DIY- (এসো নিজে করি) আইসক্রিম কাপের মান্ডালা আর্ট || ১০% লাজুক খ্যাঁকের জন্য।
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা
আসসালামু আলাইকুম/নমস্কার
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার কাছে বিভিন্ন ধরনের মান্ডালা আর্ট করতে খুবই ভালো লাগে। তারজন্য প্রতি সপ্তাহে একটি হলেও মান্ডালা আর্ট করার চেষ্টা করি। সেজন্য আমি আজ আবারও আপনাদের মাঝে সুন্দর একটা মান্ডালা আর্ট শেয়ার করতে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি আইসক্রিম কাপের মান্ডালা আর্ট। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই সুন্দর আইসক্রিম কাপের মান্ডালা আর্ট। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা কাগজ
২. রাবার
৩. পেন্সিল
৪. কালো কলম
৫. কম্পাস
৬. পোস্টার রং
মান্ডালা আর্টের ধাপসমূহ
ধাপ-১
প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নেব। তারপর কম্পাসের সাহায্যে সুন্দর করে কাপের আকৃতি দিয়ে দেব।
ধাপ ২
এবার কাপের মধ্যে সুন্দর করে একটা কাঠি ও আইসক্রিম এঁকে নেব।
ধাপ ৩
এবার কাপের নিচের অংশ সুন্দর ভাবে এঁকে নেব।
ধাপ ৪
এবার কালো সাইন পেন দিয়ে সম্পন্ন কাপ ও আইসক্রিম সুন্দর ভাবে কালার করে নেব।
ধাপ ৫
এবার কাপের গায়ে কম্পাসের সাহায্যে সুন্দর করে গোল দাগ দিয়ে নেব।
ধাপ ৬
এবার সেই গোল দাগের মধ্যে প্রথমে অল্প একটু জায়গা সুন্দর ভাবে ফুলের ডিজাইন করে নেব।
ধাপ ৭
এবার আরেকটু উপর পর্যন্ত আরো কিছু মান্ডালা ডিজাইন করে নেব।
ধাপ ৮
এভাবে করে সম্পূর্ণ কাপ সুন্দর ভাবে মান্ডালার ডিজাইন করে নেব।
শেষ ধাপ
সবশেষে আইসক্রিম গুলো পোস্টার রং দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব। এভাবেই শেষ হলো আমার আজকের সুন্দর একটি আইসক্রিম কাপের মান্ডালা আর্ট।
আমার আজকের মান্ডালা আর্ট আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই মান্ডালা আর্ট করার পর আমি নিজে দেখেই অবাক হয়ে গেলাম এত সুন্দর একটি আর্ট করেছি আমি। আমার কাছে এই মান্ডালা আর্ট অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। যাতে সামনে আরো নতুন নতুন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই সামনে আবারও দেখা হবে নতুন কোন মান্ডালা আর্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আইসক্রিম কাপের সুন্দর একটি ম্যান্ডেলার শেয়ার করেছেন বিশেষ করে ৩ কাপ ছোট ছোট আইসক্রিম উপরে রাখার দৃশ্যটি অনেক সুন্দর ভাবে আপনার অংকন করার দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলেছেন।
উপরে এরকম আইসক্রিমগুলো দেওয়ার পরে আমার নিজের অনেক লোভ হয়েছিল। এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1524004530676912128?s=20&t=8OLAo8IpIA2Z1y7feN-wdg
আপনার ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট গুলো আমার খুবই ভালো লাগে, আপনি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট করার সিদ্ধান্ত অনেক ভালো লেগেছ, যাই হোক আপনার আজকের আইসক্রিমের কাপের ম্যান্ডালা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।
জি ভাইয়া প্রতি সপ্তাহে একটা মান্ডালা আর্ট দেওয়ার চেষ্টা করি। আপনার আজকে সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ বেশ ভালো বুদ্ধি আপু।আর যেহেতু প্রতিদিন করার সম্ভব না তাই প্রতি সপ্তাহে একটা দেওয়াই বেটার।আর আপনার মেন্ডেলা আর্ট গুলো সত্যিই দারুন হয়।আজকের টিও অনেক মনোরম ছিল।
জি ভাইয়া প্রতি সপ্তাহে চেষ্টা করি একবার। আপনারা এভাবে পাশে থেকে উৎসাহ দিলে আরো ভালো কিছু করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল।
আইসক্রিম কাপের ম্যান্ডেলার আর্ট দারুন হয়েছে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হয়। যেটা আপনি করে দেখালেন আমার কাছে অনেক ভালো লাগে।
ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করতে সত্যি অনেক সময় লেগেছিল। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
আইসক্রিম কাপের দারুণভাবে মান্ডালা প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে মান্ডালা আটগুলো আপনি বরাবরই খুব সুন্দরভাবে করে থাকেন। গুছিয়ে উপস্থাপন করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য 🌹
আপনারা সব সময় উৎসাহ দিয়ে থাকেন তার জন্য চেষ্টা করি। আশা করি সামনের দিনগুলোতে পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।
এভাবে আইসক্রিম কাপের মধ্যে ডিজাইন থাকলে আমিতো আইসক্রিম খাব না শুধু কাপের দিকে তাকিয়ে থাকব। 😆
আপু কি বলব অসাধারণ হয়েছে এত সুন্দর কারু কাজ করেছেন যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আইসক্রিম আমার অনেক পছন্দের । আপনি আমার পছন্দের জিনিস আর্ট করেছেন। ধন্যবাদ আপু। আপনার পরবর্তী আর্ট এর অপেক্ষায় আছি আমি।
আপু মনি আপনার এই মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার পছন্দের জিনিসটি মান্ডালা আর্ট করতে পেরে আমার কাছেও ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
আইসক্রিমের কাপের ম্যান্ডেলা আর আমার কাছে দারুণ লেগেছে। পুরো কাপের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন তৈরি করলেন। ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন গুলো সব থেকে বেশি ভালো লাগে। পুরো চিত্রাংকন অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো করতে বেশ সময় লেগেছিল। আপনাকেও অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এই গরমের মধ্যে এ কি দেখালেন আপু 😋
এটা আইসক্রিম কাপের মান্ডালা হলেও দেখতে একদম আসল আইসক্রিম কাপের মতোই লাগছে। আইসক্রিম কাপ এর উপর আপনি যে নকশাগুলো করেছেন সেগুলো দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছে।
আপনি সত্যিই অঙ্কন করায় খুবই দক্ষ। খুবই ভালো লাগলো আপনার এই ম্যান্ডেলা অংকনের পোস্ট টি। ধন্যবাদ।
গরমের সময় আইসক্রিম খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক বেশি উৎসাহ পেয়েছি। অনেক শুভকামনা রইল।
ম্যান্ডেলা আর্ট দেখতে আসলে খুব ভালো লাগে। আজকে আপনি আইসক্রিম কাপের ম্যান্ডলা আর্ট করেছেন অনেক সুন্দর লাগছে। আর খুবই নিখুঁতভাবে আপনি এর ফিনিশিং দিয়েছেন আপু এজন্য আরো বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা
অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে আপনারা এভাবে পাশে থাকেন তার জন্য চেষ্টা করি এবং ফিনিশিংটা ভালো ভাবে দেওয়ার চেষ্টা করছি। আপনার জন্য শুভকামনা রইল।