এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি তেমন বেশি ভালো নেই। শরীর ভালো না থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না। সারাদিন রান্নাবান্না ছাড়া আর তেমন কোনো কাজ করা হয় না। মাঝে মাঝে মনে হয় অসুস্থতা যেনো পিছু ছাড়ছে না। এতটুকু অসুস্থতায় যদি আমরা নিজেকে দুর্বল মনে করি তাহলে যাদের হাত,পা নেই তাদের কি অবস্থা হবে। তারজন্য অসুস্থ থাকলেও আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি ঐসব মানুষের থেকে সুস্থ রয়েছি। যখন নিজের মনে অহংকার চলে আসবে তখন একবার আপনার নিচের তলের মানুষের দিকে তাকাবেন, দেখবেন আপনার অহংকার মাটি হয়ে যাবে।
আমরা যতদিন বেঁচে থাকি ততদিন মনে করি এই পৃথিবীই হয়তো সব। এখানে সবাই আমার আপন,পর বলতে কেউ নেই। কিন্তু যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন সবার চোখ দিয়ে শুধু পানি বের হবে। আপনার সঙ্গী কেউ হতে চাইবে না। এই যে আজ আন্দোলন করে এত এত ছেলে মারা গিয়েছে তারা হয়তো শহীদ,আমরা তাদের সারাজীবন মনে রাখবো ঠিকই কিন্তু যদি কাউকে বলা হয় তার সাথে অন্ধকার ঘরে যাওয়ার জন্য। তাহলে কেউ কি যেতে রাজি হবে,না, হবে না। তাহলে কেন এত অহংকার,কেন এই অত্যাচার, জুলুম নির্যাতন চালানো হয় মানুষের উপর?
একদিন সবাইকে এভাবেই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সেই কথা কি আমরা কখনও চিন্তা করি? যতদিন বেঁচে থাকবেন একটু নিজেকে নিয়ে ভাবুন। এমনও হতে পারে একটু পরেই আপনার সময় শেষ। তাহলে কেন এই নিষ্ঠুরতা,কেন এই বর্বরতা? জীবনটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। অল্প সময়েও মানুষ অনেক কিছু করতে পারে আবার অনেকে বেশি সময় পেয়েও কোনো কাজে লাগাতে পারে না। মৃত্যুর কথা বাদ দিলাম, আপনি যখন কোনো বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই। বিপদের বন্ধু কেউ হতে চায় না।
যখন আপনার দু'হাত ভরা ভাত থাকবে তখন কাকের অভাব থাকবে না। কিন্তু যখন ভাত ফুরিয়ে যাবে তখন কাক কে ও খুঁজে পাবেন না। তেমনি মানুষের জীবনটা একই রকম। আপনার টাকা আছে মানে আপনার সব আছে। যেই দেখবেন টাকা শেষ তখন তার সাথে সাথে আপনিও শেষ হয়ে যাবেন। তখন পরিবার বলেন,কাছের মানুষ বলেন কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দেবে না। দূরের মানুষ তো পরের কথা তখন পরিবার থেকে যে তিক্ততার আভাস পাওয়া যায় তা মেনে নেওয়ার মতো নয়। যেই পরিবারের জন্য আপনি এত কষ্ট করেছিলেন সেই পরিবারই কিন্তু তখন আপনাকে দূরে ঢেলে দেবে। যদিও সব পরিবার এক নয়। তবে এমন অনেক পরিবার রয়েছে যারা হাত বাড়িয়ে পাশে না থেকে সেই সময় ছুড়ে ফেলে দেয়।
তাহলে কেন এত টেনশন আমাদের, আমরা কেন দিনরাত এক করি তাদের সুখের জন্য। তার অবশ্য কারণও রয়েছে এই পরিবার ছুঁড়ে ফেলে দিলেও এখানেই আমাদের জন্ম আর সেজন্য পরিবারের প্রতি আমাদের কিছু দায়িত্ববোধ থাকে। আপনি যদি নিজেকে নিয়ে একবার চিন্তা করেন দেখবেন আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু আমাদের হাতে নিজকে নিয়ে ভাববার একটু সময় নেই তাইতো বুঝি না কে আপন আর কে পর। কিন্তু যখন সময় ফুরিয়ে যায় পাশে কেউ থাকে না তখন বুঝি এই পৃথিবীর মানুষ গুলো কতটা স্বার্থপর আর আপন বলতে কেউ নেই।
যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ঠিক বলেছেন আপু আমাদের নিজেদের জন্য ভাবার সময় থাকে না তাই আমরা বুঝি না কে আপন আর কে আমাদের পর। আন্দোলনে সত্যিই অনেক মানুষ শহীদ হচ্ছে। তাদের আমরা মনে রাখলেও তাদের জন্য কিছু করতে পারবো না। পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকলেও আমাদের নিজেদের নিয়ে চিন্তা করা উচিত। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন। তাহলে চারপাশের মানুষজন কে ভালো ভাবে চেনা যাবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
এটা একেবারেই সত্যি কথা আপু, এই পৃথিবীতে কেউই কারো না। যতদিন আপনার টাকা-পয়সা, সম্পত্তি আছে ততদিন সবাই আপনাকে ভালবাসবে। আবার যখন এইগুলো থাকবে না সবাই ছেড়ে চলে যাবে, সেটা পরিবার হোক কিংবা বন্ধুবান্ধব। তবে এই কথাটাও ঠিক যে আমাদের আসলে নিজেদের নিয়ে চিন্তা করার সময় নেই। এজন্য হয়তো আমরা এই সত্যিটা উপলব্ধি করতে পারি না কখনোই। আপনার লেখাটা পড়ে সত্যিই খুব ভালো লাগলো আপু।
আমাদের সত্যিটা উপলব্ধি করার জন্য নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন। তাহলে হয়তো জীবনে বড় কোনো আঘাত পেলেও সামলিয়ে নেওয়া যাবে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
এই কথাটা আপনি ঠিক বলেছেন আপু, আমাদের সত্যটা উপলব্ধি করার জন্য নিজেদের একটু সময় দেওয়া প্রয়োজন।
আপনি ঠিকই বলছেন আপু টাকা আছে মানে সব কিছু আছে। এই পৃথিবীর মধ্যে সবাই তাদের অহংকার নিয়ে বেঁচে আছে। কিন্তু তারা কখনো ভাবি নাই যে তাদের আরেকটি জায়গায় যেতে হবে।তবে একবার চোখ বন্ধ হলে তার ক্ষমতা অহংকার সবকিছু হারিয়ে যাবে। যাইহোক আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া এই পৃথিবীতে টাকাই সব। যার টাকা নেই তার কিছুই নেই। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।