এসো নিজে করি S এর থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



FrameArt_202271711954593.jpg


আজকে আবার হাজির হয়ে গেলাম একটি থ্রিডি আর্ট নিয়ে। থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে অবশ্য একজন স্পেশাল মানুষের নামের প্রথম অক্ষর এর থ্রিডি আর্ট করেছি। তাছাড়া এই অক্ষর দিয়ে যাদের নামই শুরু তারা মনে করতে পারেন যে তাদের কথা চিন্তা করেই আজকের এই থ্রিডি করেছি। আজকে আমি S অক্ষরের থ্রিডি আর্ট করেছি। আজকের আর্টটি দেখলে মনে হবে যে খুবই সহজ। কিন্তু এই আর্টটি করতে আমার আজকে অনেক সময় লেগেছে। কারণ এই আর্টের মধ্যে রংয়ের ছোট ছোট অনেক কাজ করতে হয়েছে। যার কারণে সময়টা একটু বেশি লেগেছে। আশা করি আপনাদের সকলের আজকের আর্টটি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।

0101010.png

প্রয়োজনীয় উপকরণ:

  • একটি সাদা কাগজ
    • পেন্সিল
      • রাবার
    • কাঁচি
  • রং পেন্সিল

0101010.png

প্রথমে পেন্সিল দিয়ে S এর মত একটি শেপ এঁকে নিয়েছি। তারপর খয়েরি কালারের রং পেন্সিল দিয়ে ভালোমতার রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে নিয়েছি।


IMG20220629103613.jpgIMG20220629104016.jpgIMG20220629104241.jpg

0101010.png

এখন কালো কালারের রং পেন্সিল দিয়ে সাইডের বর্ডার গুলো করেছি।


IMG20220629104859.jpg

0101010.png

কালো রং পেন্সিল দিয়ে উপরের দিকে একটু কালো রং করেছি এবং ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20220629105030.jpgIMG20220629105235.jpg

0101010.png

সাদা রং পেন্সিল দিয়ে নিচের দিকে একটু সাদা রং করেছি। তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20220629105440.jpg

0101010.png

নিচের দিকে পেন্সিল দিয়ে শ্যাডো এঁকে নিয়েছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20220629105603.jpgIMG20220629105942.jpg

0101010.png

সাদা রং পেন্সিল দিয়ে কালো বর্ডারেরএবং নিচের শ্যাডোগুলো হালকার রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। তাছাড়া আরও কিছু ছোট ছোট ফিনিশিং করেছি রং পেন্সিলের। তা আসলে ছবির মাধ্যমে বোঝানোর সম্ভব নয়।


IMG20220629110039.jpgIMG20220629110120.jpgIMG20220629110302.jpg

0101010.png

আমার আর্ট প্রায় শেষের দিকে। এখন আমি আমার নামের সাইন করে দিয়েছি।


IMG20220629110309.jpg

0101010.png

পেন্সিল দিয়ে উপরে এবং সাইডে একটি দাগ দিয়ে নিয়েছি এবং কাঁচি দিয়ে কেটে ফেলেছি উপরের অংশটুকু।


IMG20220629110417.jpgIMG20220629111012.jpg

0101010.png

এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার পর এই অ্যাঙ্গেলের ছবি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।


IMG20220629110910.jpg

0101010.png

IMG20220630111955.jpg


এভাবে আমার আজকের থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

0101010.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

images (4).png

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

চমৎকার একটি থ্রিডি অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই থ্রিডি অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি থ্রিডি অঙ্কন করতে অনেক বেশি পারদর্শী। শুভকামনা রইল।

 2 years ago 

আমার S এর থ্রিডি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন যেন ভালো লাগলো ভাইয়া। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি।

 2 years ago 

S এর থ্রিডি আর্ট

আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে S এর থ্রিডি আর্ট তৈরি করেছেন তা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনি যখন কালো পেন্সিল দিয়ে রং করেছেন তা দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

আমার S এর থ্রিডি আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

S এর থ্রিডি আর্ট আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে এই অংকনটি করলেন। সত্যি দেখে খুবই ভালো লাগলো।ধাপে ধাপে উপস্থাপন থেকে শিখতে পারলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার S এর থ্রিডি আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এই থ্রীডি আর্ট গুলো করা খুবই কঠিন মনে হয়। আমার কাছে আপনি আজকে খুব সুন্দর করে s এর থ্রীডি আর্ট করেছেন সত্যি দেখতে খুব সুন্দর লাগছে আর সহজে উপস্থাপন করার চেষ্টা করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই থ্রিডি আর্ট গুলো করা আসলে অনেক কঠিন এবং সময় সাপেক্ষ । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আপনার স্পেশাল মানুষের নামের প্রথম অক্ষর s আঁকা বেশ সুন্দর হয়েছে। থ্রিডি আর্টগুলো আমার খুব ভালো লাগে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আমার স্পেশাল মানুষের নামের প্রথম অক্ষর না এটি। এই ব্লগের একজন স্পেশাল মানুষের নামের প্রথম অক্ষর । যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সরি আপু।আমি বুঝতে পারি নি।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি S এর থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। অসম্ভব ভালো লেগেছে দেখে। খুব সুন্দর ভাবে আপনি এটি উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। সুন্দরভাবে দক্ষতা সহকারে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সব সময় গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য ও।

 2 years ago 

আপাতত S ফর Sajib এটাই ভেবে নিলাম 😍। ছোট ভাইয়ের জন্য ছোট খাটো একটা গিফট বলা যায়। হিহিহিহি। খুব মিষ্টি একটা কাজ ছিল আপু। ভালো লাগলো অনেক সত্যি।

 2 years ago 

এজন্যই তো বলেছি যাদের নামের প্রথম অক্ষর তারাও নিজের মনে করে নিতে পারেন। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে S এর থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি। চিত্রটি অঙ্কন অনেক নিখুঁত ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার S এর থ্রিডি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ প্রশংসা মূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

S এর থ্রিডি আর্ট সত্যিই অসাধারণ হয়েছে দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

নিখুঁতভাবে আর্টটি করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67333.38
ETH 3247.21
USDT 1.00
SBD 2.65