বিকালে ঘুরতে গিয়ে কিছু ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার শ্বশুর বাড়িতে গেলে এই এক সুবিধা চারপাশের এত সুন্দর সুন্দর প্রকৃতি তার মাঝে সময় কাটাতে খুব ভালো লাগে। বিশেষ করে পরিবেশটা যদি একটু ঠান্ডা থাকে। গতবার গিয়ে প্রথম কয়েকদিন তো প্রচন্ড রকম গরম পেয়েছিলাম। শেষে অবশ্য গরম কিছুটা কমেছিল। তখন ঘুরে অনেক মজা লেগেছিল। তাছাড়া ওই সময়টায় ধান পেকেছিলো।ধান কাটার আগ মুহূর্ত। বেশ কয়েক জায়গায় ধান কাটা হচ্ছে। এই অবস্থায় এরকম রাস্তার পাশে বসে থাকতে অসম্ভব ভালো লাগে। প্রতিবার যখন শ্বশুরবাড়িতে যাই তখন বিকেলবেলায় গিয়ে এই রাস্তার সাইডে বসে থাকি। সামনে যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আমরা যখন রাস্তায় গিয়েছিলাম তখন সূর্য লাল হয়ে ডুবতে বসেছে। চারপাশে ধান ক্ষেতের উপরে সূর্যের লাল আভা পরায় আরো বেশি চমৎকার লাগছিল দেখতে। সবাই মিলে বেশ মজা করেছিলাম। ওই রাস্তার সাইডে অনেকক্ষণ বসে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। সাথে কিছু ফটোগ্রাফিও করেছি। এত সুন্দর চমৎকার প্রকৃতি দেখে ফটোগ্রাফি না করে থাকা যায়। আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে চিকন রাস্তা। এই রাস্তাটি আমার কাছে খুব ভালো লাগে। অবশ্য আমি কখনো এই রাস্তা দিয়ে যায়নি। এর আগেও এই রাস্তার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন অবশ্য কাঁচা ধান ছিল, এবার পাকা ধান।
এই সেই রাস্তা যেখানে বসে আমরা আড্ডা দেই । গ্রামের পাকা রাস্তা কিন্তু কেমন যানবাহন নেই। এজন্য এখানে বসে থাকতে অনেক ভালো লাগে। তাছাড়া দেখতেই পারছেন যে দুই পাশে শুধু ধান ক্ষেত। দূরে দেখা যাচ্ছে সূর্য ডুবে গিয়েছে প্রায়। লাল আলো দেখা যাচ্ছে শুধু।
পাশে একটি কলাবাগান। কলা গাছে মাত্র ছোট ছোট কলা ধরেছে। যখন সব গাছে একসঙ্গে কলা ধরে তখন দেখতে খুবই ভালো লাগে।
এই পুকুরটি আমাদের বাড়ির পাশেই। বাড়িতে ফেরার সময় দেখলাম যে পুকুরপাড়ের ফাঁক দিয়ে খুব চমৎকার লাগছে সূর্যটি। তাই একটি ছবি তুললাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপনার মত আমার কাছেও শ্বশুরবাড়িতে কিংবা মায়ের কাছে গেলে অনেক ভালো লাগে গ্রামের দৃশ্যে দেখতে। শহরে থাকতে থাকতে একঘেয়েমি হয় যদি গ্রামে যায় খোলামেলা পরিবেশে অনেক সুন্দর সময় কাটানো সম্ভব হয়। আপনি শ্বশুর বাড়িতে গিয়ে বেশ ঘোরাফেরা করেছেন এবং সুন্দর সুন্দর ধানের এবং প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে।
বাবার বাড়িতে গেলে তো আর গ্রাম দেখা হয় না। এজন্য শ্বশুরবাড়িতে গেলেই গ্রামের আনন্দ পাওয়া যায়। খুব একটা যাওয়া হয় না ঈদ ছাড়া অনেক দূর জন্য। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । আসলে গ্রামে গেলে এই এক সুবিধা সুন্দর প্রকৃতি দেখতে পাওয়া যায় । আর প্রথম ফটোগ্রাফি তিনটি দারুন হয়েছে । এ ধরনের জায়গায় বসে থাকতে সত্যিই চমৎকার লাগে ।আর ক্ষেতের মাঝখান দিয়ে চিকন রাস্তা গুলো দেখতে যেমন চমৎকার ওখান থেকে হেঁটে বেড়াতেও বেশ ভালো লাগে । সবকিছু মিলিয়ে পরিবেশটি দারুন ছিল । ধন্যবাদ ।
ক্ষেতের মাঝখান দিয়ে চিকন রাস্তাটি আসলেই বেশ চমৎকার। প্রতিবার এই রাস্তার সামনে বসে থাকি আর রাস্তাটা দেখি তাকিয়ে তাকিয়ে। এত ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
আপু কোথাও বেড়াতে গিয়ে প্রচন্ড গরম লাগলে বেড়ানোটাই মুশকিল হয়ে পড়ে। তবে কিছুটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরে বেড়াতে বেশ মজাই লাগে। আপু আপনি বিকেলে ঘুরতে গিয়ে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আর এই ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে অবারিত সবুজের ধান ক্ষেত আর ওপরে আকাশে সূর্যের লাল আভা। এযে কি মনোরম ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তা বলে বোঝাবার ভাষা নেই। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া কোথাও বেড়াতে গেলে গরম পড়লে বেড়ানো টাই নষ্ট হয়ে যায়। যদিও শেষের দিকে একটু ঠান্ডা পড়েছিল জন্য এরকম ঘুরতে পেরেছি। ধন্যবাদ আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
বিকেল বেলায় গ্রামে ঘোরাঘুরি করার মুহূর্তটা একেবারেই অন্যরকম হয়ে থাকে। বিকেল বেলায় এভাবে ঘোরাঘুরি করতে সবার কাছেই ভালো লাগে গ্রামের দিকে। আপনি বিকেল বেলায় খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন ঘোরাঘুরি করতে গিয়ে। ঘোরাঘুরি করার সেই মুহূর্তটা খুবই সুন্দরভাবে আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন দেখি ভীষণ ভালো লাগলো। ঘোরাঘুরি করার মুহূর্তের পোস্টটিতে পড়ে ভীষণ ভালো লেগেছে।
বিকাল বেলায় এরকম ঘুরতে খুব ভালো লাগে, বিশেষ করে ধান ক্ষেতের পাশে। ঠান্ডা একটা বাতাস এসে গায়ে লাগে খুব ভালো লাগে সেই মুহূর্তটা। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলেই বিকেল বেলায় এভাবে এরকম ঠান্ডা পরিবেশে ঘোরাঘুরি করার মুহূর্তটা একেবারেই ভিন্ন রকমের হয়ে থাকে। আপনারা সবাই মিলে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছিলেন দেখেই বুঝতে পারছি ফটোগ্রাফি গুলো। আপনাদের কাটানো এত সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে লিখিতভাবে এবং ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছিলেন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে।
জি ভাইয়া বিকালে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। বিশেষ করে সূর্য ডোবা দেখতে খুব ভালো লাগছিল ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলেই আপু গ্রামে গিয়ে রাস্তার পাশে বিকেল বেলা বসার মজাই আলাদা আর প্রকৃতি যদি ঠান্ডা থাকে তাহলে তো কোন কথাই নেই। দুই ধানক্ষেতের ভিতর দিয়ে চিকন রাস্তাটা কিন্তু অসম্ভব ভালো লাগছে। এ ধরনের চিকন রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। দুই গাছের ফাঁকা দিয়ে এরকম লাল সূর্য উঁকি দিলে দেখতে খুব ভালো লাগে। ছবিটি কিন্তু আপনি ভালই তুলেছেন।
আমার শ্বশুর বাড়ির এই রাস্তাটা খুবই সুন্দর। প্রতিবার গেলে বিকাল বেলা হলে এখানে বসে থাকি। খুব ভালো লাগে সূর্য ডুবা দেখতে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
গ্রামের সবুজ প্রকৃতি সত্যিই খুব ভালো লাগে।আপু আপনি আপনার শ্বশুরবাড়িতে গেলে এমন সুন্দর পরিবেশে বসে চারিপাশ দেখেন।যা সত্যিই মনোমুগ্ধকর।আপনার সবগুলো ফটোগ্রাফি ই আমার খুব ভালো লেগেছে।আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপনি তো খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। শ্বশুরবাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। ঠিক বলেছেন কিছুদিন আগে খুব গরম পড়লো এখন একটু গরম কমতেছে। বিকেল বেলা রাস্তার পাশে ধান কাটা বা প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক ভালই লাগে আপনার । যারা মূলত শহরে থাকে তারা গ্রামে আসলে পরিবেশ তাদের কাছে অনেক ভালো লাগে। তবে সবচেয়ে বড় কথা আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।
এখন গরম কম কোথায় ভাইয়া এখন তো প্রচন্ড রকম গরম । জানিনা কবে এই গরম কমবে। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বিকেলবেলা ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। ঠিক বলেছেন বিকেলবেলা রাস্তার পাশে এভাবে বসে পাকা ধান ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। আর যারা বিশেষ করে শহরে থাকে তাদের কাছে গ্রামের পরিবেশ বেশি ভালো লাগে। তবে আপনি ঘুরতে গিয়ে খুব চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
শহরে যারা থাকে তাদের জন্য গ্রাম আরো বেশি সৌন্দর্যময়। কারণ শহরে থাকতে থাকতে গ্রামের সবুজের মাঝে গেলে অসম্ভব ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।