You are viewing a single comment's thread from:

RE: অনুগল্প "ভালোবাসার ব্যর্থ প্রতিশ্রুতি"

in আমার বাংলা ব্লগ2 years ago

বৈশাখী মেয়েটিকে খুবই খারাপ ক্যারেক্টারের মেয়ে মনে হচ্ছে। নিজের বোনকে অর্কর সঙ্গে বিয়েতে রাজি করিয়ে তারপর নিজের সব দুঃখের কাহিনী অর্কের কাছে বলার কি দরকার ছিল? সে যদি অর্ককে আবার ফিরে পেতে চায় তাহলে কেন বোনকে এ বিয়েতে রাজি করালো। দুটি মানুষকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল বৈশাখী। অর্ক কে মুক্ত করে দিয়ে আবার কোনো না কোনোভাবে পিছন থেকে টেনে ধরে রাখল ম্যাসেজটি দিয়ে। অর্ক এখন কি করে সেটাই দেখার অপেক্ষায়।
পরবর্তী পর্ব দাদা খুব তাড়াতাড়ি দিবেন প্লিজ। অসম্ভবভাবে প্রেমে পড়ে যাচ্ছি গল্পটির।

Sort:  
 2 years ago 

আপনার একটু বোঝার ভুল হচ্ছে । বৈশাখী নিজের সব কিছু বিলিয়ে দিলো । সে চাইলেই অর্কের প্রস্তাবে সম্মত হতে পারতো । কিন্তু, সে রাজি হয়নি । কতটা মহৎ অন্তঃকরণ থাকলে এমনটি সম্ভব , ভাবুন । আর অর্ককে চিরতরে পর করে দেয়ার আগে শুধু সে নিজের গোপন জমানো ব্যাথাটুকু অর্কের সাথে শেয়ার করতে চেয়েছিলো । তাই, অর্ক বাড়িতে আসতে সে বাধা দেয়নি ।

এটাই তো শেষ পর্ব । আরো পর্ব লিখবো কি করে ?

 2 years ago 

শেষ করে দিলেন 😭😭? আরও বাড়ানো যায় না? ভালোই তো লাগছিল পড়তে।

আমার কাছে বৈশাখীকে একটুও মহৎ মনে হয়নি। কারণ সে একবারও চিন্তা করল না যে অর্ক নতুন একটি জীবনে পদার্পণ করতে যাচ্ছে। তাকে এখন এরকম দুঃখের কথা বলে কষ্ট দেওয়ার কোন মানে হয়না। অর্ক কথা একবারও সে চিন্তা করেনি।

 2 years ago 

এখন থেকে নতুন গল্প লিখবো । ভূত, রহস্য, রোমাঞ্চ আর এডভেঞ্চার । ওগুলোই ভালো পারি । তাও, আপনাদের অনুরোধ চার চারটি প্রেমের গল্প লিখে ফেললাম । হে হে :)

 2 years ago 

নেহি। আরো চাই আরো চাই প্রেমের গল্প। লিখতে হবে লিখতে হবে। তা না হলে কিন্তু আন্দোলনে যাবো।

 2 years ago 

মা গো মা । মাথায় আসে না প্রেম পীরিতির গল্প । কি যে করি ।

 2 years ago 

আপনার মাথায় আসে না এই কথা বিশ্বাস করতে বলেন? যে কিনা ঘর ভর্তি .....এর স্বপ্ন দেখে।

 2 years ago 

পুরোটা বললেন না যে ,

"আমি স্বপ্ন দেখি ঘর ভর্তি প্রেমিকার। ...."

 2 years ago 

পুরোটা বললাম না যে বৌদি যদি আবার দেখে বাড়ি থেকে বের করে দেয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64475.77
ETH 2770.60
USDT 1.00
SBD 2.66