অনেকদিন পর শপিংয়ে যাওয়া এবং বেশ কিছু কেনাকাটা করা।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
হাজবেন্ডের অসুস্থতার কারণে বেশ কিছুদিন হল বাসা থেকে একদমই বের হওয়া হয় না। শপিং করা আমার খুবই পছন্দের। আর বেশ কিছুদিন হল শপিং করা হয় না । আমার আবার কিছুদিন পরপর শপিং এ না গেলে ভালো লাগেনা। কয়েকদিন কেনাকাটা বন্ধ থাকলে মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি কেনা যায় কি? শপিংমলে না গেলেও অনলাইনে কেনাকাটা তো আছেই। প্রায় দিনই বাসায় কোন না কোন পার্সেল আসতে থাকে। কিছুদিন পার্সেল আসা বন্ধ থাকলে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে কি হল তোমার আজকে কোন পার্সেল নেই 🙈🙈।
ছুটির দিন হওয়াতে চলে গেলাম শপিং করতে। যেহেতু আমার বাসার পাশেই যমুনা ফিউচার পার্ক সেজন্য এই শপিংমলে বেশি আসা হয়। কারণ এখানে সবকিছু পাওয়া যায়। বাইরে থেকে আর কিছু কেনার প্রয়োজন পড়ে না। আমার কাছে অবশ্য যমুনা ফিউচার পার্কের থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেশি পছন্দের। কিন্তু এটি বাসা থেকে একটু দূর হওয়ার কারণে ওখানে যাওয়া খুবই কম হয় ।অনেকদিন পর শপিংয়ে যাওয়ায় ঘোরাঘুরি একটু বেশি হয়ে গিয়েছিল। অনেক ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম।
তাহলে আপনাদের সঙ্গে শপিংমল এর কিছু ছবি এবং আমি কি কেনাকাটা করলাম তা শেয়ার করছি।



IMG_20220130_122315.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

এখানে একটি স্যান্টাক্লজ বানানো ছিল। এটি খুব সম্ভবত ক্রিসমাস এর সময় বানিয়েছিলো। আমরা চার তলায় দাঁড়িয়ে দেখছিলাম। এটি প্রায় নিচ থেকে আমাদের চার তলার সমান চলে এসেছে। নিচ থেকে এটি চারতলা পর্যন্ত উঁচু করে বানানো।আর উপর দিয়ে কিছু গিফট বক্স ঝুলানো ছিল। দেখতে খুবই চমৎকার লাগছিলো।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

IMG20220129210759.jpg

images (4).png

IMG20220129191301.jpg

images (4).png

IMG20220129191307.jpg

images (4).png

IMG20220129191937.jpg

images (4).png

IMG20220129194543.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

উপরের দুটি ছবি বাটার শোরুম এর। যমুনা ফিউচার পার্কের বাটার শোরুমটা বিশাল বড়। অবশ্য এই শপিংমলের সবগুলো শোরুমই অনেক বড় বড়। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

IMG20220130095545.jpg
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

বাটা থেকে আমার দুই ছেলের জন্য জুতা, ছোট ছেলের জন্য একটি স্যান্ডেল এবং আমার হাজবেন্ডের জন্য একটি স্যান্ডেল কিনেছি।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

IMG20220129201240.jpg

images (4).png

IMG20220129201307.jpg

images (4).png

IMG20220129201553.jpg

images (4).png

IMG20220130104049.jpg
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

তারপর চলে আসলাম খেলনার দোকানে। নিচের ডিসিসি মার্কেটে। বলেছিলাম আমার নিজের ইনকামের টাকা দিয়ে ওদেরকে কিছু খেলনা কিনে দিব। সব সময় তো ওদের বাবাই ওদেরকে খেলনা কিনে দেয়। তাই ভাবলাম যে আজকে আমি কিছু খেলনা ওদেরকে কিনে দেই। আমার বড় ছেলে তো মার্কেটে যেয়ে ভেবে পাচ্ছিল না যে কি খেলনা কিনবে। সবসময় তার খেলনা আমাকে পছন্দ করে কিনে দিতে হয়। আজকে আমি তাকে বললাম যে আজকে আমি তাকে কোন খেলনা পছন্দ করে দিব না। আমি কিনে দিবো ওকে পছন্দ করে কিনতে হবে। পরে বেশ কিছু দোকান ঘোরাঘুরি করার পর তাঁর এই খেলনাগুলো পছন্দ হয়েছে তার এবং তার ভাইয়ের জন্য। এই খেলনা বাসায় নিয়ে আসার পর আরেক কাহিনী। সেটি অন্য একদিন বলব।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

IMG20220129203051.jpg

images (4).png

IMG20220130103843.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

তারপরে আরেকটি খাবার দোকানে আসলাম। সেখানে এসে আমি বেশ কিছু মসলা, বাদাম এবং আখরোট আর বাচ্চার ডাইপার কিনলাম।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

IMG20220129205456.jpg

images (4).png

IMG20220129210415.jpg

images (4).png

IMG20220130095338.jpg
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

তারপর চলে আসলাম হোম টেক্স এর শোরুমে। যখন এই শোরুমে ঢুকেছিলাম তখন শোরুম বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই তাড়াহুড়ো করে চাদরগুলো কিনে ফেললাম।

IMG20220129211432.jpg

images (4).png

IMG20220129213714.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

সব কেনাকাটা শেষ করে চলে আসলাম ফুডকোর্টে। এখানে এসে চলে আসলাম আমাদের সকলের পছন্দের বিএফসি তে। যমুনা ফিউচার পার্কে যাব আর বিএফসির চিকেন খাবো না তা কি হতে পারে। ঝটপট চিকেন গুলো অর্ডার দিয়েছিলাম, কারণ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তারপর তাড়াহুড়া করে খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার ব্লগটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময় সাবধানে থাকবেন। আর হ্যাঁ আমরা যতক্ষণ মার্কেটে ছিলাম অবশ্যই সবাই মাস্ক পরা অবস্থায় ছিলাম। আপনারা সবাই মাস্ক পরে বাইরে বের হবেন।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

images (4).png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন আপু।খুব ভালো লাগলো দেখে।আপনি শপিংএ গিয়ে অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন।খুব সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কেনাকাটা গুলো খুব সুন্দর ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ভালই লাগলো আপনার এই কেনাকাটার মুহূর্তের ভাগিদার হতে পেরে। তবে এই সময় ঘোরাঘুরির সময় অবশ্য একটু সর্তকতা অবলম্বন করে পড়বেন পরিস্থিতি খুব একটা ভালো না ধন্যবাদ ।

 2 years ago 

জি ভাইয়া সেজন্যেই মাস্ক পরেই ছিলাম পুরোটা সময়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

কেনাকাটা করতে সব সময় ভালই লাগে। কেনাকাটা করতে গেলে সময় যে কোন দিক দিয়ে যায় টেরই পাওয়া যায় না। কেনাকাটা শেষ করে আসার সময় রেস্টুরেন্টে খাওয়ার মজাই আলাদা। আপু অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু কেনাকাটার না করলে যেন আমাদের ভালই লাগেনা। আপনি তো আজকে অনেক কিছু কেনাকাটা করলেন দেখলাম। আর মার্কেট টা অনেক সুন্দর সাজানো-গোছানো ছিল। আপনার ছেলেদের জুতা এবং হাজবেন্টের জুতা গুলা কিন্তু খুবই সুন্দর ছিল। বাদাম, আখরোট যেগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু খুবই পুষ্টিগুণসমৃদ্ধ। আর বিছানার চাদর গুলা অনেক স্মার্টনেস কালার ছিল। সবশেষে খাবার জন্য চিকেন ফ্রাই তো অসাধারণ ছিল। সব মিলিয়ে অনেক জমকালো একটা মার্কেট করলেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু অনেক কিছু কেনাকাটা করার জন্য বেশ সময় লেগেছিল। এজন্য ভালোমতো খাবার টা খেতে পারিনি। কারণ মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
সর্বশেষে চিকেন ফ্রাইটি দেখে আমার মুখে জল চলে এসেছে। আপনার ছবিগুলো দেখেই মনে হচ্ছে শপিংমলে খুব ঘোরাঘুরি করেছেন এবং কেনাকাটা করেছেন।
 2 years ago 

আসলে বি এফ সি এর চিকেন এর মত অন্য কোন চিকেনের এত মজা হয় না। এজন্যই আমি বি এফ সির চিকেন পেলে অন্য কিছু আর খাইনা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সব মেয়েরাই শপিং করতে বেশী পছন্দ করে। আপনি যমুনা ফিউচার পার্কে শপিং করতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। প্রথমেই সান্তাক্রুজ এবং ক্রিসমাস ট্রি দেখেছেন;এরপর কেনাকাটা শেষে খাওয়া-দাওয়া সব মিলে সময় গুলো খুব সুন্দর ভাবে কেটেছে আপনার। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কথাটা ঠিক না ভাইয়া। শুধু মেয়েদের না ছেলেদেরও শপিং অনেক পছন্দের। আমার হাজবেন্ডও খুব পছন্দ করে শপিং করতে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আসলে সময়টা অনেক ভালো কেটেছিলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42