গ্ৰামের শীতের সকালের মিষ্টি রোদের সুন্দর মুহূর্ত
শুভ রাত্রি
হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ গ্ৰামের শীতের সকালের মিষ্টি রোদের সুন্দর মুহূর্ত নিয়ে এসেছি। যদিও সময়ের অভাবে পোস্ট করতে করতে রাত হয়ে গিয়েছে। কিন্তু অনুভূতি তো আর শেষ হয়নি। আমার চাচাতো ভাইয়ের বিয়ে তাই গতকাল রাতে আমি গ্ৰামে এসেছি। যদিও ভেবেছিলাম সকাল সকাল আসবো কিন্তু জরুরি কিছু কাজ ছিল আর সেগুলো শেষ করে আসতে আসতে একদম রাত ৭ টা বেজে যায়। তবে রাতের বেলায় এসে কিন্তু বেশ ভালো লেগেছে। শীতের রাত খুব ভালো উপভোগ করেছি। গাড়িতে ছিলাম বলে ছবি তুলতে পারিনি। বিয়ে বাড়ি ছিল বলে বাড়িতে এসেও খুব ভালো লেগেছে। রাতে ঘুমাতে ঘুমাতে রাত ২ টা বেজে গিয়েছিল। তারজন্য একবারে ভোরবেলা উঠা হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি ঝলমলে রোদ উঠেছে।
গরমে যেই রোদ সহ্য হতো না আর এখন একটু রোদের অপেক্ষায় সবাই বসে থাকে। শীতের সকালের রোদে কিন্তু ভিটামিন থাকে। কিন্তু সেই রোদের দেখা সব সময় পাওয়া যায় না। সকালে রোদ উঠেছে বলে মা ডাকা শুরু করলো রোদে বসতে। ছেলে ঘুমিয়ে ছিল বলে একাই চলে গেলাম রোদে। শীতের সময়ে আশেপাশের এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে খুব ভালো লাগলো। তাই চিন্তা করলাম কিছু ছবি তুলে নেই। গাছের পাতায় শিশির বিন্দু দেখতে খুব ভালো লেগেছে।
আমাদের বাড়ির সামনেই বিশাল ধানের জমি। সবাই ঘরে নতুন ধান তুলে নিয়েছে যারজন্য সবার ক্ষেত খালি দেখে আরও বেশি ভালো লেগেছে। একটি ক্ষেতে ছোট ছোট কচু গাছ লাগিয়েছে। রোদের আলোতে কচু পাতার উপর শিশিরবিন্দু দেখতে খুব সুন্দর লাগে। এরপর সেখানে একটু গরুকে রোদে বেঁধে রাখা হয়েছিল। শীতে যাতে ঠান্ডা না লাগে তারজন্য গরুর শরীরে কাপড় বেঁধে দেওয়া হয়েছে। গ্ৰামের এই ছোট ছোট দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। শীতের সুন্দর মুহূর্ত একমাত্র গ্ৰামে আসলেই অনুভব করা যায়।
শহরে সকালে ঘুম থেকে উঠে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তারজন্য শীতের সকাল একদমই অনুভব করা যায় না। কিন্তু গ্ৰামে সৌন্দর্য একদমই ভিন্ন। যারজন্য শীতের সকালের মুহূর্ত খুব ভালো কাটে। তাছাড়া যেহেতু আমাদের বাড়িতে বিয়ের আয়োজন চলছে তাই বাড়ি ভর্তি লোকজন রয়েছে। সকালে সবাই মিলে রোদে বসে আড্ডা দিয়েছি। এই যে সুন্দর মুহূর্ত তা কখনোই শহরে পাওয়া যাবে না। ক্ষেতের পাশে ছোট ছোট ঘাস ফুল ফোটে রয়েছে আর এগুলো দেখতে খুব ভালো লাগে।
আমার কাছে শীতকাল খুব ভালো লাগে। এবার শীতে গ্ৰামে আসার জন্য আরও বেশি ভালো লাগলো। শীত উপভোগ করতে হলে গ্ৰামে আসার প্রয়োজন আছে। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
গ্রামের শীতের সকাল আসলেই অন্য রকম। তাইতো মানুষজন বলে শীতের সৌন্দর্য উপভোগ করতে চাইলে গ্রামে যেতে হয়। যাইহোক গ্রামে গিয়ে শীতের সকাল দারুণভাবে কাটিয়েছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া গ্রামের শীতের সকাল একদম অন্যরকম। তাইতো শীত উপভোগ করতে সবাই গ্রামে ছুটে আসে। যাই হোক আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু ওই ছোট ছোট ফুলের গাছটি আসলে ভৃঙ্গরাজ। এই গাছটি আমাদের চুলের জন্য খুবই উপকারী। শহরে এই গাছটা তেল অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়। গ্রামের শীতের সকাল টা সত্যি অসাধারণ হয়। গ্রামের শীতের সকালের মুহূর্তটা আনন্দদায়ক এবং অন্যরকম একটা অনুভূতি। সকালের ঠান্ডা ঠান্ডা পরিষ্কার বাতাস, মিষ্টি রোদ সব মিলিয়ে অপূর্ব সময় কাটিয়েছেন আপনি।
শীতের সকালটা তাহলে বেশ ভালোই উপভোগ করছেন। আসলেই শীতের সকালে সবাই রোদের জন্য অপেক্ষা করে। আর এই রোদটা কত যে ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। মানুষ থেকে শুরু করে সকল প্রাণীই কিন্তু অপেক্ষা করে শীতের সকালের রোদের জন্য। বিয়ে উপলক্ষে বাড়িতে এসে আনন্দ করেছেন দেখছি। আশাকরি বেশ মজা হবে আপনাদের বাকি দিনগুলোতে।
গ্রামে শীতের সকালটা সত্যিই অন্যরকম আমার তো ভীষণ ভালো লাগে। শহর যেন কেমন ইট পাথরের মনে হয়। গ্রামের খোলামেলা পরিবেশ তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য। আর শীতের সকালে তো গ্রামে খেজুরের রস ঘন কুয়াশা ঠান্ডা হাওয়া সবমিলিয়ে দারুণ মুহূর্ত। আপনি খুবই সুন্দর করে কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।
গ্ৰাম মানেই অন্য রকম এক অনুভূতি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
শীতের দিনের খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন আপনি। শীতের প্রকৃত আনন্দ উপভোগ করতে হলে গ্রামে যেতে হয়। কারণ গ্রামে অনেক শীত বেশি। তাছাড়াও গ্রামে যত উৎসব শীতকে কেন্দ্র নিয়ে। আপনি তো গ্রামে গিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন শীতের দিনে। সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু শীতের মধ্যে গ্ৰামে এসে খুব আনন্দ হচ্ছে। শীতের সময়ে গ্ৰামের অনুষ্ঠান উপভোগ করতে দারুন লাগে। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1868640097589198862?s=19
শীতের সময় গ্রামীণ পরিবেশে থাকলে ঠিক এমনই অনেক কিছু দেখতে পাওয়া যায় এবং শীতের অনুভূতি অনুভব করা যায়। আজকে আপনি ঠিক সেই গ্রামীন পরিবেশের অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। এখন গরু ছাগলের ঠিক এভাবেই গায়ের ঠান্ডা দূর করানোর চেষ্টা হচ্ছে জামা কাপড় পরিয়ে
হ্যাঁ আপু গ্ৰামে থাকলে শীত অনুভব করা যায়। ধন্যবাদ।
এটা সত্যি বলেছেন আপু শহরে ঘুম থেকে উঠে কোথাও যাওয়া যায় না। আমি গ্রামে আসলে এসেই তো উপভোগ করার জন্য বাড়ির বাইরে গেলেই শীতের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
SuperWalk টাস্কের স্ক্রিনশট শেয়ার করবেন এখন থেকে।
ঠিক আছে ভাইয়া