You are viewing a single comment's thread from:
RE: নবমীতে বনগাঁর দুর্গা পুজোতে ঘোরাঘুরি -পর্ব ১
কলকাতায় না গিয়ে অবশ্য ভালো করেছেন দাদা। যে ভিড় দেখলাম কলকাতার পূজা মন্ডপগুলোতে আপনি ছেলেমানুষ জন্য এত ভিড়ের মধ্যে গিয়ে দেখতে পেরেছেন। মেয়ে মানুষের জন্য তো এত ভিড়ের মধ্যে যাওয়া আসলেই খুব কষ্টকর। তাছাড়া বখাটে ছেলেরা তো থাকেই।অভিযান সংঘ এর মন্ডপের ঘন্টা দিয়ে সাজানোর বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের গেটের লাইটিং টা খুব চমৎকার হয়েছে। তাছাড়া পানির ঝর্ণাটা খুব ভালো লাগছে দেখতে। রাতে গিয়ে অবশ্য ভালো করেছেন তা না হলে এত সুন্দর সুন্দর লাইটিং গুলো মিস করতেন। পূজা মন্ডপের মেইন আকর্ষনই থাকে এই লাইটিং এবং ঝাড়বাতিগুলো। খুব ভালো লাগে দেখতে। ভিডিও দেওয়ার কারনে আমরাও খুব চমৎকার ভাবে দেখতে পেলাম। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।