এসো নিজে করি মোম রং দিয়ে একটি জ্বলন্ত মোমবাতির আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



অনেকদিন পর আজকে আবার মোম রং নিয়ে বসেছিলাম। আসলে সময়ের অভাবে একদমই বসা হয় না এগুলো নিয়ে। যখনই সময় পাই তখনই একটু আর্ট করার চেষ্টা করি। যেহেতু অনেকদিন ধরে মোম রং নিয়ে কোন আর্ট করিনি তাই ভাবলাম যে আজকে মোম রং দিয়েই আর্ট করব। কিন্তু সমস্যা হল আমার ছোট ছেলে। ওকে কি করব? ও থাকলে তো আর আর্ট করতে দিবে না। তাই ওকে টিভিতে ইউটিউব চালিয়ে দিয়ে আমি আর্ট করতে বসলাম। কিন্তু এই আর্ট করার মাঝে কমপক্ষে হলেও ১০-১৫ বার আমাকে উঠতে হয়েছে। ইদানিং ইউটিউব দেখেও শান্তি নেই। একটু পর পর অ্যাড শুরু হয়। অ্যাড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আমার ছেলের কান্নাকাটি। আবার ওকে অ্যাড স্কিপ করে দিয়ে আসতে হয়। সেজন্য শেষ ফিনিশিং টি আর ভালোমতো দিতে ধৈর্য হয়নি। আর্ট করতে হয় মনোযোগ দিয়ে, নিরিবিলি পরিবেশে। এতবার উঠলে কি মন থাকে। যাইহোক আজকে আমি অন্ধকারে আগুনসহ একটি মোমবাতি এঁকেছি।আমি যেমন ফিনিশিং চেয়েছিলাম সেরকম ফিনিশিং দিতে পারিনি। তারপরও খুব একটি খারাপ হয়নি আমার মনে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।



Polish_20220701_090313773.jpg

0101010.png

প্রয়োজনীয় উপকরণ:

  • আর্ট পেপার
    • মোম রং
      • মাস্কিং টেপ
      • পেন্সিল
    • রাবার
  • টিস্যু

0101010.png

প্রথমে একটি আর্ট পেপারের চারপাশে মাসকিন টেপ লাগিয়ে নিয়েছি। তারপর একটি আগুন সহ মোমবাতি এঁকেছি।
IMG20220630112415.jpgIMG20220630114107.jpg

0101010.png

এখন হলুদ কালারের রং নিয়ে মোমবাতির নিচে এবং আগুনের চারপাশে রং করেছি। তারপর কমলা কালার নিয়ে তার চারপাশ দিয়ে আবারো রং করেছি।

IMG20220630114411.jpgIMG20220630114602.jpg

0101010.png

এখন আগের রং এর উপর দিয়ে লাল এবং খয়েরি কালারের আবারো রং করেছি।

IMG20220630114828.jpgIMG20220630114929.jpg

0101010.png

এখন একটি টিস্যু নিয়ে রং গুলোকে ভালোমতো ঘষে মিশিয়ে নিয়েছি।

IMG20220630115342.jpg

0101010.png

কালো রং দিয়ে মোম এবং আগুনের চারপাশে ভালোমতো রং করেছি। তারপর টিস্যু দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।

IMG20220630120118.jpgIMG20220630120601.jpg

0101010.png

এখন কালো রং নিয়ে মোমের উপরে একটু রং করেছি এবং টিস্যু দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।

IMG20220630120951.jpgIMG20220630121110.jpg

0101010.png

এখন আগুনের ভিতরে ছোট কালো রং করেছি এবং হাত দিয়ে রং গুলো একটু ছড়িয়ে দিয়েছি। আর মোমের কালো রংটি আরেকটু গাঢ় করে নিয়েছি।

IMG20220630121723.jpgIMG20220630122202.jpg

0101010.png

সব শেষে মাসকিন টেপ উঠিয়ে আমি আমার নামের সাইন করে দিলাম।

IMG20220630122318.jpg

0101010.png

IMG20220630192919.jpg

0101010.png

IMG20220630192952.jpg

এভাবেই আমি আমার আজকের আর্টটি শেষ করলাম। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

0101010.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

মোম রং ব্যবহার করে জ্বলন্ত মোমবাতির খুবই সুন্দর এবং কালারফুল একটি চিত্র প্রস্তুত করেছেন। খুবই ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ আপনাকে ইউনিক একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আর্টটি করার পর আমার কাছেও মনে হয়েছে যে অনেক কালারফুল হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আর্ট করাটা খুবই অসম্ভব হয়ে পড়ে। তবুও তো আপনি কি সুন্দর একটি মোমবাতির আর্ট করেছেন। আর্ট টি সত্যি অনেক নিখুঁত হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে আর এই আর্ট করার পদ্ধতি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছোট বাচ্চাদের নিয়ে আসলেই আর্ট করা যায় না। তারপরও মাঝেমধ্যে অন্য কাজে ব্যস্ত রেখে আর্ট করার চেষ্টা করি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জ্বলন্ত মোমবাতির খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকনটি দেখতে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন, অসাধারণ ছিল।

 2 years ago 

আমার জলন্ত মোমবাতির অংকনটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার জ্বলন্ত মোমবাতির আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মোম রং দিয়ে একটি জ্বলন্ত মোমবাতির আর্ট অসাধারণ হয়েছে। নিখুঁত হাতের কাজ। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য ও।

 2 years ago 

বাস্তব বাস্তব লাগছে আপনার এই আর্টটি। সত্যি বলতে মোম রং ব্যবহার করাতে এটা বেশি জীবন্ত লাগছে। আমার এই টাইপের চিত্রগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার জ্বলন্ত মোমবাতির আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ বেশ ভালো আইডিয়া তো মোমবাতির আর্ট মোম রং দিয়ে করেছেন এবং দেখতে মনে হচ্ছে জ্বলন্ত একটি মোমবাতির ফটো উঠিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আমার মোমবাতি আর্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। এভাবেই সব সময় পাশে থাকবেন আশা করি।

 2 years ago 

আপনার মোমবাতির আর্টটি আসলেই খুব চমৎকার হয়েছিল। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

মোম রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি জ্বলন্ত মোমবাতির চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার মোম রং দিয়ে জ্বলন্ত মোমবাতি আর্টের উপস্থাপনা গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আমার ছেলের তো একই অবস্থা, ইউটিউব দেখতে নিলে এড আসলে কান্নাকাটি, যাই হোক মোমের রং দিয়ে একটি জ্বলন্ত মোমবাতির আর্ট বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

ইউটিউব চালিয়ে দিয়েও শান্তি নেই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74