আকাশের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সাথে সূর্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। এই সূর্যকে আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে চাই। কিন্তু সব সময় কি আমাদের চাওয়া পূরণ হয়। যেমন গরমকালে চাই যে সূর্য যেন না উঠে, তাপ কম দিক, একটু ঠান্ডা ওয়েদারের জন্য। আবার শীতকাল আসলে এই সূর্য না উঠলে তখন আবার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায় । তখন দোয়া করি সূর্য যেন অনেক কড়া ভাবে তাপ দেয়। বিভিন্ন সময় সূর্যের বিভিন্ন ধরনের রূপ দেখা যায়। সকালের দিকে যখন সূর্য উদয় হয় তখন সূর্যের সৌন্দর্য এক রকম চমৎকার । আবার দুপুরে সূর্য অনেক বেশি আলো দেয় তখন সূর্যের দিকে তাকানো যায় না। সন্ধ্যার সময় সূর্য যখন ডুবতে বসে তখনকার ওয়েদার আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। কারণ সূর্য ডোবার সময় সূর্য যখন লাল হয়ে যায় তখন মনে হয় যে চারপাশে পুরো প্রকৃতি লাল রং ধারণ করেছে। এ সময় যে কোন খোলা জায়গায় বসে সূর্য ডোবা দেখতে খুবই ভালো লাগে। আজকে আমি বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু সূর্যের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বেশিরভাগ ফটোগ্রাফি আমার শ্বশুরবাড়ি থেকে করা। শুধু নিচের দুইটি ফটোগ্রাফি ঢাকার জলসিড়ি সেন্ট্রাল পার্কে গিয়ে তুলেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


671860A3-1D86-4EFD-9664-B07D5C81B5C8.jpeg


উপরের ফটোগ্রাফিটি রোজার মধ্যে শ্বশুরবাড়িতে গিয়ে তুলেছিলাম। তখন প্রচন্ড রকম গরম পরেছিল।। সূর্যের দিকে বারবার তাকিয়ে দেখছিলাম যে সূর্য মেঘে ঢেকে যায় কিনা। বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা। কিন্তু বেশ কয়েকদিন গরমে খুব কষ্ট করতে হয়েছিল।


2881BF84-084F-46AB-8059-432BA1FD0DAC.jpeg


DD9E4C5C-046B-4206-B969-5FD68D9BBBE8.jpeg


উপরের ছবি দুটি রংপুর গিয়ে একটি বাসায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে সূর্য ডোবার মুহূর্তের ছবি। চারপাশে ধান ক্ষেতে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। অটোতে বসে ছবি দুটি তুলেছিলাম।


E5E0CC85-F004-4608-B60A-6286A7624D41.jpeg


23A435A7-8D75-496F-A704-6EF7B12E311E.jpeg


উপরের দুটি ছবি ঈদের পরে তোলা। তখনো সূর্য খুব কড়া ভাবে আলো দিচ্ছিলো। অবশ্য ওই সময় সূর্য ওঠাতে গ্রামের লোকজনের খুব সুবিধা হয়েছিল। কারণ তারা সবাই ওই সময় ধান সিদ্ধ করে শুকাতে দিয়েছিল। আমি গাছের আড়াল থেকে ছবি তোলার চেষ্টা করেছি। বেশ ভালই লাগছিল দেখতে।


5BDF4653-10E2-46C9-BB4F-4FC8F5983474.jpeg


AFAC0FA1-B2BB-4A34-8C2E-86D6920F72D3.jpeg


31956827-4883-49BC-9720-362CA0EB18BA.jpeg


উপরের ছবিগুলো শ্বশুরবাড়িতে গিয়ে বিকাল বেলায় রাস্তার পাশে যখন হাঁটতে গিয়েছিলাম তখন তুলেছিলাম । দূরের রাস্তায় মনে হচ্ছে যে সূর্য আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এবং ধীরে ধীরে ধান ক্ষেতের মধ্যে ডুবে যাচ্ছে। অসম্ভব সুন্দর পরিবেশ ছিল তখন। এমন সুন্দর পরিবেশের ছবি না তুলে কি থাকা যায়।


B4514DAD-FAA3-40E2-8B2C-0BA5DA50C21C.jpeg


2843B44D-DCA4-48FE-BDB7-FBA17FA9A05E.jpeg


এই ছবি দুটি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে গিয়ে তুলেছিলাম। সেখানে চমৎকার একটি লেক ছিল। লেকের আলোতে সূর্যের আলো পরাতে আরো বেশি চমৎকার লাগছিল দেখতে। প্রচন্ড গরমের পর সূর্য যখন ডুবে গেল তখন চারপাশে পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গেল এবং দেখতে খুব ভালো লাগছিল।


5AF4AD6A-795A-42D8-8C17-F93B1837D024.jpeg


এই ছিল আমার আজকের ফটোগ্রাফি। যদিও খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না তারপরও আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

খুব সুন্দর ভাবে আপনি এই আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ দেখা যাচ্ছে। আর প্রাকৃতিক সৌন্দর্য এমনিতেই মানুষের মনের মধ্যে জায়গা করে নেয়। তেমনি আপনার শেয়ার করা ছবিগুলো আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এমনিতেই খুব ভালো লাগে। তাছাড়া আকাশের বিভিন্ন সৌন্দর্য দেখতে তো আরো বেশি ভালো লাগে।

 last year 

আপনি অনেক সুন্দর কিছু আকাশের এবং প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি করেছেন। সত্যি অনেক গরমে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় কখন বৃষ্টি হবে। আসলে সূর্য ডুবে যাওয়ার সময় সূর্যের লাল বর্ণ দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সূর্য ডোবা অবস্থায় আকাশ দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

পুরনো অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে আপু। রমজান মাসে প্রচন্ড গরমের মধ্যে আকাশের যে সৌন্দর্যটা আমাদের মাঝে তুলে ধরেছেন আর রংপুর ঘুরতে গিয়ে যে ছবিটা তুলেছেন সেটা বেশি সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

মাঝে মাঝে পুরনো ফটোগ্রাফি গুলো দেখতে ভালই লাগে। এ জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আকাশের বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আকাশ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তবে মাঝেমধ্যে আকাশের এই সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। সূর্য যখন ডুবে যায় তখন সূর্যের লাল রঙে আকাশ যেন একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সূর্য ডোবার সময় আকাশের সাথে সাথে চারপাশের পরিবেশও লাল হয় সেজন্য দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আকাশের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করেছেন আফ।একেক সময়ের ফটোগ্রাফি দেখতে অনেক ভাল লাগছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

একেক সময় আকাশ দেখতে এক এক রকম সুন্দর লাগে। এজন্য বিভিন্ন সময়ের ফটোগ্রাফি করে রেখেছি। ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ চমৎকারভাবে আকাশের এবং প্রাকৃতিক পরিবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আপনি। আকাশের অপরূপ দৃশ্য গুলো ক্যামেরা ধারণ করতে আমিও খুব পছন্দ করে থাকি। যখন আকাশে সাদা সাদা মেঘ থাকে সেই মুহূর্তে আকাশের দৃশ্য ধারণ করতে বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলোতে লক্ষ্য করলাম সূর্য থাকার মুহূর্তে ক্যামেরা ধারণ করার চেষ্টা করেন। মোটামুটি প্রত্যেকটা ফটোই অনেক ভাল ছিল।

 last year 

আকাশের সাদা কালো মেঘ থাকলে আকাশের সৌন্দর্য অন্যরকম ভাবে প্রকাশ পায়। দেখতে আসলেই খুব ভালো লাগে।

 last year 

ঠিকই বলেছেন আপু সূর্য দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রুপ ধরে। যেমন সকালে মৃদু দুপুরে তীব্র এবং বিকেলে গাঢ় লালা। সূর্যের এই ছবিগুলি চমৎকার তুলেছেন আপু। সূর্যের এই বিভিন্ন রুপ দেখতে গেলে সারাদিন অপেক্ষা করতে হয়। কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখে সবগুলো দেখতে পেলাম। সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো আপু।।

Posted using SteemPro Mobile

 last year 

একদিন তো আর সূর্যের বিভিন্ন রূপ দেখে শেষ করা যায় না। এজন্য মাঝে মধ্যে বিভিন্ন সময় দেখা হয় এবং তখনই ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Thank you very much for the beautiful photographs of the sky and natural landscape. The sunset looks very impressive and beautiful. Thank you very much.

 last year 

Thank you.

 last year 

আকাশের বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সূর্যাস্তের ফটোগ্রাফিগুলো দেখতে আমার কাছেও ভালো লাগে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86