You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- সাত সুরের মেজাজ ( সিজন ২- পঞ্চম পর্ব)

in আমার বাংলা ব্লগlast year

নাদ যদিও দিতিপ্রিয়া এবং তার বাবাকে ওই লোকটার হাত থেকে বাঁচালো কিন্তু তাদেরকে আবার নিজেই কিডন্যাপ করে নিয়ে গেল। এদিক দিয়ে বিক্রম এবং শ্রুতি স্বরলিপি গুলো পেয়ে গিয়েছে। বিশেষ পদ্ধতিতে এই স্বরলিপিগুলো বাজাতে পারলে রাগ সঞ্জীবনী পাওয়া যাবে। এখন নাদ আবার বিক্রম এবং শ্রুতিকেও কিডন্যাপ করলো। গৌরাঙ্গ লোকটি এদেরকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেল। নাদ মনে হয় রুদ্র ভৈরবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চিন্তা করছে। তা না হলে নাদ কেন এদেরকে আলাদাভাবে কিডন্যাপ করল এখন পরবর্তীতে দেখা যাক যে এই রাগ সঞ্জীবনী কার হাতে যায়। অনেক দূর রহস্য উদঘাটন হয়ে গিয়েছে প্রায়। আর কয় পর্ব আছে দাদা?

Sort:  
 last year 

নাদ মনে হয় রুদ্র ভৈরবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চিন্তা করছে। তা না হলে নাদ কেন এদেরকে আলাদাভাবে কিডন্যাপ করল এখন পরবর্তীতে দেখা যাক যে এই রাগ সঞ্জীবনী কার হাতে যায়।

নাদের এইরকম একটা প্ল্যান আছে। রুদ্রভৈরবকে সম্ভবত দেবে না বলেই তাদের কিডন্যাপ করেছে এবং বিস্তারিত তাদের কাছ থেকে জানতে চাইবে। আর তিন পর্ব আছে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66871.77
ETH 3512.06
USDT 1.00
SBD 3.14