গ্লিটার আর্ট পেপার দিয়ে ডেকোরেশন বেল
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গ্লিটার আর্ট পেপার দিয়ে ডেকোরেশন বেল তৈরি করেছি। ডেকোরেশন বেলগুলো তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া গ্লিটার আর্ট পেপারের যে কোনো জিনিস তৈরি করতে আমার কাছে ভালো লাগে। কারণ এগুলো তৈরি করার পর দেখতে খুব চমৎকার লাগে। গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন কিছু বানাতে গেলে অনেক সময় নিয়ে বানাতে হয়। তাছাড়া অন্য কোন আঠা এই পেপারে বসে না। এজন্য গ্লু গান অবশ্যই দরকার হয়। এরকম ডেকোরেশন বেল বানিয়ে যদি দেয়ালে বা দরজার উপরে ঝুলিয়ে রাখা যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। আশা করি আজকের ডেকোরেশন বেলটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
গ্লিটার আর্ট পেপার
টিস্যু রোল
কাঁচি
গ্লু গান
স্কেল
পেন্সিল
কম্পাস
প্রথমে একটি টিস্যু রোল নিয়ে রোলটির এক সাইডে পেন্সিল দিয়ে গোল করে এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটেছি।
লম্বা একটি চিকন গ্লিটার আর্ট পেপার নিয়ে এক সাইডে কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে কেটেছি।
গ্লিটার আর্ট পেপারটি টিস্যু রোলের উপর দিয়ে মুড়িয়ে দিয়েছি নিচের ছবির মত করে।
হলুদ কালারের আরও একটি গ্লিটার আর্ট পেপার নিয়েছি। একটি বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটেছি। তারপর মাঝখান থেকে দুই খন্ড করে কেটে নিয়েছি।
দুই কোনা নিচের ছবির মত করে ঘুরিয়ে লাগিয়ে দুটি ঘন্টা তৈরি করেছি।
এখন ২.৫/৪ সেন্টিমিটারের একটি লাল গ্লিটার আর্ট পেপার নিয়েছি। তার সঙ্গে চিকন আরেকটি গ্লিটার আর্ট পেপার নিয়েছি।
বড় গ্লিটার আর্ট পেপারটি মাঝখান থেকে ভাঁজ করে চিকন পেপার দিয়ে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি।
এখন বো এবং ঘন্টা দুটি আগে থেকে বানিয়ে রাখা ডেকোরেশন বেল এর উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
চিকন আরো একটি গ্লিটার আর্ট পেপার নিয়েছি। তারপর বেলটির উপরে ভাঁজ করে লাগিয়ে দিয়েছি। যাতে করে বেলটি উপরে ঝুলানো যায়।
এভাবে আমার গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ডেকোরেশন বেলটি আসলেই খুব সুন্দর হয়েছে আপু। ছোট দুটি বেল খুব কিউট লাগছে দেখতে। ক্রিসমাস উপলক্ষ্যে এই ধরনের ডেকোরেশন গুলো করা হয়ে থাকে। গ্লিটার পেপার হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। বানানোর প্রক্রিয়াটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
ছোট বেলটি দেওয়ার কারণে আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসছে শীত উপলক্ষে এমন একটা ডেকোরেশন বেল বানিয়ে পাঠিয়ে দেন আপু। একটু চেক করে দেখবো কেমন সুন্দর লাগে। ফ্যান দের জন্য এইটুক তো করতেই পারেন। আজ আমি পারিনা বলে চাইলাম। পারলে কিন্তু নিজে বানাইয়া গিফট করতাম আপনাকে।
বেল তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছি। দেখে দেখে আপনিও বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো কিছু তৈরি করলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনার তৈরি ডেকোরেশন বেল দেখতে চমৎকার লাগছে আপু, তাছাড়া কীভাবে তৈরি করতে হয় সেটা তুলে ধরেছেন। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন ভাইয়া গ্লিটার আর্ট পেপার দিয়ে যা বানানো যায় তাই দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে ডেকোরেশন বেল তৈরি অসাধারণ হয়েছে। ধাপে ধাপে তৈরি দেখে শিখতে পারলাম।আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আমার গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেলটি দেখার জন্য এবং মন্তব্য করার জন্য।
গ্লিটার পেপার দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায়। অনেক চমৎকারভাবে ফুটে ওঠে। এই কাজগুলো করতে কিন্তু ব্যাপক ধৈর্য লাগে। সেটা আপনারা আছে এবং এখানে সত্যি আঠা বসে না তাই গ্লু গান ব্যবহার করা দরকার। আমি গ্লু গান ব্যবহার করি। দরজার উপরে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগে এবং আপনি আজকে আপনার ডেকোরেশন বেলটি যে এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য
গ্লু গান ছাড়া এই পেপার এর উপর কোন আঠা লাগতে চায় না। এজন্য অন্য কোন আঠা দিয়ে কাজ করা যায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপার দেখতে আমার অনেক ভালো লাগে। আর যদি গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন ধরনের জিনিস তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আর আজকে আপনি যেভাবে এই পেপার দিয়ে খুবই সুন্দর একটি জিনিস তৈরি করে ফেলেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷ এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং কষ্ট করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে।
আমার কাছেই গ্লিটার আর্ট পেপার খুব সুন্দর লাগে। এজন্য এগুলো দিয়ে কিছু বানানোর চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
অনেক সুন্দর একটি অরিগামি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার অরিগামিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিস গুলো বানাতে অনেক সময় লাগে এটা বানাতে ঝামেলাও কারেন্টে তৈরি করতে হয় গ্লুগান দিয়ে সেটার জন্যই আরো বসা হয় না । আমি অনেকদিন হলো কিছু বানাই না । আপনার ডেকোরেশন বেলটা কিন্তু খুবই ভালো হয়েছে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে ।
ঠিক বলেছেন আপু কারেন্ট না থাকলে এই গ্লু গান দিয়ে কোন কাজ করা যায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বাহ আপু আপনি আজকে আপনাদের মাঝে অসাধারণভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে ডেকোরেশন বেল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে যেকোনো পেপার দিয়ে পোস্ট তৈরি করতে হলে সত্যি অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা প্রয়োজন সবগুলো আপনার মধ্যে আছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।
আমার পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করার জন্য।