আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকের আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। আজকের থ্রিডি আর্টটির কি নাম দিবো বুঝতে পারছিলাম না। কিছু কিছু থ্রিডি আর্ট আছে এগুলোর নাম দেওয়া খুব মুশকিল। আজকের আর্টটি সেরকমই আর্ট। আজকের আর্টটি অনেকটা দাঁড়িপাল্লার পাথরগুলোর মত। দাঁড়িপাল্লার পাথর একটার উপর আরেকটা ছোট থেকে বড় সাজিয়ে রাখলে যেমন লাগে আজকে থ্রিডি আর্টটি তেমনই লাগছে।থ্রিডি আর্টগুলো খুব ভালো লাগে দেখতে। তাছাড়া পেন্সিলের ছোট ছোট কাজগুলোর জন্য আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠে। আজকের থ্রিডি আর্ট সম্পূর্ণ করার পর ছবি তুলতে গিয়ে মনে হল যে শ্যাডোটা ঠিকমতো আঁকা হয়নি। তারপর মুছে আবারো শ্যাডো ঠিক করার পর ছবিটি পারফেক্ট এসেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
প্রথমে বাম সাইডে তিনটি বক্স এর মত এঁকেছি। তারপর ডান সাইডে আরো তিনটি বক্স এঁকেছি ।
এখন বক্সগুলোর উপরে কিছু দাগ দিয়ে একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দিয়েছি। তারপর কলম দিয়ে সম্পূর্ণ আর্টটি গাঢ় করে নিয়েছি ।
এখন বক্সের ডান সাইডের অংশগুলো কালো রং করে দিয়েছি। তারপর বাম সাইডের অংশগুলো পেন্সিল দিয়ে হালকা রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছে।
এখন নিচে শ্যাডো আঁকার জন্য প্রথমে দাগ দিয়ে নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে ভিতরে হালকা রং করে ঘষে মিশিয়ে দিয়েছি।
এখন সাইনপেন দিয়ে নিচে কিছু লম্বা লম্বা দাগ দিয়েছি। তারপর আমার নামের সাইন করে দিয়েছি।
এখন কাঁচি দিয়ে দাগের উপরের অংশ কেটে ফেলেছি।
এ পর্যায়ে ছবি তুলতে গিয়ে আমি শ্যাডোটা একটু মুছে ঠিক করে নিয়েছি।
এভাবে আমার আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
Photographer | @tania |
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বাহ! দারুন একটি থ্রিডি আর্ট করেছেন আপু ।আপনার থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের থ্রিডি আর্টও খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
থ্রিডি আর্টের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু আপনার থ্রিডি আর্ট সবসময়ই অনেক ভালো লাগে। আজকে আপনি একটু অন্যরকম থ্রিডি আর্ট করেছেন। এই আর্ট করতে একটু সময় লাগে তবে ফটোগ্রাফি করতে আরও বেশি সময় লাগে। ঠিক মতো ফটোগ্রাফি করতে না পারলে অনেক সময় থ্রিডি আর্ট বোঝা যায় না। ঠিক বলেছেন আপু আপনার এই আর্ট দেখতে অনেকটা দাঁড়িপাল্লার পাথরের মতোই লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার থ্রিডি আর্টগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। মাঝে মাঝে একটু অন্যরকম করার চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
থ্রিডি আর্ট এর ছবি তুলতে গিয়ে আবার ও ঠিক করে ছবি তুলেছেন যেনে ভালো লাগলো। আসলে সব সময়ই এভাবে চিন্তা করতে হয়। নিজের কাছে ভালো লাগলে সবার কাছেই সেটা ভালো লাগে। কি বলবো আপু আপনার থ্রিডি আর্ট গুলো দেখলে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধৈর্য্য সহকারে সব সময়ই আর্ট করার চেষ্টা করেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
জি ভাইয়া ছবি তুলতে গিয়ে দেখি যে ভালোমতো ছবি আসছে না। পরে একটু মুছে ঠিক করার পর পারফেক্ট ছবি এসেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ওয়াও দারুন একটি থ্রিডি আর্ট করে দেখিয়েছেন। সত্যি আপনার থ্রিডি আর্টটি আমার কাছে দেখতে দারুণ লেগেছে। আপনি থ্রিডি আর্টটি কাগজের মধ্যে এমনভাবে তুলে ধরেছেন দেখে মনে হচ্ছে একদম বাস্তব। ধন্যবাদ আপনাকে এই সুন্দর থ্রিডি আর্ট করার প্রক্রিয়াগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য
থ্রিডি আর্টের সৌন্দর্যই তো এটি যে কাগজের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
মনে হচ্ছে একটার উপর আরকটা পাথর খন্ড দাড়িঁয়ে আছে! এটাই হচ্ছে থ্রিডি আর্টের পাওয়ার! খুবই সুন্দর হয়েছে আপু! আপনার থ্রিডি আর্টগুলো অনেক সুন্দর হয় 🌼🦋
একটার উপরে আরেকটি পাথরখণ্ড রাখার আর্টটিই করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর আপনার থ্রিডি চিত্র অংকন দেখতে পেলাম খুবই সুন্দর হয়েছে। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় দাড়িপাল্লার ব্যবহার একদম নেই বললেই চলে। দাড়ি পাল্লায় ব্যবহৃত পাথর বা লোহার ওজন নির্ণায়ক উপাত্ত এটি প্রকাশ করে অনেক চিন্তাশীল চিত্র অঙ্কন করে থাকেন।
অনেকদিন পরে থ্রিডি আর্ট করেছি ভাইয়া। সময় পায়না আর্ট করার। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু এটাও এক ধরনের পিরামিড।মায়ান সভ্যতার লোকজন এমন ভাবে পিরামিড বানাতো। আপনার থ্রিডি আর্ট গুলো বরাবরই সুন্দর হয়।এটাও তার ব্যতিক্রম হয়নি৷ আপনার পরিশ্রম সার্থক। ধন্যবাদ আপু সুন্দর থ্রিডি আর্ট টি শেয়ার করার জন্য।
পিরামিড কিনা জানিনা ভাইয়া। আমি আঁকার কথা এঁকেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
থ্রিডি চিত্র প্রস্তুত করতে অনেক বুদ্ধি এবং কৌশল অবলম্বন করতে হয়।। আপনি অনেক সুন্দর ভাবে চিত্রটি প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।। ঠিকই বলেছেন দেখতে একদম দাঁড়িপাল্লার সাজানো পাথর গুলোর মত মনে হচ্ছে।
থ্রিডি আর্টগুলো তো বুদ্ধি আর কৌশলেরই খেলা। যে যত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে তার আর্ট তত বেশি সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনার থ্রিডি আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।
আর্ট এর ধাপগুলো এমন ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে যে কেউ এটি খুব সহজে আর্ট করতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।