(এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে পেন্সিল বক্স তৈরি।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি সুন্দর কিউট ডাই নিয়ে। আজকে কাগজ দিয়ে একটি পেন্সিল বক্স তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। এই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর পেছনে আমার দুটি কারণ রয়েছে। একটি হলো পোস্ট করার জন্য আর দ্বিতীয়টি হল আমার ছেলেকে দেওয়ার জন্য। সে এগুলো পেলে খুবই খুশি হয় এবং বেশ কিছুদিন এই কাগজের জিনিস দিয়ে খেলা করে। আজকের পেন্সিল বক্স পেয়ে খুবই খুশি হয়েছিল। সে তাড়াতাড়ি তার কলম পেন্সিল এর মধ্যে রেখে দিয়েছে। যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করি। কিভাবে আমি পেন্সিল বক্স তৈরি করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
- রঙিন কাগজ
- কলম
- কাঁচি
- আঠা
প্রথমে একটি চার কোনা কাগজ নিয়েছি।। তারপর কোনাকুনি করে কাগজটাকে ভাঁজ করে দিয়েছি। এখন সম্পূর্ণ ভাঁজ খুলে দুই কোনা থেকে আবার অল্প করে এভাবে ভাঁজ করে দিয়েছি।
তারপর আবার আরও দুই কোনা ভাঁজ করে দিয়েছি।
এখন দুইপাশের সাইড থেকে অল্প করে ভাঁজ করে দিয়েছি।
এখন আবারও দুই সাইড থেকে আরো একবার ভাঁজ করে দিয়েছি।
তারপর মাথার দুই সাইড থেকে আবারও চিকন করে দুটি ভাঁজ করে দিয়েছি।
এখন সম্পুর্ন ভাঁজ খুলে কাগজটিকে এভাবে বক্স এর মত বানিয়ে নিয়েছি। এই বক্স বানানো ছবির মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমি দেখাতে পারলাম না।
এখন আগের কাগজটি থেকে হাফ সেন্টিমিটার বড় একটি চারকোনা কাগজ নিয়েছি। তারপর আগের মতোই আরেকটি বক্স তৈরি করে নিয়েছি।
এখন ছোট একটি চারকোনা কাগজ নিয়েছি।
কাঁচি দিয়ে চার কোনা কাগজটিকে এভাবে কেটে নিয়েছি।
এখন দুই কোনা এভাবে ভাজ করে দিয়েছি। তারপর নিচের সাইড থেকে এভাবে কোনা করে কেটে নিয়েছি।
চিকন করে একটি কাগজ গোল করে মুড়িয়ে বো টির উপরে বসিয়ে দিয়েছি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
- কলম
- কাঁচি
- আঠা
- কাঁচি
তারপর আবার আরও দুই কোনা ভাঁজ করে দিয়েছি।
এখন দুইপাশের সাইড থেকে অল্প করে ভাঁজ করে দিয়েছি।
এখন আবারও দুই সাইড থেকে আরো একবার ভাঁজ করে দিয়েছি।
তারপর মাথার দুই সাইড থেকে আবারও চিকন করে দুটি ভাঁজ করে দিয়েছি।
এখন সম্পুর্ন ভাঁজ খুলে কাগজটিকে এভাবে বক্স এর মত বানিয়ে নিয়েছি। এই বক্স বানানো ছবির মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমি দেখাতে পারলাম না।
এখন আগের কাগজটি থেকে হাফ সেন্টিমিটার বড় একটি চারকোনা কাগজ নিয়েছি। তারপর আগের মতোই আরেকটি বক্স তৈরি করে নিয়েছি।
এখন ছোট একটি চারকোনা কাগজ নিয়েছি।
কাঁচি দিয়ে চার কোনা কাগজটিকে এভাবে কেটে নিয়েছি।
এখন দুই কোনা এভাবে ভাজ করে দিয়েছি। তারপর নিচের সাইড থেকে এভাবে কোনা করে কেটে নিয়েছি।
চিকন করে একটি কাগজ গোল করে মুড়িয়ে বো টির উপরে বসিয়ে দিয়েছি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
এখন আবারও দুই সাইড থেকে আরো একবার ভাঁজ করে দিয়েছি।
তারপর মাথার দুই সাইড থেকে আবারও চিকন করে দুটি ভাঁজ করে দিয়েছি।
এখন সম্পুর্ন ভাঁজ খুলে কাগজটিকে এভাবে বক্স এর মত বানিয়ে নিয়েছি। এই বক্স বানানো ছবির মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমি দেখাতে পারলাম না।
এখন আগের কাগজটি থেকে হাফ সেন্টিমিটার বড় একটি চারকোনা কাগজ নিয়েছি। তারপর আগের মতোই আরেকটি বক্স তৈরি করে নিয়েছি।
এখন ছোট একটি চারকোনা কাগজ নিয়েছি।
কাঁচি দিয়ে চার কোনা কাগজটিকে এভাবে কেটে নিয়েছি।
এখন দুই কোনা এভাবে ভাজ করে দিয়েছি। তারপর নিচের সাইড থেকে এভাবে কোনা করে কেটে নিয়েছি।
চিকন করে একটি কাগজ গোল করে মুড়িয়ে বো টির উপরে বসিয়ে দিয়েছি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
এখন সম্পুর্ন ভাঁজ খুলে কাগজটিকে এভাবে বক্স এর মত বানিয়ে নিয়েছি। এই বক্স বানানো ছবির মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমি দেখাতে পারলাম না।
এখন আগের কাগজটি থেকে হাফ সেন্টিমিটার বড় একটি চারকোনা কাগজ নিয়েছি। তারপর আগের মতোই আরেকটি বক্স তৈরি করে নিয়েছি।
এখন ছোট একটি চারকোনা কাগজ নিয়েছি।
কাঁচি দিয়ে চার কোনা কাগজটিকে এভাবে কেটে নিয়েছি।
এখন দুই কোনা এভাবে ভাজ করে দিয়েছি। তারপর নিচের সাইড থেকে এভাবে কোনা করে কেটে নিয়েছি।
চিকন করে একটি কাগজ গোল করে মুড়িয়ে বো টির উপরে বসিয়ে দিয়েছি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
এখন ছোট একটি চারকোনা কাগজ নিয়েছি।
কাঁচি দিয়ে চার কোনা কাগজটিকে এভাবে কেটে নিয়েছি।
এখন দুই কোনা এভাবে ভাজ করে দিয়েছি। তারপর নিচের সাইড থেকে এভাবে কোনা করে কেটে নিয়েছি।
চিকন করে একটি কাগজ গোল করে মুড়িয়ে বো টির উপরে বসিয়ে দিয়েছি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
এখন দুই কোনা এভাবে ভাজ করে দিয়েছি। তারপর নিচের সাইড থেকে এভাবে কোনা করে কেটে নিয়েছি।
চিকন করে একটি কাগজ গোল করে মুড়িয়ে বো টির উপরে বসিয়ে দিয়েছি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
তারপর বোটিকে আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হলো গেল আমার রঙিন কাগজ দিয়ে বক্স। আশা করি আমার বক্সটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography @tania
Phone oppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
ধন্যবাদ
@tania
Photography | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর হবে পেন্সিল বক্স তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে পেন্সিল বক্স তৈরি করা রেইড আইডিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি পেন্সিল বক্স তৈরি করেছেন। আপনার পেন্সিল বক্স দেখে খুব ভালো লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে পেন্সিল বক্স তৈরি পদ্ধতি তুলে ধরেছেন। এত সুন্দর একটি পেন্সিল বক্স তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ রঙিন পেপার দিয়ে সুন্দর একটি পেন্সিল বক্স প্রস্তুত করেছেন তো আইডিয়াটা কিন্তু দারুণ ছিল আপু ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা পেন্সিল বক্স তৈরি করেছেন। পেন্সিল বক্স এর কালার টা আমার কাছে বেশ দারুন লেগেছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমার পেন্সিল বক্স আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ ব্যবহার করে পেন্সিল বক্স টি অসাধারণ হয়েছে আপু। পেন্সিল বক্সের দেখতে খুবই কিউট লাগছে বিশেষ করে উপরে ইমোজি একে দেয়ার কারনে আরো বেশী ভালো লাগছে পেন্সিল বক্স দেখতে। আপনার উপস্থাপনা বেশ দারুন ছিল, সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি তো বেশ চালাক। ছেলেকেউ খুশি করলেন আবার পোষ্টের কাজটিও হয়ে গেল। তবে যে উদ্দেশ্যেই করেন না কেন আপনার পেপার ক্রাফট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেক যত্ন নিয়ে প্রত্যেকটা জিনিস বানান আপনি। প্রতিটা জিনিস যেমন নিখুঁত তেমনি ঝকঝকে। শুভকামনা রইল
আমার পেপার ক্রাফটগুলো আপনি দেখেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে কাগজের তৈরি জিনিস গুলো বানালে আমার ছেলে খুবই খুশি হয়। সেজন্যই আরও বেশী করে বানানো হয় কাগজের জিনিস গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপু,ভীষণ রকম সুন্দর একটি পেনসিল বক্স তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। আপু,ঠিক কথাই বলেছেন আপনি, এরকম কাগজের তৈরি জিনিস গুলো ছোট ছেলেমেয়েদের দিলে খুবই আনন্দ পেয়ে থাকে। আর তাই আপনার ছেলেও এই পেন্সিল বক্স পেয়ে ভীষণ খুশি হয়েছে। এত সুন্দর একটি পেন্সিল বক্স তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
বেশিভাগ কাগজের তৈরি জিনিস গুলো দিয়ে আমার ছেলে খেলা করে। সে খুবই খুশি হয় এগুলো পেলে। এজন্যই আরো বেশি বেশি করে বানানো হয় এই জিনিসগুলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে পেন্সিল বক্স তৈরি করেছেন আপু। আপনার উপস্থাপনা অনেক ভাল লেগেছে আমার কাছে। আসলেই অনেক সুন্দর একটা কলমের বক্স তৈরি করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞
আপনার ভালো লেগেছে আমার বক্সটি শুনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু চমৎকার একটি পেন্সিল বক্স তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে পেন্সিল বক্স তৈরি করা যেতে পারে সেটা কখনও কল্পনাও করিনি। আর আপনার উপস্থাপনা ও খুবই চমৎকার লেগেছে।
ধন্যবাদ আপনাকে আপনার নতুন একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।