আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করব। অনেকদিন হলো কোন ম্যান্ডেলার আর্ট শেয়ার করি না। ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগে। কারণ ভিতরে অনেক ছোট ছোট ডিজাইন করতে হয়। এই ছোট ছোট ডিজাইনগুলোর কারণে সময় বেশি লাগে এবং অনেক ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হয় । আজকে আমি একটি পাতার ম্যান্ডেলার আর্ট করেছি। ম্যান্ডেলার আর্ট করার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে আমার আজকের ম্যান্ডেলার আর্টটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এঁকেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ।
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- কালো কলম
প্রথমে পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিয়েছি। তারপর কলম দিয়ে পাতাটিকে গাঢ় করে নিয়েছি ।
এখন একদম উপরের পাতা থেকে ডিজাইন শুরু করেছি। উপরের পাতার দুই সাইডে V এর মতো ডিজাইন করেছি এবং ভিতরে ছোট ফোটা ফোটা দিয়েছি। বাম পাশের পাতাটির ভিতর আবার ছোট ছোট কিছু পাতার ডিজাইন করেছি। ডানপাশের দুটি পাতার ভিতরে ছোট ছোট লম্বা দাগ এবং V এর মত একই ডিজাইন করেছি।
এখন বাকি পাতাগুলোর ভিতরে লম্বা লম্বা দাগ দিয়ে ছোট ছোট V এর মত করে ডিজাইন করেছি। সব শেষের পাতা দুটিতে দাগ দিয়ে ফোটা ফোটা দিয়েছি এবং ছোট বৃত্ত এঁকে সাইডে কালো করেছি। একদম নিচে S এর মত আরো কিছু ডিজাইন করেছি।
আমার আর্টটি শেষ হয়েছে। এখন আমি আমার নামের সাইন করে দিয়েছি ।
এভাবে আমার আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নেই ।
ধন্যবাদ
Photographer | @tania |
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ম্যান্ডেলা আর্ট আমার অনেক ভাল লাগে। আপনি ঠিক বলেছেন, ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং মনযোগের প্রয়োজন। আপনি অনেক ধৈর্য সহকারে পাতার ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন। আপনার ম্যান্ডেলা চিত্রের একটি স্পেশাল দিক হচ্ছে প্রতিটি পাতা ইউনিকভাবে ডিজাইন করেছেন একটির সাথে আরেকটির মিল নেই। খুব নিখুঁতভাবে প্রতিটি পাতার ডিজাইন একেছেন। আপনি একটি কাজ ভাল করেছেন প্রথমে পুরো পাতা অংকন করেছেন তারপর প্রতিটি পাতা ডিজাইন করেছেন। ধন্যবাদ আপু।।
প্রতিটি পাতাকে আলাদাভাবে ডিজাইন করার কারণে আমার কাছে মনে হয় আর্টটি আরো বেশি সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার কথা একদম ঠিক, ম্যান্ডেলা অংকন এর ভেতরে ছোট ছোট অনেক ডিজাইন থাকে যেগুলো অংকন করার জন্য অনেকটা সময় এবং অনেকটা ধৈর্য ধারণ করতে হয়। আর সেই ধৈর্য ধারণ করেই আপনি খুবই চমৎকার একটি পাতার মেন্ডেলার আর্ট করেছেন। যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ম্যান্ডেলা অংকনের প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
যত বেশি ধৈর্য সহকারে এই ম্যান্ডেলার আর্ট করা যায় তত বেশি সুন্দর হয় আর্টগুলো। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পাতার ম্যান্ডেলা অঙ্কনটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপু আসলে যত সূক্ষ্ম জিনিস আঁকানো যায় তত বেশি সময় লাগে এবং ধৈর্য লাগে। আপনার জন্য শুভকামনা।
ঠিক বলেছেন ভাইয়া যত সূক্ষ্ম জিনিস তত বেশি সময় এবং ধৈর্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক সুন্দর হয়েছে ম্যান্ডেলা আর্টটি। একটু সময় লাগলেও ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে অনেক সময়ের প্রয়োজন হয়। তারপরও অনেক ভালো লাগে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।
ম্যান্ডেলার আর্ট এর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন বিশেষ করে প্রত্যেকটি পাতার সৌন্দর্য ভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন যার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপুমনি।
প্রত্যেকটি পাতাকে আলাদাভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
বাহ অসাধারণ হয়েছে পাতার ম্যান্ডেলার আর্ট। সত্যিই আসলে ছোট ডিজাইন করতে অনেক ধৈর্য টাইমের প্রয়োজন হয়। এমনিতে ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে সময় হলে ম্যান্ডেলা আর্ট করতে খুব পছন্দ করে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডেলার আর্ট গুলো আমার কাছেও খুবই পছন্দের। এই জন্যই তো সময় বেশি লাগলেও মাঝে মধ্যে করতে বসি। ধন্যবাদ আপু আপনাকে।
ঠিকই বলেছেন আপু ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক সময় লাগে ছোট ছোট ডিজাইনের কারণে। কিন্তু আর্টগুলো করতে আমার কাছে ভালোই লাগে। আমিও অনেকদিন পরপর এই আর্ট করতে বসি। আপনার আজকের পাতার ম্যান্ডেলা আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। পাতার বিভিন্ন ধরনের আর্ট আছে এর ভিতরে এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব নিখুঁত করে ডিজাইন করেছেন। অনেক ভালো লাগলো আমার কাছে আর্টটি।
এই ছোট ছোট ডিজাইনগুলো করতেই আমার কাছে বেশি ভালো লাগে। যদিও সময় লাগে। যাইহোক আপু ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্টগুলো সব সময় সুন্দর হয় দেখতে। ধন্যবাদ আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
এই ধরনের কাজ গুলো দেখলে আসলেই আমার কাছে অবাক লাগে। অনেক সময় সাপেক্ষ আর ধৈয্যের একটি কাজ কিন্তু সবশেষে নতুন কিছু ডিজাইন সৃষ্টির একটা আনন্দ পাওয়া যায়। চালিয়ে যান আপনার এই শিল্পকর্ম। শুভকামনা রইল।
আপনিও ভাইয়া চেষ্টা করে দেখতে পারেন একটু ধৈর্য সহকারে করলেই হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।