নিজের লেখা ছোট একটি কবিতার নাম- কষ্টে ভরা জীবন || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
আপনাদের জন্য আমার কিছু কথা
অনেক দিন হয়ে গেল তেমন কোনো কবিতা লেখা হয়না। একটা কবিতা লিখতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু কিছু দিন যাবৎ অনেক ব্যস্ত থাকার কারণে আর লেখা হয়ে ওঠেনি। আজ হঠাৎ একটু সময় পেলাম তার জন্য আবারও আমি চলে আসলাম আপনাদের কাছে আমার নিজের লেখা একটি কবিতা নিয়ে। সবসময় আমি চেষ্টা করি একটু অন্যরকম কবিতা লেখার জন্য। জানিনা কতটুকু পেরেছি তবে চেষ্টা করেছি সুন্দর ভাবে লিখে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কবিতা লিখতে পারি তবে সুন্দর করে আবৃত্তি করতে পারিনা। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কবিতা লিখে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমার আজকের কবিতা যাদের জীবনে ভালোবাসা হারানোর কষ্ট রয়েছে তাদের নিয়ে।
কবিতার নামঃ কষ্টে ভরা জীবন
লেখক: তানজিমা
যখন আমি মরে যাব রাগ দেখাবা কাকে
সেই দিন তুমি বুঝবে
ভালোবাসতাম শুধু তোমাকে।
একদিন তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে
সেই দিন তুমি বুঝবে
শুধু ভালোবাসতাম তোমাকে।
রেখেছিলাম যতন করে
দেখতে পায়নি কেউ
ঠোঁটের কোনায় হাসি রেখে
চলে ছিলাম একলা পথে।
রেখেছিলাম বুকে চেপে
দুঃখ ভরা মন নিয়ে
সবার সাথে হাসি।
সুখ হলো আমার পথের কাটা
থাকে শুধু দূরে দূরে
তাইতো আমি একা একা
নিরবে কেঁদে ভাসাই বুক।
কিছু কিছু ব্যথা থাকে সওয়া যায়না
কিছু কিছু ফুল থাকে তুলা যায়না
কিছু কিছু মানুষ থাকে ভোলা যায় না।
বদলে যায় শুধু মানুষগুলি
অনুভূতি কখনো হারায় না
হারিয়ে যায় শুধু সময়গুলি।
মূলভাব
আমি এখানে খুব অল্প কথায় এই কবিতার মূলভাব বুঝিয়ে দিচ্ছি। আমার এই কবিতায় মানুষ যখন ভালোবাসা হারিয়ে ফেলে তখন তার মনের কী অবস্থা হয়, সে কিভাবে জীবন যাপন করে সেই দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক সময় তারা নীরবে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলে আবার কেউবা সহ্য করতে না পেরে এই দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু একটা কথা সত্য কখনো ভালবাসা বদলায় না বদলে যায় শুধু মানুষগুলি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আপনার কবিতার মধ্য বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা পেয়েছিলাম কবিতাটির সত্যি বুকে এসে যেন লাগল । প্রত্যেকটা কথা একদম লিখে রাখার মত ছিল। এত আবেগ নিয়ে এত অভিজ্ঞতা নিয়ে যে আপনি এমন কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন সেজন্য আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা রইল।
ভাইয়া তাহলে লিখে রেখে দেন ভাইয়া।কখনো হয়তো কাজে লাগতে পারে।আপনার এই মন্তব্য পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি ঠিক বলেছেন ভালোবাসা কখনো বদলায় না বদলায় মানুষ গুলো।কেউ পরিস্থিতির শিকার হয়ে কেউ বা সার্থপরতার কারণে।বেশ ভালো লেগেছে আপনার কবিতা আপু।সমাজের কিছু বাস্তব কথা তুলে ধরেছেন আপনি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।
ভালোবাসা সব সময় থেকে যায় কিন্তু মানুষটা এক সময় বদলে যায়। সেই চেনা মানুষটি তখন একসময় অচেনা হয়ে ওঠে। আপু আমার কবিতা পড়ে আপনার কাছে এতো ভালো লেগেছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
শেষের চার লাইন আমার খুবই ভালো লেগেছ, কারণ ১০০% খাটি কথা বলেছেন, আমিও অনেক চেষ্টা করি কবিতা লিখতে কিন্তু কোনো ভাবেই তা সম্ভব হয়ে উঠে না, অনেক দিন চেষ্টা করছিলাম কিন্তু পারিনি এরপর আর চেষ্টা করিনি, আপনি অনেক সুন্দর করে কবিতাটি লিখেছেন, সব গুলো বাস্তব কথা দিয়ে কবিতাটি লিখেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।
ভাইয়া একবার লিখে ফেলবেন তাহলেই হয়ে যাবে। একটা কবিতা লিখতে অনেক চিন্তা-ভাবনা করে তারপর লিখতে হয়। আমার কাছেও শেষের চার লাইন অনেক ভালো লেগেছে। মনে হয় যেন নিজের জীবনের সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। ভাই আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ভালোবাসা বদলায় না বদলায় মানুষগুলো। সামনে থাকলে বুঝে যা,যে কত ভালোবাসে,হয়ত যে, দিন থাকবো না ঐ দিন হয়তো বুঝবে।ভালো ছিলো।ধন্যবাদ
ঠিক বলেছেন আপু সামনে থাকলে বুঝা যায় যে কতটা ভালোবাসে। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। একটা সময় আসে যখন চেনা মানুষ অচেনা হয়ে ওঠে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ।
আসলে আপু আপনার আজকের এই কবিতার উপরের লাইনগুলো আমার হৃদয় কে একেবারে নাড়া দিয়েছে। প্রত্যেকটা লাইন এতটা অর্থবহ ছিল যা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সেই সাথে পুরো কবিতাটি আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। এভাবে চালিয়ে যান শুভকামনা অবিরাম আপনার জন্য।।
আমি যখন কবিতা লিখি তখন কি লিখতেছি তা জানা ছিল না। পরে যখন লেখা শেষ করে পড়লাম তখন নিজের কাছেই খুব ভালো লাগলো। ভাইয়া একটু চেষ্টা করি ভালো কোনো কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করতে। আপনার কাছে আমার এই কবিতার লাইন গুলো পড়ে ভালো লেগেছে বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মনের কথা বলেছেন আপু। খুব সুন্দর তাৎপর্যময় একটি কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এরকম কবিতা আরো আপনার কাছ থেকে আশা করি।
দোয়া করবেন ভাইয়া যাতে এমন সুন্দর কবিতা আপনাদের মাঝে আরও শেয়ার করতে পারি। আপনাদের সবার কাছে আমার এই কবিতা ভালো লেগেছে জেনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আমার কবিতা ভালো লাগার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1526178678752673793?s=20&t=vvySlO1MHeIWE7JPI8aGxQ
সবার জীবনেই কম বেশি কষ্ট থাকে। সুখ দুঃখ নিয়েই আমাদের এই জিবন। অনেক সময় মুখে হাসি রেখে বুকে কষ্ট জমা রেখে চলতে হয় আমাদের। কবিতার লাইনগুলো অনেক ভাল লেগেছে আমার। আপনি চমৎকার কবিতা লেখেন আপু। আরও কবিতা চাই আমরা
ঠিক বলেছেন ভাইয়া এমন হাজারো মানুষ আছে যারা কষ্টগুলো বুকের ভিতর চেপে রেখে মুখে হাসি নিয়ে ঘুরে বেড়ায়। হয়তো বা আমিও এমন মানুষের কাতারে পরি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।
বাহ দারুন তো আপু,আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। বিরহের কবিতা গুলো আমার খুব ভালো লাগে আপনার কবিতাটি আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। আসলে মানুষ যখন ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে তখন তার জীবনটা হয়ে যায় বিষাদময়।তখন সে চাই মৃত্যুর সাথে আলিঙ্গন করতে। আপনার কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপু।।
ঠিক বলেছেন আপু যখন মানুষ কোনো পথ খুঁজে না পায় তখন মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। হয়তো সে জানে এই কাজটি ভালো নয় তারপরও ঐ পথেই পা বাড়ায়।আপু আপনার এই মন্তব্য পড়ে আমার অনেক ভালো লেগেছে। সুন্দর ও গঠনমূলক মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কষ্টের কবিতা পড়ে খুব খারাপ লাগতেছে। আসলে কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো আপনার কবিতা পড়ে। খুব ভালো লিখছেন। ধন্যবাদ।
আপনার পুরোনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত।আপনার মতো হয়তো আমারও কোনো স্মৃতি পড়েছিল তার জন্য এই কবিতা লেখা। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।