$PUSS কে কেন্দ্র করে ভিন্ন ধরনের আর্ট
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আজ আবারও নতুন একটি আর্ট নিয়ে চলে এসেছি। আজকের আর্ট সম্পূর্ণ আলাদা। $PUSS কে কেন্দ্র করে ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করেছি। আমার আর্টের মধ্যে রয়েছে একটি ফলের গাছ আর গাছের নিচে দুটি বিড়াল বসে আছে। তাছাড়া গাছ ভর্তি সবুজ পাতা রয়েছে। এমন একটি আর্ট এর মানে বলছি শুনুন,গাছ হয়েছে আমাদের @rme দাদা আর সবুজ পাতা হচ্ছে আমরা সকল ইউজার সহ মডারেটর ভাই বোনেরা এবং ফলগুলো কি জানেন। এগুলো হচ্ছে দাদা যে $PUSS কয়েন বানিয়েছে তা সব জায়গায় একদিন পৌঁছে যাবে তারই বহিঃপ্রকাশ, ফল এর মাধ্যমে বুঝিয়েছি। তাছাড়া গাছের নিচে $PUSS যেখানে বসে রয়েছে সেখানে কিছু ঘাস ফুল দিয়েছি। সেগুলো কি জানেন,তারা হলেন দর্শক যারা দাদার এই কাজকে সাধুবাদ জানাচ্ছে।
আমার এই আইডিয়া কেমন হলো? তাছাড়া গাছের নিচে তো দুটি কিউট $PUSS রয়েছেই। তারা বসে বসে সবার কাজের এক্টিভিস দেখছে আর খুশি হচ্ছে।আমার নিজের কল্পনা দিয়ে এই সম্পর্ণ আর্ট করার চেষ্টা করেছি। আমার কাছে সম্পূর্ণ আর্ট শেষ করার পর দেখতে খুব ভালো লেগেছে। $PUSS কে নিয়ে আর্টের মাধ্যমে নিজের সৃজনশীলতা তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ আর্ট কল্পনার মাধ্যমে সাজাতে পেরে খুব ভালো লেগেছে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২.পেন্সিল
৩. সাইন পেন
১ম ধাপ
প্রথমে পেন্সিলের সাহায্যে ডালপালাসহ একটি গাছ এঁকে নিলাম।
২য় ধাপ
এবার গাছের নিচে দুটি বিড়াল এঁকে নিলাম।
৩য় ধাপ
এখন কালো কলম দিয়ে বিড়াল দুটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
৪র্থ ধাপ
এবার বিড়াল দু'টো কালার করে নিলাম।
৫ম ধাপ
এরপর ডালপালা সহ গাছ কালার করে নিয়েছি।
৬ষ্ট ধাপ
এবার হলুদ আর লাল মিলিয়ে ফল এঁকে নেব।
৭ম ধাপ
এখন গাছ ভর্তি সবুজ পাতা এঁকে নেব।
শেষ ধাপ
সবশেষে এবার গাছের নিচে ঘাসসহ ফুল এঁকে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের $PUSS কে কেন্দ্র করে ভিন্ন ধরনের আর্ট।
ফাইনাল আউটপুট
আর্ট এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | আর্ট |
---|---|
ক্যামেরা | Vivo Y16 |
চিত্রকর | @tanjima |
লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা "$PUSS কে কেন্দ্র করে ভিন্ন ধরনের আর্ট" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বেশ অসাধারণ আর্ট করেছেন আপনি। আপনার $PUSS কে কেন্দ্র করে ভিন্ন ধরনের আর্ট দেখে খুব আনন্দিত হলাম। আপনার $PUSS কে কেন্দ্র করে আঁকা আর্ট বেশ নিখুঁত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। $PUSS এর ভিন্ন আর্ট দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1832679563496976427?t=VynVaVFnA0dDvvhvnny8KA&s=19
পুসকে কেন্দ্র করে দারুণ একটি আর্ট করেছেন আপু। আর্টের থিমটা সত্যিই খুব ভালো লেগেছে। তাছাড়া সম্পূর্ণ আর্টটি দারুণভাবে সম্পন্ন করেছেন। কালার কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া পুস কে ভিন্নভাবে ফোকাস দেওয়ার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Puss কে করে খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা আর্ট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে আর্ট টি উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
দারুণ একটা আর্ট করলেন আপু ভিন্ন ধরনের দেখে মুগ্ধ হলাম। আপনি পুস পরিবারকে নিয়ে সুন্দর একটি আর্ট করলেন। চারপাশে দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। অনেক অভিজ্ঞতা দিয়ে তৈরি করলেন। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
Puss কে কেন্দ্র করে খুব সুন্দর একটা আর্ট করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের এই আর্ট টা দেখে। দুই পাশে দুইটা বিড়াল খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। বিশেষ করে গাছটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু চেষ্টা করেছি সুন্দর ভাবে আর্ট সম্পূর্ণ করার আর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুশ নিয়ে পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।
ভাইয়া আপনার আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনার মতো এত ভালো পারি না। তবে চেষ্টা করি সুন্দর করার। ধন্যবাদ।
$PUSS কে কেন্দ্র করে চমৎকার একটি আর্ট করেছেন আপু। আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার আইডিয়া বেশ অসাধারণ।$PUSS টোকেন কে কেন্দ্র করে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ধৈর্য ধরে চমৎকার একটি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং $PUSS টোকেন কে কেন্দ্র করে আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার এই আর্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
পুসকে কেন্দ্র করে অসাধারন একটি আর্ট তৈরি করেছেন আপু। অনেক সুন্দর করে আর্টটি সম্পন্ন করেছেন। আর্ট এর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।