"এসো নিজে করি"|| নিউজ পেপার দিয়ে সাইকেল আকৃতির কলমদানি
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও ভিন্ন ধরনের একটি ডাই নিয়ে চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টের মধ্যে ভিন্ন কিছু তোলে ধরার। ভিন্ন পোস্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি করতেও ভালো লাগে। কিছু কাজ থাকে যা দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু করতে গেলে বুঝা যায় অনেক কঠিন আবার কিছু কাজ দেখতে কঠিন মনে হলেও করতে গেলে সহজ লাগে। তারজন্য যত বেশি সময় নিয়ে কাজ করা যায় ততই দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ধরনের কাজ করতে যথেষ্ট সময়ের ব্যাপার। সেজন্য সবসময় করা হয়না। তবে যখন কোনো কাজ পরিশ্রম দিয়ে করার পর আপনাদের কাছ থেকে উৎসাহ পাওয়া যায় তখন মনে হয় সত্যি আমার সেই কাজ সার্থক।
প্রতিমাসের প্রথম সপ্তাহে দাদা খুব সুন্দর একটি ডাই সপ্তাহের আয়োজন করেন। এটাই আমাদের জন্য সেরা সুযোগ নিজের সৃজনশীলতা কে তুলে ধরার। আমি সবসময়ই চেষ্টা করি এই এক সপ্তাহে অন্তত তিন চারটি ইউনিক পোস্ট শেয়ার করার। এতে করে নিজে যেমন অনেক কিছু শেখা যায় তেমনি আপনারাও আমার মাধ্যমে বিভিন্ন সৃজনশীল কাজ দেখতে পান। এটাই নিজের কাছে সবচেয়ে বড় পাওয়া। এই কলমদানি বানাতে আমার অনেক সময় লেগেছিল। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা লেগেছিলো। বিশেষ করে গাম লাগাতে বেশি সমস্যায় পড়তে হয়েছিল।তবে যখন সম্পূর্ণ তৈরি করার পর দেখতে এত ভালো লেগেছে তখন মনে হলো আমার কষ্ট সার্থক হয়েছে। পোস্টের ভ্যারিয়েশন আনার জন্য মাঝে মাঝে এমন কিছু তৈরি করতে হয় যা নিজের কাছে যেমন ভালো লাগবে তেমনি সবার কাছেও অনেক ভালো লাগবে। যাই হোক কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
২. পোস্টার রং
৩. তুলি
৪. কাঁচি
৫ . গাম
৬. পুঁতি
৭. কম্পাস
ডাই তৈরি করার ধাপ নিচে দেওয়া হলো----
✠ ১ম ধাপ✠
প্রথমে নিউজ পেপার পিস পিস করে কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর চিকন ভাবে ভাঁজ করে লাঠির মতো বানিয়ে নেবো।
✠২য় ধাপ✠
এবার একটি ভাঁজ করা চিকন পেপার নিয়ে কলমের মধ্যে প্যাঁচিয়ে তিনটি রিং বানিয়ে নেব।
✠৩য় ধাপ✠
এরপর চারটি ভাঁজ করা চিকন পেপার নিয়ে বোতলের মধ্যে প্যাঁচিয়ে তিনটি বড় রিং বানিয়ে নেব।
✠৪র্থ ধাপ✠
এবার নিউজ পেপার দিয়ে বানানো লাঠি ছোট করে কেটে নেবো। এরপর একটি রঙিন কাগজ নিয়ে এর মধ্যে গাম দিয়ে লাগিয়ে নেবো।
✠৫ম ধাপ✠
এখন একটি কাটুন পেপার গোল করে কেটে গাম দিয়ে লাগিয়ে নেবো।
✠৬ষ্ট ধাপ✠
এবার বড় রিং এর ভিতরে ছোট রিং লাগিয়ে সাইকেলের চাকা বানিয়ে নেব। এরপর সাইকেলের মতো করে লাঠি দিয়ে লাগিয়ে নেবো।
✠৭ম ধাপ✠
এরপর কলমদানি কালার করে নেব। তারপর উপরে পুঁতি লাগিয়ে নেবো।
✠৮ম ধাপ✠
এবার সাইকেলের চাকা কালার করে নেব। এরপর মাঝখানে কলমদানি গাম দিয়ে লাগিয়ে নেবো।
✠৯ম ধাপ✠
এবার সাইকেলের সামনের অংশ লাগিয়ে নেবো। এরপর সাদা ক্লে দিয়ে গোল বৃত্ত বানিয়ে চাকার মধ্যে লাগিয়ে নেবো
✠শেষ ধাপ✠
এবার ক্লে দিয়ে ফুল বানিয়ে সাইকেল আকৃতির কলমদানির মধ্যে লাগিয়ে নেবো।
✠ফাইনাল আউটপুট✠
সবশেষে এরপর কলমদানির মধ্যে কলম দিয়ে সাজিয়ে দিলাম। এটি বানানো যেমন কঠিন ছিল তেমনি বর্ণনা লেখাটাও বেশ কঠিন। তবে সম্পূর্ণ কাজ শেষ করে সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে খুব ভালো লেগেছে।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ডাই পোস্ট |
---|---|
ক্যামেরা | Vivo Y16 |
চিত্রকর | @tanjima |
লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা "নিউজ পেপার দিয়ে সাইকেল আকৃতির কলমদানি" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
নিউজ পেপার দিয়ে সাইকেল আকৃতির কলমদানি খুবই সুন্দর হয়েছে মআমার অনেক ভালো লেগেছে মআপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে এই পোস্টটি তৈরি করেলেন।আর আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার ডাফ পোস্টটি দেখতে পেয়ে আমারো তৈরি করার ইচ্ছা জাগলো।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু বলেন তো আপনি আর কত রকমের কারিশিমা দেখাবেন। আপনার এমন ক্রেয়েটিভিটি কিন্তু আমায় সত্যি মুগ্ধ করে। বেশ সুন্দর করে নিউজ পেপার দিয়ে এমন দারুন একটি কলম দানি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো। ধন্যবাদ এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আপু আপনাদের ভালো লাগার জন্যই এই ধরনের কাজ করা। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বেশি দারুণ হয়েছে আপু আপনার সাইকেল আকৃতির এই কলমদানি তৈরি করা। অনেক ভালো লাগলো আপনার এই কলম দানিটা তৈরি করতে দেখে। আসলে এই সমস্ত দক্ষতাগুলো প্রতিনিয়ত চর্চা করলে ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়। ঠিক তেমনি নিউজ পেপার দিয়ে অসাধারণ কলমদানি তৈরি করেছেন আপনি।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
বাহ্ আপনার ক্রিয়েটিভিটি আর বুদ্ধির প্রশংসা না করে পারছি না আপু। পেপার দিয়ে খুবই সুন্দর করে একটি কলমদানি বানিয়ে নিলেন। এ ধরনের জিনিসগুলো বানাতে অনেক দক্ষতা আর ধৈর্যের প্রয়োজন হয়। এই দুটোকে কাজে লাগিয়ে খুবই সুন্দর একটি কলমদানি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন যা দেখতে আসলে অসাধারণ লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু এই ধরনের কাজ করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হলে যখন আপনাদের কাছে ভালো লাগে তখন যেনো সার্থক মনে হয়। ধন্যবাদ।
নিউজ পেপার দিয়ে সাইকেলের কলমদানি তৈরি করেছেন। ভাবা যায় নিউজ পেপার দিয়েও কোন কিছু তৈরি করা যায়। আসলে আপনার দক্ষতা দেখে আমি পুরা মুগ্ধ হয়ে গেলাম আপু। হ্যাঁ ঠিকই বলেছেন কোন কাজ দেখে কঠিন মনে হলে সেটা সহজ হয়। আর যেটা সহজ মনে হয় সেটা অনেক কঠিন লাগে। আপনার এই কলমদানিটি করতে অনেক সময় লাগছে। খুব দক্ষতার সাথে এটি সম্পূর্ণ করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য।
আপু বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
নিউজ পেপার দিয়ে আপনি খুব চমৎকার একটা কলম দানি বানিয়েছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু কিছু কিছু কাজ দেখে মনে হয় যে খুবই সহজ। কিন্তু করতে গেলে বোঝা যায় আসলে কতটা কঠিন। আপনার এই সাইকেল কিন্তু আমার কাছে দেখেই বেশ কঠিন লেগেছে।। তারপরওতো আপনি সাহস করে বানিয়েছেন। খুব নিখুঁতভাবে ফিনিশিং দিয়েছেন। এটি বানাতে যে অনেক সময় লেগেছে বোঝাই যাচ্ছে। কলম দিয়ে সাজিয়ে রাখার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
হ্যাঁ আপু এই ডাই তৈরি করা বেশ কঠিন। তারপরও সাহস করে তৈরি করে নিলাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনি আজ আমাদের মাঝে নিউজ পেপার দিয়ে সাইকেল আকৃতির কলমদানি তৈরি করেছেন প্রতিটি ধাপ বেশ চমৎকার ভাবে দক্ষতার সহিত আমাদের মাঝে উপস্থিত করেছেন। অনেক ভালো লেগেছে আপনার নিউজ পেপার দিয়ে সাইকেলের আকৃতির কলমদানি তৈরি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ দেওয়ার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক ক্রিয়েটিভ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।নিউজ পেপার দিয়ে সাইকেল আকৃতির কলমদানি তৈরি করেছেন এটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ডিজাইন এবং কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
দাদার ডাই প্রজেক্ট এ অংশ গ্রহণ করেছেন এজন্য অভিনন্দন আপনাকে। আপনি সব সময়ই ভিন্ন রকম পোস্ট করার চেষ্টা করেন যেটা দেখে ভীষণ ভালো লাগে। নিউজ পেপার দিয়ে সাইকেল আকৃতির কলমদানি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সম্পুর্ন কাজটিকে এমন ভাবে তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি এধরনের কাজ গুলো প্রশংসনীয় কাজ। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া প্রশংসা করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।