Diy-রঙিন কাগজ দিয়ে ড্রাগন এর অরিগ্যামি।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস বাচ্চারা পেলে খুব খুশি হয়। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে ড্রাগন এর অরিগ্যামি শেয়ার করতে চলে এসেছি।
এই অরিগ্যামি বানাতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এত ভাঁজ দিতে হয় যার জন্য মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। অবশেষে অনেক চেষ্টার পর সম্পূর্ণ বানাতে পেরে স্বার্থক হয়েছি। আমি জানি আমার এই ডাই প্রজেক্ট দেখতে একটুও সুন্দর হয়নি। এই ডাই প্রজেক্ট বানাতে আমার অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ বানানোর পর দেখতে অনেক ভালো লেগেছে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ড্রাগন এর অরিগ্যামি অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. কাঁচি
ড্রাগন বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে এক কোণা ভাঁজ করে বাড়তি অংশ কেটে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এবার পেপারের দুই কোণা এবং মাঝখান বরাবর ভাঁজ করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন দুই কোণা একসাথে ধরে খামের মতো করে ভাঁজ করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার যেপাশে পেপারের ভিতরের অংশ খালি সেই পাশে লম্বা ভাবে কোণা ভাঁজ করে নেব।
𒆜৫ ম ধাপ𒆜
এখন উপরের বাড়তি মাথা ভাঁজ করে নেব। এরপর মাঝখান থেকে পেপার অল্প খুলে নেব।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার মাঝখান বরাবর লম্বা করে ভাঁজ করে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এখন উপরে ছোট করে ভাঁজ করে রাখা মাথা কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর দুটো কাঁটা অংশ নিচের দিকে ভাঁজ করে নেব।
𒆜৮ম ধাপ𒆜
এবার এই কাটা অংশ উপরে সমান ভাবে ভাঁজ করে নেব। এরপর সেই ভাঁজের মাঝখানে আবারো ভাঁজ করে নেব।
𒆜৯ম ধাপ𒆜
এখন যে ঠোঁটের মতো দুটো মাথা দেখা যায় সেখান থেকে একটি মাথা একপাশে সরিয়ে চিকন করে ভাঁজ করে নেব। এরপর উপরের চিকন অংশ একটু বাঁকা করে ড্রাগনের মাথা বানিয়ে নেব।
𒆜১০ম ধাপ𒆜
এবার লেজ একটু টান দিয়ে নিচের দিকে এনে ভাঁজ করে লেজ বানিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার নিচের ছোট অংশ সুন্দর করে ভাঁজ করে লেজ বানিয়ে নেবো। এরপর ড্রাগনের চোখ এঁকে নিলাম।তাহলেই হয়ে যাবে আমার আজকের ড্রাগন এর অরিগ্যামি।
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ডাই প্রজেক্ট এর ধাপগুলো মিলাতে খুব সমস্যায় পড়তে হয়। যেমন বানাতে সময় লেগেছে তেমনি লিখতেও অনেক সময় লেগেছে। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ওয়াও আপু অসাধারণ হয়েছে রঙিন কাগজ দিয়ে ড্রাগনের অরিগামি। প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তৈরি করেছেন। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থিত দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আপনার কাছে এতো ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেকেই দেখি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আর তাই রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা আগ্রহটা সবার জন্য একটু বেশি। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ড্রাগনের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি করা অরিগামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
আসলে রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করলে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে। আর ভাঁজে ভাঁজে এরকম কিছু তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। এই ড্রাগন টা তৈরি করতে আপনার অনেক বেশি কষ্ট হয়েছিল যা দেখেই বুঝতে পারছি। তবে তৈরি করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, আর আমার কাছেও খুব ভালো লেগেছে দেখতে। উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর করে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
হ্যাঁ আপু এই ড্রাগন বানাতে অনেক কষ্ট হয়েছে বিশেষ করে ভাঁজ গুলো দিতে বেশি ঝামেলা হয়েছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ড্রাগন এর অরিগ্যামি।আপনার তৈরি ড্রাগনের অরিগমি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন পোস্ট তৈরি করতে হলে অনেক পরিশ্রম এবং মেধার প্রয়োজন হয়।ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজের তৈরি অরিগ্যামি বাচ্চারা পেলে বেশ খুশি হয় ।আপনার আজকের তৈরি ড্রাগনের অরিগ্যামি কে বলেছে ভালো হয়নি আমার কাছে তো বেশ ভালো লাগলো। আর এ ধরনের জিনিস বানাতে সত্যি অনেক সময় লাগে ।আপনিও খুব চমৎকার করে বানিয়েছেন ।দেখতে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু এই ধরনের জিনিস বানাতে অনেক সময় লাগে। বিশেষ করে ভাঁজ দেওয়ার সময় ঝামেলা হয় বেশি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। আসলে মাঝে মাঝে যদি নতুন কিছু করা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে।ড্রাগনের অরিগ্যামি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনি নতুন কিছু করার চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু আমরা রঙিন কাগজ দিয়ে সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে বাচ্চাদেরকে দিলে তারা খুবই খুশি হয়। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রাগন তৈরি করেছেন। ড্রাগন টিকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এ ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর একটি ড্রাগন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ আপু এই ধরনের জিনিস বাচ্চারা পেলে অনেক আনন্দ পায়। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়েও যে ড্রাগন তৈরি করা যায়, তা আমার জানা ছিলনা আপু। আজ প্রথম আপনার পোস্টে রঙিন কাগজের ড্রাগন দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আপনি কিভাবে রঙিন কাগজ দিয়ে ড্রাগনটি তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া এখন যেহেতু জেনেছেন তাহলে একদিন আপনিও তৈরি করে নেবেন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রাগন তৈরি করেছেন আপনি। হ্যাঁ আপু একদমই ঠিক কথা বলেছেন অরিগামি মধ্যে শুধু ভাঁজ করতে হয় আর ভাজ করতে করতে বিভিন্ন সময় এলোমেলো হয়ে যায়। রঙিন কাগজ দিয়ে তৈরি ড্রাগন টি দেখতে বেশ দারুন লাগছে।
আমি তো মাঝে মাঝে ভাঁজ গুলো ভুলেই যাই। যাই হোক সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ড্রাগন এর অরিগ্যামিটি অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন কাগজ ও কাঁচি দিয়ে খুবই নিখুঁতভাবে ড্রাগনের অরিগামিটি বানিয়েছেন। খুবই সুন্দরভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।