হঠাৎ ভুল করার কিছু অনুভূতির গল্প শেয়ার || ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ-০৩ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

বুধবার, শীতকাল


আসসালামু-আলাইকুম / নমস্কার

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো ইউনিক পোস্ট আপনাদের মাঝে নিয়ে আসতে। আজও তার ব্যতিক্রম নয় তবে জানিনা কতটা ইউনিক নিয়ে আসতে পেরেছি। আমার আজকের এমন পোস্ট করাটা বা পোস্টে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ যখন কোনো ভুল করে তখন সে বুঝতে পারে না কিন্তু যখন বুঝতে পারে ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। ঠিক এমনি একটি ভুল আজ আমি করলাম। হয়তো আমি আমার ভুল শুধরে নিয়েছি এবং সব ঠিক হয়ে গেছে তারপরও কেন জানি নিজের কাছে অপরাধী মনে হয়। এত কষ্ট করে এত পরিশ্রম ও সময় দিয়ে ভাইয়ারা আমাদের কত কিছু বুঝিয়েছেন তারপরও আমরা বারবার একই ভুল করি। আমরা সত্যিই ভাইয়া ও আপুদের পরিশ্রমের সঠিক মূল্য দিতে পারিনি। আমরা তাদের সবগুলো কথা মেনে চলতে চেষ্টা করতাম তাহলে হয়তো এভাবে সবাই বারবার ভুল করে যেতাম না।


IMG_20220216_185206.jpg

জানিনা আমার আজকের ভুল ছোট না বড় তবে আমি মনে করি ভুল তো ভুলই। একটা কথা ভেবে দেখেন আমার আজকের ভুল আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম কারণ আমার সবকিছু তো ঠিক হয়ে গিয়েছে তাহলে কেন শেয়ার করলাম। আমার এই ভুল শেয়ার করার একটাই কারণ যাতে করে পরবর্তীতে আপনারা একই ভুল না করেন। তাহলে চলুন আমার করা সেই ভুলের গল্প আপনাদের কাছে শেয়ার করি।


আমার অনুভূতির গল্প


"আমার বাংলা ব্লগে" ২৪-১১-২০২১ তারিখে আমার পরিচয় মূলক পোস্ট করে যাত্রা শুরু হয় এবং ২৬-১১-২০২১ তারিখে abb school এ level 1 এর ক্লাসের মধ্য দিয়ে আরেকটি যাত্রা শুরু হয়। প্রতিটা ক্লাস আমি মনোযোগ সহকারে করেছি এবং প্রতিটা লেভেল থেকে এক্সাম দিয়ে সম্মানের সাথে আমাকে উত্তীর্ণ করা হয়েছে। কিছু দিন আগে অর্থাৎ ০৮-০২-২০২২ তারিখে আমাদের ভেরিফাই মেম্বার হওয়ার জন্য ভাইভা নেওয়া হয়েছিল। সেখান থেকেও আমাকে সম্মানের সাথে উত্তীর্ণ করে আমার নামের পাশে ভেরিফাইড ট্যাগ দেওয়া হয়। আমি এ পযর্ন্ত অনেক পোস্ট করেছি এবং সবসময় abb-school কে আমার পাশে পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। ভেরিফাইড হওয়ার পরও আমি কয়েকটি পোস্ট করেছি। তবে কোনো পোস্টে আমার কোনো ভুল ছিল না। হঠাৎ করে কালকের পোস্টেই আমি একটা ভুল করে ফেলি।


আমি প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য একটা পোস্ট লিখেছিলাম। আমার পোস্টে চেষ্টা করি সবসময় নিজের তোলা ছবি ব্যবহার করতে। কিন্তু কাল কি মনে করে যেন সোর্স দিয়ে ছবি দিতে ইচ্ছে হলো। এই ইচ্ছা সবার হতে পারে এটাই স্বভাবিক তবে সেটা হতে হবে "আমার বাংলা ব্লগ"থেকে শিখানো সোর্সগুলো থেকে ছবি আপলোড করার মাধ্যমে। আমাদের level 1 এর ক্লাসে কত সুন্দর করে কপিরাইট ফ্রি ইমেজ নিয়ে বুঝানো হয়েছে। সবকিছু বুঝেও আমরা সেই কথা রাখতে পারিনা। আমার পোস্টে কপি রাইট ফ্রি ইমেজ না দিয়ে অন্য জায়গা থেকে ছবি দিয়ে দিয়েছিলাম।


Screenshot_2022-02-16-19-02-19-26_e4424258c8b8649f6e67d283a50a2cbc.jpg

IMG_20220216_185656.jpg

Screenshot_2022-02-16-10-05-44-85_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

কিন্তু সেই কথা আমার মনেও ছিলনা। আজ সকাল বেলা হঠাৎ করে @rex-sumon ভাইয়ার কমেন্ট দেখে হতবাক হয়ে গেলাম। আমি এটা কি করেছি। এত দিন ধরে এত কিছু শিখে কিভাবে এই ভুল হলো। তারপর সাথে সাথে টিকেট কেটে ভাইয়াকে মেনশন দিলাম। এরপর ভাইয়া আমাকে বললো আপিলে যেতে। সেখানে গিয়ে ভাইয়ার সাথে আমার অনেক কথা হয়। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি তখন ভাইয়া আবার আমার সবকিছু ঠিক করে দেয়।


সকাল বেলা আমার নামের পাশে যে চিহ্ন ও লেখা দেখে আমার খারাপ লেগেছিল সেগুলো আমি স্কিনশর্ট দিয়ে রেখেছিলাম সেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করব।


Screenshot_2022-02-16-10-07-49-29_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg


Screenshot_2022-02-16-10-07-39-50_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg


Screenshot_2022-02-16-10-17-45-47_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg


IMG_20220216_185639.jpg



এত কষ্ট করে এত দূর আসার পর যদি আমরা ছোট ছোট ভুল বারবার করতে থাকি এবং এরপর যদি আমাদের ব্যান বা মিউট করা হয় তাহলে আমি মনে করি সেটা নিজের কাছে খুবই লজ্জাজনক একটি ব্যাপার। " আমার বাংলা ব্লগ "এর এডমিন ও মডারেটর ভাইয়া এবং আপুরা এতটাই সহানুভূতিশীল যে আমরা বারবার ভুল করার পরেও তারা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে ক্ষমা করে দেন। আশা করব আমায় দিয়ে বুঝানো কথাগুলো আপনাদের কাজে লাগাবে। যাতে করে পরবর্তীতে এমন ভুল কারো না হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং "আমার বাংলা ব্লগ " এর প্রতিটি নিয়মকানুন মেনে চলবেন।




IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার স্কিনশটের লেখাগুলো পড়লাম। আমি ভুল করে ক্ষমা পেয়েছেন, দেখে ভালো লাগলো। আসলে আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে। যারা এই রকম কাজ করে, তাদের এখনি কবিরাইটের বিষয়ে সতর্ক হওয়া উচিত। কপিরাইট স্টিমিট প্লাটফর্মে মারাত্নক অপরাধের কাজ। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 
হূম ভাইয়া সবার উচিত কপিরাইট বিষয়ে সতর্ক থাকা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।খুব ভালো লাগলো। অনেক কিছু শিখতে পারলাম। আপনার ভুল থেকে অনেক কিছু শিখতে পারলাম। সুন্দর করে সব কিছু তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 
আপনাদের এই শিখতে পাড়ার জন্যই আমার আজকের এই পোস্ট করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59