(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে ট্রাক তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

কাগজের তৈরি অরিগামি দেখতে খুব চমৎকার লাগে। রঙিন কাগজ দিয়ে যাই বানানো হোক না কেন যদি ঠিকমতো বানানো যায় সেটা দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে একটি ট্রাক তৈরি শেয়ার করব। তৈরি করার পর এটি দেখতে আমার কাছে এত সুন্দর লেগেছে যে কি আর বলবো। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে আমি ট্রাকটি কিভাবে বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি।


IMG_20220128_105017.jpg

images (4).png

প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ

আঠা

কাঁচি

একটি কাঠি

images (4).png


IMG_20220123_104209.jpg

images (4).png

IMG_20220123_103917.jpgIMG_20220123_103923.jpgIMG_20220123_103930.jpg
প্রথমে একটি নীল কালারের রঙিন কাগজ নিয়ে কোনাকুনি ভাজ করেছি। তারপর ভাঁজ খুলে দুই সাইড থেকে এরকম করে ভাঁজ করে দিয়েছি। এরপর আবারও ভাঁজ খুলে মাথার দিকে একটু ভাজ করে নিয়েছি।

images (4).png

IMG_20220123_103936.jpgIMG_20220123_103942.jpgIMG_20220123_103948.jpg
এখন কাগজটিকে আবার দুই সাইডে ভাঁজ করে নিয়েছি। তারপর দুই মাথার সাইডে ভাজ করে দিয়েছি। তারপর মাথার দু সাইড এর ভাঁজ খুলে আবার ছোট করে একটু ভাঁজ করে নিয়েছি।

images (4).png

IMG_20220123_103954.jpgIMG_20220123_104005.jpgIMG_20220123_104012.jpg
তারপর মাথার সাইডে এভাবে দুইবার ভাঁজ করে নিয়েছি। এরকম বেগুনি কালারের আরো একটি কাগজ কে একই ভাবে বানিয়ে নিয়েছি।

images (4).png

IMG_20220123_104022.jpg

বেগুনি কাগজটিকে মাথার দুই দিক দিয়ে আর একবার ভাজ করে নিয়েছি ।

images (4).png

IMG_20220123_104030.jpgIMG_20220123_104042.jpgIMG_20220123_104048.jpg

images (4).png

IMG_20220123_104059.jpgIMG_20220123_104105.jpg
এখন নীল কাগজটিকে উপরের ছবির মত পর্যায়ক্রমিকভাবে ভাঁজ করে একটি বক্সের মত বানিয়ে নিয়েছি ।

images (4).png

IMG_20220123_104113.jpgIMG_20220123_104119.jpgIMG_20220123_104126.jpg
এখন বেগুনি কাগজটিকে আরেকটি বক্সের মত বানিয়ে নিয়েছি ।

images (4).png

IMG_20220123_104132.jpgIMG_20220123_104138.jpgIMG_20220123_104146.jpg
এখন নীল আরেকটির কাগজ নিয়েছি আগের নীল কাগজ থেকে ছোট।তারপরে একই ভাবে ভাঁজ করে পর্যায়ক্রমিকভাবে আগের বক্সের মতো করে বানিয়ে নিয়েছি ।

images (4).png

IMG_20220123_104154.jpgIMG_20220123_104201.jpg
তারপর বক্সটির মাথার সাইডে একটু বাড়তি রেখে এভাবে ভাজ করে দিয়েছি ।

images (4).png

IMG_20220123_104215.jpgIMG_20220123_104222.jpg
সাদা একটি কাগজ নিয়ে এভাবে কেটে নিয়েছি। তারপর ছোট বক্সের সাইডে লাগিয়ে দিয়েছি ।

images (4).png

IMG_20220123_104228.jpgIMG_20220123_104235.jpg
তারপর আঠা দিয়ে বড় বক্সের উপরে ছোট বক্সটি লাগিয়ে দিয়েছি ।

images (4).png

IMG_20220123_104241.jpgIMG_20220123_104247.jpgIMG_20220123_104255.jpg
এখন কালো এবং অ্যাশ কালারের দুটি কাগজ নিয়ে এভাবে গোল করে কেটে নিয়েছি চাকা বানানোর জন্য । তারপর চাকাগুলো গাড়ির সঙ্গে লাগিয়ে দিয়েছি ।

images (4).png

IMG_20220123_104302.jpgIMG_20220123_104308.jpgIMG_20220123_104314.jpg
এখন আরো একটি নীল কাগজ নিয়ে এভাবে গোল করে মুড়িয়ে নিয়েছি। তারপর ছোট ছোট তিন টুকরো করে কেটে নিয়েছি। তারপর দুটি টুকরো বেগুনি বক্স এর পিছনে লাগিয়ে দিয়েছি।

images (4).png

IMG_20220123_104322.jpgIMG_20220123_104328.jpgIMG_20220123_104335.jpg
তারপর বেগুনি কালারের বক্সটির সঙ্গে তিন নম্বর টুকরোটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং ভিতরে একটি কাঠি ঢুকিয়ে দিয়েছি। তারপর বেগুনি কালারের বক্সটি নীল কালারের গাড়ির সঙ্গে লাগিয়ে দিয়েছি। এভাবে লাগানোর কারণে পিছনের দিকটা উপর-নিচ করা যাবে।

images (4).png

IMG_20220123_104401.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার কাগজের তৈরি ট্রাক। আশাকরি আমার আজকের ট্রাকটি আপনাদের সকলের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

images (4).png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ট্রাক তৈরি করেছেন আপু। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ট্রাকটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ট্রাক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ট্রাক তৈরি করেছেন আপু। আমি তো এগুলো দেখেই ভয় পেয়ে যাই। কারণ এরকম গাড়িগুলো তৈরি করতে ভীষণ কষ্টকর। অনেক মনোযোগ সহকারে এবং অনেক সময় নিয়ে এগুলো তৈরি করতে হয়। আমার মনে হয় আপনিও অনেক সময় এবং পরিশ্রম সবকিছু দিয়ে এই ট্রাকটি তৈরি করেছেন। আমাদের মাঝে এত অসাধারন একটি রঙিন কাগজের ট্রাক তৈরি করে দেখানোর জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু এরকম ট্রাকগুলো অনেক সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়। এই ট্রাকটি বানাতে অনেক সময় লেগেছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে সুন্দর একটি ট্রাক তৈরি করেছেন আপু। আপনার ট্রাক তৈরীর পদ্ধতি খুবই সুন্দর ছিল। ছোট বাচ্চাদের খেলনা হিসেবে এটি অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনার ছোট বাচ্চারা এই খেলাটি খুব পছন্দ করেছে। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু আমার বড় ছেলে এই ট্রাকটি পেয়ে খুবই খুশি হয়েছিলো এবং এটি নিয়ে অনেকদিন খেলাও করেছিলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ট্রাক তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago (edited)

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ট্রাক বানিয়েছেন আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনাও ছিল দারুন। সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।

 3 years ago 

কাগজ দিয়ে এতো সুন্দর গাড়ি তৈরি করা যায় সেটা আগে জানতাম না। আসলেই আপনার ট্যালেন্ট এর দাম দিতে হবে। পর্যায়ক্রমে ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 
  • ওয়াও রঙিন কাগজে খুবই সুন্দর ট্রাক তৈরি করলেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার সুন্দরভাবে উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

আমার উপস্থাপনা দেখে আপনি শিখতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপু আপনি অবিশ্বাস্য একটি জিনিস তৈরি করেছেন । রঙিন পেপার দিয়ে ছোট্ট একটি ট্রাক তৈরি করেছেন । যেটা দেখতে একেবারেই আসল মনে হইতেছে । এছাড়া ধাপগুলো এমনভাবে উপস্থাপন করেছেন যে সেগুলো দেখে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারব । আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে এতো এতো সুন্দর করে ট্রাক তৈরি করেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু মনি।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমার ছোট ভাই ঈশান তো গাড়ি পাগল পুরো, এই ট্রাক টা দেখে খুশিতে লাফাচ্ছে একদম। বলছে কি বুদ্ধি দিদির 😂। আসলেই দিদি খুব সুন্দর হয়েছে। ছোট বাবুদের পছন্দের জিনিস একদম।

 3 years ago 

আপু আপনার ভাইয়াকে একটি বানিয়ে দিবেন। খুবই খুশি হবে। আমার ছেলেও খুবই খুশি হয়েছিলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58986.04
ETH 2580.24
USDT 1.00
SBD 2.53