ম্যাচবক্স দিয়ে ট্রলি ব্যাগ || ১০% প্রিয় লাজুক খ্যাঁককে
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা
আসসালামু আলাইকুম/নমস্কার
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। ছেলের অসুস্থতার জন্য তেমন বেশি সময় পাইনা।রাতের বেলা যতটুকু সময় পাই চেষ্টা করি পোস্ট রেডি করার।দিনের সাংসারিক কাজ শেষ করে আপলোড দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। আজ আমি আবারও নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। একটু ইউনিক পোস্ট না হলে মনে হয় একদমই ভালো লাগেনা। আমি সবসময় চেষ্টা করি ভালো ও ইউনিক পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি আপনাদের সাথে ম্যাচবক্স দিয়ে ট্রলি ব্যাগ বানিয়ে নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ হলুদ পেপার
★ কটন বাড ৪টি
★ কাঁচি
★ গাম
★ ম্যাচবক্স
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি ম্যাচের ভিতরের ঢাকনা খুলে নেব।
এরপর কাঁচির সাহায্যে ম্যাচের একপাশে কেটে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার ম্যাচের ভিতরের ঢাকনা ম্যাচের একপাশে গাম দিয়ে লাগিয়ে নেব। এরপর সেটি বিভিন্ন সাইট থেকে ছবি তুলে নিলাম।
𒆜৩য় ধাপ𒆜
এরপর ম্যাচবক্স হলুদ পেপার দিয়ে গামের সাহায্যে মুড়িয়ে নিলাম।
𒆜৪র্থ ধাপ𒆜
এরপর এর উপরে লাল ও কালো সাইনপেন দিয়ে সুন্দর ভাবে ফুল এঁকে সাজিয়ে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এখন সবশেষে এর পিছনে হাত দিয়ে ধরনি লাগিয়ে নেব। তারপর কটন বাড কেটে ম্যাচ বক্সের পিছনে গাম দিয়ে সুন্দর ভাবে লাগিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ম্যাচবক্স দিয়ে ট্রলি ব্যাগ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আপনার ছেলের শীঘ্রই সুস্থতা কামনা করছি। আপনি অনেক সুন্দর করে ম্যাচ বক্স দিয়ে ট্রলি ব্যাগ তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমার ছেলে একটু সুস্থ আছে।আপনাদের ভালো লাগার জন্য সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু করতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1567193216092610560?s=20&t=i_kJXftTJKuCWMy1umEZig
ম্যাচবক্স দিয়ে ট্রলি ব্যাগ তৈরি অসাধারণ হয়েছে। আপু আপনার আইডিয়া দারুন ছিল। ম্যাচবক্স দিয়ে যে ট্রলি তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া আপনাদের ভালো লাগার জন্যই আমাকে ইউনিক আইডিয়া বের করতে হয়।যখন কষ্টের পর আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে তখন আমারও খুব ভালো লাগে। ধন্যবাদ।
আইডিয়া টা বেশ চমৎকার লেগেছে। আপনার পোস্ট গুলো পড়তে বেশ ভালো লাগে আপু। আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন ইউনিক কিছু উপহার দিতে।ম্যাচবক্স দিয়ে ট্রলি ব্যাগ করার পদ্ধতি টা ভালো লেগেছে একদম সহজভাবে ধাপে ধাপে দেখিয়েছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ইউনিক একটা আইডিয়া শেয়ার করার জন্য।আর আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ তাআলা যেন দূত সুস্থতা দান করেন।
আমার এই আইডিয়া আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনাদের দোয়ায় ছেলেটা এখন সুস্থ আছে।গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আপু আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।
আপু আপনার ম্যাচ বাক্স দিয়ে ট্রলিব্যাগ টি অসাধারণ হয়েছে। আগামী সপ্তাহে আমি ঘুরতে যাব। তখন আপনার ট্রলি ব্যাগটি পেলে আমার খুব কাজে আসত। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাগ বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু কোনো সমস্যা নেই কুরিয়ারে পাঠিয়ে দেব। আপনার এত সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমার বাসা এরকম অনেক খালি প্যাকেট রয়েছে, যেগুলো আমি ফেলে দেই কিন্তু এটা দিয়ে চমৎকার জিনিস তৈরি করা যাবে জানতাম না, আমার খুবই ভালো লেগেছে আপনার আজকের এই টলি ব্যাগ, শুভকামনা রইল আপনার জন্য
ভাইয়া তাহলে ফেলে না দিয়ে নতুন কোনো আইডিয়া বের করে নেবেন। আপনার সেই আইডিয়ার অপেক্ষায় থাকবো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর হবে ম্যাচ বক্স ব্যবহার করে ট্রলি ব্যাগ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।
আপু দারুণ হয়েছে আপনার ম্যাচবক্স দিয়ে ট্রলি ব্যাগ। আসলে ইউনিক একটি পোস্ট হয়েছে। এ ধরনের পোস্ট আগে দেখেছি বলে মনে হয় না। ধন্যবাদ এমন একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনাদের কাছে যাতে ভালো লাগে সেজন্যই একটু চেষ্টা। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ।
দারুন সৃজনশীল মূলক একটি কাজ করেছেন আপনি। হলুদ কাগজ ব্যবহার করার কারণে ট্রলি ব্যাগটি দেখতে খুবই সুন্দর লাগছে।ম্যাচবক্স দিয়ে অসাধারণ সুন্দর একটি ট্রলি ব্যাগ বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথমে ভেবেছিলাম অন্য কাগজ দিব পরে ভাবলাম হলুদ কাগজেই হয়তো বেশি সুন্দর লাগবে।ধন্যবাদ আপনার ভালো লাগার জন্য।
ওয়াও ম্যাচ বক্স ব্যবহার করে খুবই সুন্দর একটি ট্রলি ব্যাগ তৈরি করে ফেলেছেন আপনি। সত্যি আপনার দক্ষতার প্রশংসার করতে হয়। এরকম পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন আর আপনার কাছে এই ধরনের পোস্ট ভালো লাগে জেনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।