে করা হয় ততই দেখতে সেই আর্ট খুব সুন্দর হয়। অনেক সময় যখন আর্ট করার টপিক খুঁজে না পাই তখন মনে যা আসে তাই আর্ট করার চেষ্টা করি। তাইতো আজ ব্ল্যাক পেন আর্ট করার চেষ্টা করেছি। রঙিন আর্টের পাশাপাশি ব্ল্যাক পেন আর্ট দেখতেও খুব ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা আর্ট পেপার
২. কালো কলম
৩. পেন্সিল
আর্টের ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
---|
প্রথমে পেন্সিলের সাহায্যে কিছু ডালপালা ও পাতা এঁকে নিলাম।
🍁২য় ধাপ🍁 |
---|
এবার ডালের মাথায় ফুল এঁকে নিলাম।
🍁৩য় ধাপ🍁 |
---|
এখন ফুলের মাথায় একটি প্রজাপতি এঁকে নিলাম।
🍁৪র্থ ধাপ🍁 |
---|
এরপর কালো কলম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
🍁৫ম ধাপ🍁 |
---|
এবার পাতা কালো কলম দিয়ে কালো করে নিলাম।
🍁৬ষ্ট ধাপ🍁 |
---|
এরপর ফুলগুলো কালো করে নিলাম।
🍁 শেষ ধাপ🍁 |
---|
সবশেষে এবার প্রজাপতি কালো করে নিলাম আর এভাবেই হয়ে গেলো আমার আজকের কাটা ফুল পাতার নকশা ডিজাইন।
🍁 ফাইনাল আউটপুট 🍁 |
---|
এবার আর্ট এর নিচে আমার সাইন দিয়ে দিলাম। এরপর বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নিয়েছি। এই আর্ট সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখতে খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার এই আর্ট পোস্ট আমার কাছে বেশি ইউনিক মনে হয়েছে। অনেক সুন্দর ভাবে অংকন কাজ সম্পন্ন করেছেন। সব মিলে বেশ দারুন হয়েছে আর্ট করা।
আপনার কাছে আমার এই আর্ট ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে কাটা ফুল পাতার নকশা ডিজাইন অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সিম্পল এর মধ্যে এ ধরনের নকশা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার প্রত্যেকটা আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটি কে কাজে লাগিয়ে কাটা ফুল পাতার নকশা ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনার কাছে আমার আর্ট সবসময়ই ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
অনেক সুন্দর ডিজাইন তৈরি করে আজকের আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের ডিজাইন তৈরি করা আসলেই অনেক কঠিন কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এজাতীয় সুন্দর সুন্দর আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আর্ট করার চেষ্টা করেছেন। এজন্য আর্ট অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ভালো লাগলো সুন্দর এই আর্ট করতে দেখে।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আর্ট করতে বসে আমি অনেক সময় কিছু খুঁজে পাই না। তখন মনে যা আসে তাই আর্ট করে ফেলি। আপু আপনি খুব সুন্দর একটি নকশা ডিজাইন করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। আর অনেক ভালো লাগলো দেখে।
আপু মনের মাধুরী মিশিয়ে কিছু আর্ট করলে কিন্তু মন্দ হয়না। ধন্যবাদ।
এরকম পেন আর্ট করতে আমারও ভালোলাগে। রঙ তুলি ছাড়াই মাঝে মাঝে অনেক সুন্দর কিছু করা যায়।আপনার আর্ট টি সাধারাণ হয়েও অসাধারণ।
ঠিক বলেছেন আপু রঙ তুলি ছাড়াও মাঝে মাঝে খুব সুন্দর কিছু করা যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কাটা ফুল পাতার নকশা ডিজাইনটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ধরনের ডিজাইন তৈরি করতে অনেক সময় লাগে এবং ধৈর্যের একটা ব্যাপার আছে। আপনি অনেক ধৈর্য ধরে এবং দক্ষতার সাথে আর্টটি সম্পূর্ণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেক সুন্দর হয়েছে আপু আপনার করা নকশা ডিজাইন।কাটা ফুল পাতার নকশা ডিজাইন অনেকটা ইউনিক একটি ডিজাইন। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । সুন্দর এই নকশা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি দেখতেছি কালো কলম দিয়ে সুন্দর ফুলের ডিজাইন নকশা করেছেন। কাঁটা ফুল পাতার নকশার ডিজাইন দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে মাঝেমধ্যে সময় পেলে যেকোনো আর্ট করলেন নিজের কাছে ভালো লাগে। ধৈর্য ধরে সুন্দর একটি ফুলের নকশা ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।