এসো নিজে করি আমাদের সবার পছন্দের লাজুক খ্যাঁকের আর্ট(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের মাঝে আবার একটি আর্ট নিয়ে এসেছি। আজকের আর্টটি আমাদের সবার পছন্দের প্রিয় লাজুক খ্যাঁকের ছবি। আমার বাংলা ব্লগের এমন কোনো বন্ধু নেই যে লাজুক খ্যাঁককে পছন্দ করে না ।তাই আমি আজকে লাজুক খ্যাঁকের একটি ছবি আঁকার চেষ্টা করেছি। ছবিটি আমি ডিস্কোর্ড এর লাজুক খ্যাঁকের স্টিকার এর ছবি দেখে দেখে আকার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু করি।

IMG_20211021_164546.jpg

প্রয়োজনীয় উপকরণ

পেন্সিল১টি
রাবার১টি
রং পেন্সিল২টি
কলম১টি
সাদা কাগজ১টি

IMG20211021154436.jpg

১ম ধাপ

IMG20211021160855.jpg

প্রথমে আমি লাজুক খ্যাকের মাথা এঁকেছি।

২য় ধাপ

IMG20211021160922.jpg

তারপর আমি মুখের দিকটা এঁকেছি।

৩য় ধাপ

IMG20211021161616.jpg

এখন নিচের দিক এবং একটি পা এঁকেছি।

৪র্থ ধাপ

IMG20211021161912.jpg

এবার বাকি পা টা এঁকেছি।

৫ম ধাপ

IMG20211021161931.jpg

এবার পেটের দিকটা এঁকেছি।

৬ষ্ঠ ধাপ

IMG20211021162004.jpg

এবার লেজটা এঁকেছি।

৭ম ধাপ

IMG20211021162040.jpg

এবার লেজের ভিতরের দাগটা দিয়েছি।

৮ম

IMG20211021162141.jpg

এবার চোখ এবং চোখের নিচের দাগটা দিয়েছি।

৯ম ধাপ

IMG20211021162608.jpg

এখন মুখ, পা কালো রং করেছি।

১০ম ধাপ

IMG20211021162654.jpg

এখন নিচের ও মাথার দিক টা রং করেছি।

১১তম ধাপ

IMG20211021162819.jpg

এবার লেজটা রং করেছি।

১২তম ধাপ

IMG20211021163029.jpg

এখন পুরো শরীর রং করেছি।

১৩তম ধাপ

IMG20211021163213.jpg

এখন মাথার দিকটা রং করেছি।

১৪তম ধাপ

IMG20211021163244.jpg

এভাবে আমি আমার আর্টটি শেষ করেছি। এবং আমার নামটা লিখেছি।আশা করি আমার আর্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবে।

ধন্যবাদ

@tania

ফটোগ্রাফার@tania
Phoneoppo reno5
Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার চালাক শিয়ালের চিত্র অংকন দেখতে খুবই সুন্দর লাগছে আপনার জন্য শুভকামনা থাকলো এত সুন্দর একটা চিত্র আমাদের সাথে শেয়ার করা জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

লাজুক খ্যাকের চিত্রটি তো দারুণ এঁকেছে তুমি ।রং গুলো একেবারে পারফেক্ট দিয়েছো ।ছোট ছোট করে প্রত্যেকটা ধাপ স্পষ্ট বর্ণনা করেছ। খুব সুন্দর হয়েছে ছবিটা ।তোমার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপু অপনাকেও অনেক শুভেচ্ছা।

 3 years ago 

বাহ সেই আর্ট করেন তো আপনি। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব ভালো হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

আপু, আপনার লাজুক খ্যাঁকের আর্ট খুব সুন্দর হয়েছে। আর ধাপে ধাপে সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু প্রশংসা করে শেষ করা যাবে না।এতো ভালো কিভাবে আকেন।অনেক ধৈর্য্য আর পরিশ্রম করেছেন।আমার খুবই ভালো লেগেছে শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লাজুক খ্যাকের ছবি অঙ্কন করেছেন। ধাপে ধাপে অঙ্কন করার সময় টা ক্যামেরা বন্দি করে। তা আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভেচ্ছা আপনাকে

 3 years ago 

আপনাকেও শুভেচ্ছা ভাইয়া।

চমৎকার হয়েছে আপু আপনার লাজুক খ্যাকের আর্টটি।উপস্থাপনা এবং বর্ণনাও সুন্দর ছিল।আমার সবথেকে ভালো লেগেছে কালারের ব্যাবহারগুলো।এতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে অঙ্কনটি।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আঁকা লাজুক খ্যাঁকটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্টের জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

আসলে আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁকের ছবি দেখলেই মনের ভিতর কেমন উত্তেজনা কাজ করে। খুবই প্রিয় একটি। আপনি খুবই দক্ষতার সাথে অনেক ভালোবাসা নিয়ে অঙ্কন করেছেন। খুবই ভালো লাগলো এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার বর্ণনা অনেক ভাল ছিল ।আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

লাজুক খ্যাঁকের আর্ট খুব সুন্দর হয়েছে। আমিও সবসময় চেষ্টা করি আর্ট করার জন্য। সত্যিকারঅর্থে আপনার আর খুব ভালো হয়েছে

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58269.26
ETH 3067.65
USDT 1.00
SBD 2.25