👗রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ড্রেসের অরিগ্যামি👗
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমার নিজের গ্ৰামে যাবো বলে এই সপ্তাহে অনেক ব্যস্ত ছিলাম। গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল। ছোট বাচ্চা থাকলে কোথাও যাওয়ার সময় কত কিছু সাথে নিতে হয় তা শুধু যাদের বাচ্চা আছে তারা ভালো বুঝে। এত কিছুর মাঝেও বসে চিন্তা শুরু করলাম কি পোস্ট করবো। এরপর গতকাল রাতে বসে কিছুদিনের জন্য কয়েকটি পোস্ট রেডি করে নিলাম। জানেনই তো কোথাও গেলে আঁকাআঁকি করতে সমস্যা হয়ে পড়ে। তাই কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। তারজন্য গতকাল বসে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ড্রেস বানিয়েছি।
তাড়াহুড়োর মধ্যে কি বানিয়েছি নিজেও জানি না। আমার মনে হচ্ছে এই ড্রেস তেমন বেশি ভালো হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করতে চলে আসি। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায় জানা ছিল না। এই প্লাটফর্মে জয়েন হয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি অনেক জিনিস দেখতে পেলাম। এছাড়া রঙিন কাগজের জিনিস আমার কাছে খুব ভালো লাগে।
ছোট একটা জিনিস বানালে আর তার কালার ঠিক মতো নির্বাচন করতে পারলে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। আমরা অনেক সময় মনে করি এই কাজটা কঠিন, হয়তো অন্য কাজ সহজ হবে কিন্তু না সব কাজই কঠিন আবার সব কাজই সহজ। তবে কাজকে ভালোবেসে করলে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। যেকোনো কাজ করতেই সময় আর ধৈর্য্যর প্রয়োজন। এই দুটো ছাড়া কখনও কাজে সফলতা আনা সম্ভব নয়। যাই হোক রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার এই অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২. গাম
৩. কাঁচি
৪. লাল সাইন পেন
৫. পেন্সিল
৬. সাদা কাগজ
৭. পুঁতি
ড্রেস বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে রঙিন কাগজ মাঝখান বরাবর ভাঁজ করে কেটে নেবো। এবার চিকন করে দুটি পেপার ভাঁজ করে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এবার আবারও মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। এরপর গাম দিয়ে দুটো পেপার লাগিয়ে নেবো। এভাবে আমরা ছোট বেলায় পাখা বানাতাম।
𒆜৩য় ধাপ𒆜
এখন সাদা পেপার মাঝখান বরাবর ভাঁজ করে নেব।এরপর পেন্সিল দিয়ে ড্রেসের গলার ডিজাইন করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর গাম দিয়ে ড্রেসের নিচের অংশের সাথে লাগিয়ে নেবো।
𒆜৫ম ধাপ𒆜
এবার আরেকটি পেপার ভাঁজ করে নেব। এরপর কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো। এবার কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার গোলাপ ফুল বানানোর জন্য গোল বৃত্তকে চারপাশ দিয়ে কেটে নেবো। এরপর হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাপ ফুল বানিয়ে নেবো। এবার ড্রেসের উপরে গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৭ম ধাপ𒆜
এবার আরো একটি পেপার ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে পাতার ডিজাইন করে নেব। এবার কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৮ম ধাপ𒆜
এবার পাতাটিকে সুন্দর ভাবে কেটে নেবো। এরপর গাম দিয়ে ড্রেসের মধ্যে লাগিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার লাল সাইন পেন দিয়ে ড্রেসের উপর ডিজাইন করে নেব। এরপর গাম দিয়ে পুঁতি গুলো ড্রেসের নিচে লাগিয়ে নেবো। পুঁতি লাগাতে অনেক কষ্ট হয়েছিল। একদিক দিয়ে লাগাতাম আর অন্য দিকে পরে যেতো। অবশেষে অনেক কষ্টে লাগিয়েছি।
𒆜উপস্থাপনা 𒆜
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
|| Join Heroism Discord Server for more Details ||
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমার নিজের গ্ৰামে যাবো বলে এই সপ্তাহে অনেক ব্যস্ত ছিলাম। গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল। ছোট বাচ্চা থাকলে কোথাও যাওয়ার সময় কত কিছু সাথে নিতে হয় তা শুধু যাদের বাচ্চা আছে তারা ভালো বুঝে। এত কিছুর মাঝেও বসে চিন্তা শুরু করলাম কি পোস্ট করবো। এরপর গতকাল রাতে বসে কিছুদিনের জন্য কয়েকটি পোস্ট রেডি করে নিলাম। জানেনই তো কোথাও গেলে আঁকাআঁকি করতে সমস্যা হয়ে পড়ে। তাই কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। তারজন্য গতকাল বসে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ড্রেস বানিয়েছি।
তাড়াহুড়োর মধ্যে কি বানিয়েছি নিজেও জানি না। আমার মনে হচ্ছে এই ড্রেস তেমন বেশি ভালো হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করতে চলে আসি। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায় জানা ছিল না। এই প্লাটফর্মে জয়েন হয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি অনেক জিনিস দেখতে পেলাম। এছাড়া রঙিন কাগজের জিনিস আমার কাছে খুব ভালো লাগে।
ছোট একটা জিনিস বানালে আর তার কালার ঠিক মতো নির্বাচন করতে পারলে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। আমরা অনেক সময় মনে করি এই কাজটা কঠিন, হয়তো অন্য কাজ সহজ হবে কিন্তু না সব কাজই কঠিন আবার সব কাজই সহজ। তবে কাজকে ভালোবেসে করলে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। যেকোনো কাজ করতেই সময় আর ধৈর্য্যর প্রয়োজন। এই দুটো ছাড়া কখনও কাজে সফলতা আনা সম্ভব নয়। যাই হোক রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার এই অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২. গাম
৩. কাঁচি
৪. লাল সাইন পেন
৫. পেন্সিল
৬. সাদা কাগজ
৭. পুঁতি
ড্রেস বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে রঙিন কাগজ মাঝখান বরাবর ভাঁজ করে কেটে নেবো। এবার চিকন করে দুটি পেপার ভাঁজ করে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এবার আবারও মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। এরপর গাম দিয়ে দুটো পেপার লাগিয়ে নেবো। এভাবে আমরা ছোট বেলায় পাখা বানাতাম।
𒆜৩য় ধাপ𒆜
এখন সাদা পেপার মাঝখান বরাবর ভাঁজ করে নেব।এরপর পেন্সিল দিয়ে ড্রেসের গলার ডিজাইন করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর গাম দিয়ে ড্রেসের নিচের অংশের সাথে লাগিয়ে নেবো।
𒆜৫ম ধাপ𒆜
এবার আরেকটি পেপার ভাঁজ করে নেব। এরপর কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো। এবার কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার গোলাপ ফুল বানানোর জন্য গোল বৃত্তকে চারপাশ দিয়ে কেটে নেবো। এরপর হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাপ ফুল বানিয়ে নেবো। এবার ড্রেসের উপরে গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৭ম ধাপ𒆜
এবার আরো একটি পেপার ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে পাতার ডিজাইন করে নেব। এবার কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৮ম ধাপ𒆜
এবার পাতাটিকে সুন্দর ভাবে কেটে নেবো। এরপর গাম দিয়ে ড্রেসের মধ্যে লাগিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার লাল সাইন পেন দিয়ে ড্রেসের উপর ডিজাইন করে নেব। এরপর গাম দিয়ে পুঁতি গুলো ড্রেসের নিচে লাগিয়ে নেবো। পুঁতি লাগাতে অনেক কষ্ট হয়েছিল। একদিক দিয়ে লাগাতাম আর অন্য দিকে পরে যেতো। অবশেষে অনেক কষ্টে লাগিয়েছি।
𒆜উপস্থাপনা 𒆜
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ড্রেসের অরিগ্যামি তৈরি করেছেন আপু। এ ধরনের কিউট অরিগ্যামি গুলো দেখলে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আজকের পোস্টটি উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছেও এই ধরনের অরিগ্যামি ভালো লাগে জেনে খুশি হলাম।
খুবই সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে এই ড্রেসের অরিগামি তৈরি করে ফেলেছেন। এরকম সুন্দর অরিগামি আপনার কাছ থেকে দেখতে পেরে খুব খুশি হলাম৷ যেভাবে আপনি এই রঙিন কাগজ দিয়ে এই অরিগামি তৈরি করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গেলাম৷ এর মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।
রঙিন কাগজ ব্যবহার করে দারুন ড্রেসের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা এই সুন্দর ড্রাই পোস্ট সত্যি আমাকে মুগ্ধ করল। বেশ খুশি হয়েছি আপনার তৈরি করা সুন্দর মেধা সম্পন্ন এই কাজ দেখে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজের কাজ গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজের একটি ড্রেস তৈরি করেছেন। যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। মাঝখান ফুল এবং নিচে পুঁতি ব্যবহার করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে ফুল ও পুঁতি দেওয়ার জন্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ড্রেসের অরিগ্যামি তৈরি করেছেন। এটা আমার ভীষণ দারুন লাগলো। এই কাজ গুলি করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন ও ভাঁজ গুলি ঠিকঠাকভাবে না হলে কখনোই সম্পন্ন হয় না, আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এটি। আপনার জন্য শুভেচ্ছা রইল
হ্যাঁ ভাইয়া এই কাজগুলো অনেক দক্ষতার সাথে সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রহিম কাগজ ব্যবহার করে ড্রেসের অরিগামি তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা যেন দেখতে একটা সত্যিকারের ড্রেসের মতো হয়েছে। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি রীতিমত হয়ে গেলাম।
হ্যাঁ ভাইয়া সম্পূর্ণ বানানোর পর আমার কাছেও তাই মনে হয়েছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগ্যামি জাস্ট দেখতে অসাধারন লাগতেছে আপু। মাঝখানে ফুল এবং পুঁতি দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার নিখুঁত কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভাইয়া এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।
একদম ঠিক বলেছেন আপু কোথাও যেতে গেলে ছোট বাচ্চাদের জন্য যে কত কিছু নিতে হয় তার কোন ঠিক নেই। যাইহোক আপনার রঙিন কাগজের ড্রেসটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম ড্রেস সত্যি বানিয়ে কোন বাচ্চা মেয়েকে পড়ালে খুব ভালো লাগবে দেখতে। নিচের পুতিগুলো দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে।
হ্যাঁ আপু কোথাও গেলে বাচ্চাদের অনেক কিছু নিতে হয়। এটা ঠিক বলেছেন এই ড্রেস বাচ্চাদের জন্য বানালে খুব সুন্দর লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে বানানো প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা আজকে রঙিন কাগজের তৈরি ড্রেস দেখে সত্যি কারের ড্রেসের মতো মনে হচ্ছে। এই ডিজাইনের ড্রেস হলেও খারাপ হবে না। বিশেষ করে ড্রেসের মধ্যে পুঁথি দিয়ে ডিজাইন করাতে বেশি ভালো লাগছে। এরকম একটা সুন্দর কাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু এই ডিজানের ড্রেস বানালে বেশ ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি করেছেন আপু। ড্রেসটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতেও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু অনেক সময় নিয়ে এটি বানিয়েছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।