Diy-রঙিন কাগজ দিয়ে ঝুড়ির অরিগ্যামি।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। তারজন্য আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ির অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই অরিগ্যামি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
এখন সবার মনে আনন্দের দোল লেগেছে। কারণ দু'দিন ধরে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ উদযাপন করা হচ্ছে। গতবারের তুলনায় এবার অনেক বেশি আনন্দ দেখা যাচ্ছে সবার মাঝে। আমি আজও হ্যাংআউটে জয়েন হওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু বিকাল বেলা ঝড় হওয়ার জন্য গ্ৰামে একদমই নেট পাওয়া যাচ্ছে না। তবে আপনাদের পোস্ট পড়ে এই দিনকে নিয়ে সবার মনের অনুভূতি পড়ে অনেক ভালো লাগে। যাই হোক এবার চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি সুন্দর এই ঝুড়ির অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. গাম
৩. কাঁচি
ঝুড়ি বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কয়েকটি কালারের রঙিন কাগজ থেকে চিকন করে কিছু লম্বা অংশ কেটে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার দুটো লাল অংশের মাঝখানে গাম লাগিয়ে দুটো একসাথে মিলিয়ে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন আবার হলুদ পেপার নিয়ে লাল পেপারের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৪র্থ ধাপ𒆜
এভাবে সবগুলো রঙিন পেপার গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৫ ম ধাপ𒆜
এবার ঝুড়ির উপরের অংশ বানানোর জন্য একটি লম্বা অংশ নিয়ে দুই মাথা গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এখন গোল অংশের ভিতরে লম্বা অংশ গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৭ম ধাপ𒆜
এরপর ঝুড়ি উপরে হাত দিয়ে ধরনি বানিয়ে নেব। তারজন্য একটি লম্বা পেপার নিয়ে এর মধ্যে কালো কলম দিয়ে ফুল এঁকে নেব। এবার গাম দিয়ে ঝুড়ির উপরে লাগিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
রঙিন কাগজ দিয়ে ঝুড়ির অরিগ্যামি তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশি ভালো লাগে। তাইতো আমি মাঝে মাঝেই রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি। জানিনা আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ঝুড়ির অরিগ্যামি তৈরি করেছেন। খুবই অসাধারণ হয়েছে।ঝুড়ির অরিগ্যামি তৈরি করার প্রক্রিয়া ধাপে ধাপে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আসল রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। এত সুন্দর ঝুড়ির অরিগ্যামি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ঝুড়ির অরিগ্যামি তৈরি করেছেন আপু। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে আমার। আমিও মাঝে মধ্যে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করে থাকি। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু গ্রামে যাওয়ার কারণে তো আপনি বিশাল বড় একটি আনন্দ থেকে বঞ্চিত হলেন। আসলেই এবারকার হ্যাংআউট গতবারের থেকে অনেক মজাই হচ্ছে , যেটা আপনি উপভোগ করতে পারছেন না নেটওয়ার্ক সমস্যার কারণে। রঙিন কাগজের তৈরি ঝুড়িটি কিন্তু ভালোই হয়েছে।
আপু এই সময়ে গ্ৰামে চলে আসতে হবে জানা ছিল না। এত সুন্দর আয়োজন মিস করছি বলে আমার নিজেরও অনেক খারাপ লাগছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
একদম ঠিক বলেছেন আপু এখন আনন্দের ধোম লেগেছে যে।তিন যাবত উপভোগ করবো যে দারুণ সব আয়োজন।আপু আপনি রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ঝুড়ির অরিগ্যামি তৈরি করেছেন।গাছের ঢালে ঝুলিয়েছেন দেখে দারুণ লাগলো।
হ্যাঁ আপু আমার বাংলা ব্লগে এখন আনন্দের ধুম লেগেছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ঝুড়ির অরিগ্যামি তৈরি করেছেন আপু ৷ এটি দেখতে অনেক সুন্দর হয়েছে ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অসম্ভব ভালো লাগে ৷ এটিও দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ৷
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ঝুড়ির অরিগ্যামি দেখে খুবি ভালো লেগেছে আমার।এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করা দেখে শিখে নিলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
ভাইয়া আপনার পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ঝুড়ির অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ঝুড়ির অরিগামী দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া কাগজ দিয়ে এই ধরনের জিনিস বানালে অনেক সময় লাগে। তবে যখন দেখতে সুন্দর লাগে তখন সব কষ্ট শেষ হয়ে যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ভাবে ঝুড়ির অরিগামি তৈরি করেছেন আপনি, যা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর হয়। আজ অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়, রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে। বিভিন্ন রকমের রঙিন কাগজ ব্যবহার করে এটি তৈরি করার কারনে একটু বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ফুলগুলো আঁকার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণ অরিগামিটি বলতেই হয়।
হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে এভাবে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
দুদিন ধরেই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক রকম জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার জন্য কমিউনিটি প্রতিটি মেম্বার অনেক বেশি আনন্দ। রাত নটার আগেই সকল ধরনের কাজকর্ম সেরে অপেক্ষা করি কখন সেই সুন্দর মুহূর্তটা শুরু হবে আপনিও দেখছি তাদের মধ্যেই একজন। যাইহোক খুবই চমৎকার একটি ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজের এরকম ঝুড়ি তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের ঝুড়ি তৈরি করে শেয়ার করার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।