পেইন্টিং এর মাধ্যমে টবের মধ্যে ফুল গাছের ওয়ালমেট
হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার শরীর ইদানিং তেমন বেশি ভালো যাচ্ছে না। সবাই দোয়া করবেন যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। যাই হোক কাজের কথায় আসি আজ একটু অন্য রকম ওয়ালমেট নিয়ে এসেছি।
আজ পেইন্টিং এর মাধ্যমে ওয়ালমেট বানিয়েছি। যেকোনো ধরনের ওয়ালমেট দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ওয়ালমেট গুলো যেনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আমার কাছে আর্ট করার পাশাপাশি ওয়ালমেট বানাতেও খুব ভালো লাগে। আজকের ওয়ালমেট একটু ভিন্ন ভাবে সাজিয়েছি তাই দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো। ফুল,গাছ ও পাতা দিয়ে সাজানো এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ওয়ালমেট বানাতেও আমার মোটামুটি সময় লেগেছিল। এই কাজগুলো যত বেশি সময় দিয়ে করা হয় তত বেশি সুন্দর হয়। আমি প্রতি সপ্তাহে একটি ওয়ালমেট শেয়ার করার চেষ্টা করি। যাই হোক অনেক কথা বলেছি চলুন এবার ধাপ ও প্রয়োজনীয় উপকরণ দেখে নেই।
১. কাটুন পেপার
২. পোস্টার রং
৩. তুলি
৪. ওয়ান টাইম কাপ
৫. গাম
🏵️১ম ধাপ🏵️ |
---|
প্রথমে কাটুন পেপার কালো কালার পোস্টার রং দিয়ে কালার করে নেব।
🏵️২য় ধাপ🏵️ |
---|
এরপর ওয়ান টাইম কাপ অর্ধেক করে কেটে কালার করে নেব। এরপর গাম দিয়ে কাটুন পেপারের মধ্যে লাগিয়ে নেবো।
🏵️৩য় ধাপ🏵️ |
---|
এবার সাদা কালার পোস্টার রং দিয়ে গাছের ডালপালা এঁকে নেব।
🏵️৪র্থ ধাপ🏵️ |
---|
এরপর কিছু ফুল এঁকে নেব
🏵️ ৫ম ধাপ🏵️ |
---|
এবার পাতা এঁকে নেব।
🏵️ শেষ ধাপ🏵️ |
---|
সবশেষে এবার ফুলের টব ডিজাইন করে নেব।
🏵️ ফাইনাল আউটপুট 🏵️ |
---|
ওয়ালমেটের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা ওয়ালমেট'টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন,সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আসলে ছবিটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে এটি মাটির তৈরির কোন শোপিস। আসলে আপনার এই ছবিটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এই ছবির আঁকার পদ্ধতিটা অনেক বেশি সুন্দর ছিল এবং আপনি খুব পরিষ্কারভাবে এই পদ্ধতিগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে বিভিন্ন ধরনের পেইন্টিং দেখতে পাই আপনার পোস্টগুলোতে। আর প্রতিটা পেইন্টিং আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। আপনার কাছে আমার পোস্ট ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
একদম ঠিক বলছেন আপু এমন কাজ গুলো যত বেশি সময় দিয়ে করা যায় ততোই সুন্দর হয়।আর আপনি কাগজ দিয়ে যেভাবে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেন তা আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে রং দিয়ে অসম্ভব অসম্ভব সুন্দর একটি ফুল গাছের একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর রঙের জন্য মনে হয় আরও ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু যত বেশি সময় নিয়ে করা হয় ততই আরও সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ওমা আমি তো ভেবেছিলাম এটি আসল টব। কিন্তু পরে দেখলাম যে না এটি তো পেইন্টিং। আপনি কিন্তু খুব সুন্দর করে ধাপে ধাপে পুরো পেইন্টিং টি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
দারুন পেইন্টিং করেছেন আপু অসাধারণ সুন্দর লেগেছে বিশেষ করে টবে ফুটে থাকা ফুলের দৃশ্যটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার পেইন্টিং করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
অসাধারণ সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে ফুলের চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
ওয়ালমেট গুলো দেয়ালের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। আর সেই ওয়ালমেট যদি নিজের বানানো হয় তাহলে তো কথাই নে।ই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানালে যেমন সুন্দর লাগে তার থেকে বেশি ভালো লাগছে আপনার আজকের পেইন্ট করা ওয়ালমেটটি। কালো ব্যাকগ্রাউন্ডের উপরে গাছ এবং ফুলের কালার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। খুব ভালো লাগছে দেখতে।
ঠিক বলেছেন আপু ওয়ালমেট দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
সত্যি বলেছেন আপু এই কাজগুলোতে যত বেশি সময় দেয়া যায় ততই সুন্দর করে করা যায়। আর এই কাজগুলো করতে বেশ ধৈর্যেরও প্রয়োজন হয়। আজ আপনি কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু যত বেশি সময় নিয়ে এই ধরনের কাজ করা যায় ততই সুন্দর লাগে। ধন্যবাদ।