আমার লেখা গল্প "যমজ বোন"- পর্ব-৪
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম "যমজ বোন" গল্পটির চতুর্থ পর্ব নিয়ে। যারা আমার গল্পটি পড়ে উৎসাহ দিচ্ছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আসলে গল্প লিখতে গেলে উৎসাহ না পেলে লেখার তেমন একটা আগ্রহ থাকে না। যারা আগের পর্বগুলো পড়েছিলেন আজকের পর্বটিও পড়ে মন্তব্য করবেন। আশা করি আজকের পর্বটিও ভালো লাগবে আপনাদের।
যমজ বোন
কিছুদিন পর রিতা সুস্থ হয়ে কলেজে আসে। মিতা খুব ভয়াভয়ে কলেজে পা রাখে। হৃদয় দেখলে তাকে সে কি বলবে ভাবতে ভাবতে হৃদয় তাদের সামনে চলে আসে। মিতার সঙ্গে কথা বলে। মিতা হৃদয়ের সামনে আরো অভিনয় করতে থাকে রিতার মত হওয়ার যাতে হৃদয় কিছুতে বুঝতে না পারে। মিতা হৃদয়কে রিতার সাথে পরিচয় করিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন তাদের একসঙ্গে আড্ডা হতো। রিতার সঙ্গেও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় হৃদয়ের। কিন্তু মিতা হৃদয়কে রিতার সঙ্গে খুব একটা কথা বলতে দেয় না। ভয়ে থাকে যদি হৃদয় বুঝে ফেলে।
একসঙ্গে আড্ডা দিতে , কথা বলতে বলতে একসময় হৃদয় সত্যি বুঝে ফেলে যে সে ভুল করে মিতাকে রিতা মনে করে প্রপোজ করেছে। হৃদয় তখন অস্থির হয়ে যায়। কি করবে বুঝতে পারে না। তার ধারণা কি আসলেই ঠিক সে চিন্তা করতে থাকে।
সে মিতার সঙ্গে আলাদা কথা বলার জন্য মিতাকে ডাকে। মিতা ও তখন বুঝে ফেলে যে হৃদয় সব জেনে ফেলেছে তখন সে হৃদয়কে সবকিছু খুলে বলে। হৃদয় খুবই কষ্ট পায় এবং মিতাকে ভুল বুঝে। মিতা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হৃদয় কিছুতেই বুঝতে চায়না।
মিতা বাসায় গিয়ে হৃদযের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে। কিন্তু হৃদয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনা। মিতা মনে মনে ভাবে হৃদয় হয়তো তার সঙ্গে আর কখনোই কথা বলবে না। এজন্য সে পরদিন থেকে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। নিজের মধ্যে অনুশোচনাবোধ তৈরি হয়। সে কি আসলেই অনেক বড় ভুল করে ফেললো।
হৃদয়ে তার ভুল বুঝতে পেরে রিতার সঙ্গে কথা বলে এবং চেষ্টা করে রিতাকে সবকিছু বলার। কিন্তু সুযোগ হয়ে ওঠেনা। হৃদয় বারবার রিতাকে বলে রিতা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু সব বন্ধু বান্ধব একসঙ্গে থাকার জন্য হৃদয়ের আর বলা হয়ে ওঠে না।
এদিকে রিতা বাসায় এসে মিতাকে বলে হৃদয় তাকে যেন কি বলতে চাইছে। তখন মিতা রিতাকে সব ঘটনা খুলে বলে এবং খুবই অনুতপ্ত হয় যে এমন একটি কাজ করার জন্য। রিতা তাকে বোঝায় সে কোন ভুল করেনি। কারণ রিতা তো হৃদয়কে চিনতোই না। তাকে ভালোবাসা তো দূরের কথা। আর মিতা যেহেতু হৃদয়কে আগে থেকেই পছন্দ করতো তাই হৃদয়ের প্রপোজ করাতে তার রাজি হওয়ায় ভুলের কিছু ছিল না।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে কি হলো জানার জন্য পরবর্তী পর্বের সাথেই থাকবেন। সময় নিয়ে আমার গল্পটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

এই গল্পের প্রতিটি পর্ব পড়ে আমার খুব ভালো লেগেছে। সত্যিটা অবশেষে বের হয়ে আসলো। আসলে সত্যি কথা কখনো চাপা থাকে না। হৃদয়ের ভুল বোঝাটা স্বাভাবিক। কারণ মিতা ধরা পড়ার আগে হৃদয়কে সবকিছু বুঝিয়ে বললে, হয়তোবা হৃদয় ব্যাপারটা বুঝতে পারতো। এখানে সম্পূর্ণ দোষ মিতার। তবে রিতা এইবারও উদারতার পরিচয় দিয়েছে। যদিও রিতার কোনো আগ্রহ নেই হৃদয়ের ব্যাপারে। এখন তো মনে হচ্ছে রিতা হৃদয়কে বুঝিয়ে, হৃদয় এবং মিতাকে এক করে দিবে। পরবর্তী পর্বে সেটা জানতে পারবো আশা করি।
ধন্যবাদ ভাইয়া আমার গল্পটি পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য। এভাবে উৎসাহ দিয়ে সবসময় পাশে থাকবেন আশা করি।