You are viewing a single comment's thread from:
RE: বিকেল মুহূর্তে আখের রস ও গরম গুড় খাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40
রস শুনেই মনে হচ্ছিল যে কতদিন খেজুরের রস খাই না। পরে দেখলাম যে আপনি আখের রস খেতে গিয়েছেন। যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য শীতকাল খুবই কষ্টকর। শীতকালে এই ঠান্ডার সমস্যা খুবই বেড়ে যায় এবং খুব সাবধানে থাকতে হয়। বন্ধুদের সঙ্গে সবসময় দেখা যায় মনের মিল থাকে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো যায়। গরম গরম গুড় খেতে বেশ ভালই লাগে। আপনি বন্ধুদের নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে।
রস খাওয়ার কথা মনে পড়লেই শীতের মৌসুমে খেজুরের রস আখের রস এগুলোর কথাই মনে পড়বে। তাছাড়া ঠাণ্ডার সমস্যাটা আমার খুব ভালোভাবেই লাগে সেজন্য সতর্কতার সাথে অবলম্বন করি।