চাঁদের ম্যান্ডেলার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। চাঁদ পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না। চাঁদের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে রাতের বেলায়। তাছাড়া অনেক তারার ভিড়ে চাঁদকে অন্যরকম সুন্দর লাগে। চাঁদের যে কত রূপ তা প্রতিদিন আকাশের দিকে তাকালেই দেখা যায়। একেক দিন একেক রকম রূপে ধরা দেয়। খুব ভালো লাগে দেখতে। সেদিন বারান্দায় গিয়ে হঠাৎ করে চাঁদের দিকে চোখ পরলো। তারপরে চাঁদের সৌন্দর্য নিয়ে ভাবছিলাম। তখনই মনে হল যে যদি চাঁদের ম্যান্ডেলার আর্ট করা যায় তাহলে দেখতে কেমন লাগবে। তাই আজকের এই ম্যান্ডেলার আর্টটি করা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ
- কলম
- কম্পাস
- পেন্সিল
প্রথমে কম্পাস দিয়ে দুটি অর্ধ বৃত্তের সাহায্যে একটি চাঁদ এঁকেছি তারপর কলম দিয়ে চাঁদটি গাঢ় করেছি এবং ভিতরে আরও দুটি দাগ দিয়েছি।
এখন একদম বাইরের দিকে কিছু পাতার মতো এঁকেছি এবং ভিতরে ছোট ছোট দাগ দিয়েছি। তারপরের ঘরে গোল গোল ছোট বৃত্ত এঁকে তার সাইডে আরো ছোট ছোট ডটের মত দিয়েছি।
তার পরের ঘরে কিছু গোল করে ঘর এঁকে এক ঘর ফাঁকা রেখে ভরাট করেছি । তারপর বাইরে আরেকটি বৃত্ত এঁকেছি এবং বৃত্তের ভিতরে কিছু দাগ দিয়েছি।
এখন বৃত্তের ভিতরে কিছু পাতার মতো এঁকে উপরের দিকে একটু ভরাট করেছি এবং ছোট ছোট ডট দিয়েছি।
আর্টটি শেষ হলে সবশেষে আমার নামে সাইন করে দিয়েছি।
এভাবেই আমার চাঁদের ম্যান্ডেলার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
এখন তো চাদেঁর সৌন্দর্য উপভোগ করার সময়ই নেই আমাদের! ঈদের আগে আকাশে যে চাদঁ উঠে যাক এটা দেখে আনন্দ পায় আমরা! তবে আপনার আর্ট কিন্তু সুন্দর হয়েছে! ম্যান্ডেলা আর্টগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয়। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখালেন আপু 🌼🦋
ভালো বলেছেন ভাইয়া চাঁদ দেখার সময় কই। ছোটবেলায় যেমন ঈদের চাঁদ দেখার জন্য অনেক বেশি উৎসুক থাকতাম এখন সেই উৎসাহও কমে গিয়েছে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খুব সুন্দর, অভিনব এবং অবশ্যই সহজে একটি মেন্ডেলা এঁকেছেন। যারা বিগিনার, নতুন করে আঁকছেন তাদের জন্য এই ধরনের ছবি খুব বেশি হেল্পফুল। বিশেষ করে ছবিটি সহজ ভাবে আঁকলেও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে।খুব ভালো লাগলো ছবিটি দেখে। মেন্ডেলের আইডিয়া আমার অতটা নেই। তবে আপনাদের থেকে কম বেশি আইডিয়া পেতেই থাকি।
ঠিক বলেছেন আপু আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সহজ এবং সুন্দর। নতুনদের জন্য খুবই সুবিধা হবে এরকম আর্ট করা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
চাঁদের সৌন্দর্য আসলেই এক এক দিন এক এক রকম দেখা যায়। কখনো পুরোপুরি গোল আবার কখনও অর্ধেক বৃত্তাকার। অনেক সুন্দর চাঁদের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। নিখুঁত হাতের স্পর্শে এতো সুন্দর ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমার চাঁদের ম্যান্ডেলার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ম্যান্ডেলা আর্ট মানে হচ্ছে ধৈর্যের সমাহার। আর মেন্ ম্যান্ডেলা আর্ট করতে দক্ষতা ও ধৈর্য দুটোরই সমন্বয় ঘটাতে হয়। যেটি আপনি এ চাঁদ আঁকার ক্ষেত্রে করেছেন। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করারা জন্য।
ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক বেশি ধৈর্যের দরকার হয়। কারন ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপনাকে।
জি আপু আমিও সেটাই মনে করি। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।
অসাধারণ দক্ষতা আপনার। চাঁদের ম্যান্ডেলা চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে চিত্রটি অঙ্কন করেছেন। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে।
আমার চাঁদের ম্যান্ডেলার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ম্যান্ডেলা আর্টগুলোর আলাদাই একটা ফ্যানবেজ থাকে।আর আমি তাদের একজন।এই আর্টগুলো এতোটা ভালো লাগে যা বলার মতো না।
সুন্দর ছিল চাঁদের আর্টটি।শুভ কামনা রইলো
ম্যান্ডেলার আর্ট গুলো আমার কাছেও খুবই ভালো লাগে। করতেও যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
চাঁদের ম্যান্ডেলা চিত্রাংকন অসাধারণ হয়েছে। এই চাঁদের মানচিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে চিত্র অংকন করেছেন অসাধারণ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিক বলছেন চাঁদ কে ভালোবাসা না এমন মানুষ নেই বললে চলে।কেন ভালোবাসবে না বলুন তো চাঁদের আলোতে রাতের অন্ধকার দূর হয়।শত তারার মাঝেও চাঁদ উঁকি দিয়ে সৌন্দর্য বিরাজ করে।বেশ সুন্দর করে চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে চাঁদের ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় ভালো লাগে অনেক সুন্দর এবং ইউনিক আর্ট শেয়ার করুন আপনি।
ঠিক বলেছেন আপু অসংখ্য তারার মধ্যে চাঁদের উকি দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রিয় মানুষকে সাথে নিয়ে রাতের আধারে চাদঁ দেখা ৷ সুন্দর একটি ঝলমল রাত সত্যি জীবনে আর কি লাগে ৷ যা হোক চাদেঁর আর্ট টি সত্যি অনেক সুন্দর ছিল ৷ সব মিলে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ৷
ধন্যবাদ আপু
এগুলো শুধু কল্পনাতেই ভালো লাগে ভাইয়া বাস্তবে আর হয় না। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।