এসো নিজে করি টিস্যু পেপার রোল দিয়ে একটি কলমদানি তৈরি। (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমরা অনেক সময় টিস্যু পেপারের ব্যবহার করে রোলটিকে ফেলে দেই। আবার অনেক গাড়ি খেলনার বক্স এগুলো আমরা ফেলে দিই। আমি আজকে এইসব পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি সুন্দর কলমদানি বানিয়েছি। যা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আমি নিচে পর্যায়ক্রমিকভাবে কলমদানির প্রতিটি ধাপ দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সকলের আমার আজকের কলমদানি তৈরি ভালো লাগবে। আপনারা বাসায় এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কলমদানি তৈরি করতে পারেন। তাহলে শুরু করি।
প্রস্তুত | প্রণালী |
---|---|
দুইটি টিস্যু পেপার রোল,একটি খেলনার বক্স,আঠা,রঙিন কাগজ, পেন্সিল, কাঁচি |
- প্রথমে খেলনার বক্স থেকে গোল করে কেটে নিয়েছি তারপর গোল কাটা অংশটি রঙিন কাগজের উপর রেখে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছে।
- পেন্সিল দিয়ে আঁকা হলে কাঁচি দিয়ে গোল করে কেটে নিয়েছি।
- তারপর সাইড দিয়ে এভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। গোল কাটা বক্স রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি। তা নিচের ছবিতে দেখানো হলো।
- এখন টিস্যু রোলটিকে আঠা এবং রঙিন কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি।
- এখন রোল দুটিকে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আরেকটি বক্স নিয়ে পেন্সিল দিয়ে এভাবে এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
- কাটা কাগজ দুটিকে রঙিন কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছি।
- লাল একটি কাগজ নিয়ে এভাবে কানের মত কেটে নিয়েছে ।এবং আগে থেকে কেটে রাখা কান দুটোর সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এবং সবশেষে লাগিয়ে রাখা রোল দুটির সাথে কান দুটো লাগিয়ে দিয়েছে। আরেকটি কাগজ নিয়ে দুটি চোখ গোল করে কেটে নিয়েছি।
- এখন লাল আরেকটি কাগজ নিয়ে তার উপরে ছোট্ট একটি গোল বক্স থেকে কেটে নিয়ে এভাবে মুড়িয়ে নাক বানিয়ে নিয়েছি।নাক এবং কালো চোখ দুটিকে আঠা কলমদানির উপরে এভাবে লাগিয়ে দিয়েছি।
- আবার কালো একটি কাগজ নিয়ে এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছে। এবং কলমদানির উপরে এভাবে লাগিয়ে দিয়েছি।
- এভাবেই তৈরি হয়ে গেল আমার কলমদানি । আশা করি আমার কলমদানি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপু আপনার পেপার রোল দিয়ে তৈরি করা কলমদানিটি অনেক সুন্দর লাগছে দেখতে।ধাপগুলো বেশ ভালোভাবে দেখিয়েছেন। এই ধরনের কাজগুলো খুব ধৈর্যের সঙ্গে করতে হয়।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু টিস্যু পেপার দিয়ে অনেক সুন্দর একটা কলমদানি তৈরি করেছেন আপনি। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটা ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এটি একটি খুব শান্ত হ্যান্ডওয়ার্ক বন্ধু.
ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর এবং নিখুঁত একটি কাজ করেছেন আপনি। আপনি অনেক ভাল ভাবে যত্ন নিয়ে কাজটি করেছেন তা কাজের ফলাফল দেখেই বোঝা যাচ্ছে। আপনার কলমদানি টি অনেক সুন্দর হয়েছে। আশা করি সামনের দিনে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দেবেন। মূল্যবান পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার কলমদানি তৈরি এক কথায় অসাধারণ হয়েছে আপু। অনেক সুন্দর এবং করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এই পোস্টগুলো আমাদের জন্য অনেক কার্যকারী কেননা এটি আমাদের হাতের কার্য এবং জ্ঞান অধিকমাত্রায় বিকাশিত এবং প্রকাশিত করে । আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পোস্ট ছিল।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।
আপু, কলম রাখার ঝুড়ি টি খুব সুন্দর হয়েছে। টিস্যু পেপারের রোল দিয়ে আপনি অনেক সুন্দর একটি কলম রাখার ঝুড়ি তৈরি করেছেন। আপনি নিখুঁত এবং দক্ষতার সাথে কলম রাখার ঝুড়ি টি তৈরি করেছেন।এই ঝুড়ি টি তৈরি করতে নিশ্চয়ই আপনার অনেক সময় খরচ হয়েছে। ধন্যবাদ আপু, এত সুন্দর একটি কলম রাখার ঝুড়ি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
টিস্যু পেপারের রোল দিয়ে খুবই সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার দক্ষতার প্রশংসা করতে হবে। আপনাদের শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে।
বাহ!আপনার কলমদানিটি তো দেখতে অনেক সুন্দর লাগছে।অনেক সময় নিয়ে কাজটি করেছেন।আপনার পোস্টগুলো সব সময় অনেক সুন্দর হয়। শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
টিসু পেপার রোল দিয়ে আপনি খুব সুন্দর একটি কলম দানি বানিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপনার উপস্থাপন চমৎকার ছিল শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।