ঈদের কেনাকাটা শুরু

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ঈদের কেনাকাটা শেয়ার করব। ঈদ মানেই তো খুশি আনন্দ। আর রোজা শুরু হলেই শুরু হয়ে যায় কেনাকাটা করা। রোজার ঈদে কেনাকাটা করতে একটু সমস্যা হয়। কারণ সারাদিন রোজা থেকে সন্ধ্যার পরে নামাজ থাকে। এজন্য সন্ধ্যার পরে আর মার্কেটে যাওয়ার সময় হয় না। তাই রোজা থেকেই দিনের বেলায় মার্কেটে যেতে হয়। তাছাড়া আমার তো আবার শুক্র শনিবার ছাড়া মার্কেটে যাওয়াই হয় না। হাজবেন্ডের ছুটি থাকে এই দুইদিন। আর এই দুইদিন মার্কেটগুলোতে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে। যদিও আমরা দূরের মার্কেটগুলোতে খুবই কম যাই। আমার বাসার পাশে যমুনা ফিউচার পার্কেই বেশি যাওয়া হয়। যদিও এই মার্কেটের সব জিনিসপত্রের অনেক দাম বেশি। আমার হাজবেন্ডের কথা দূরে যেতে আসতে যে খরচ এবং কষ্ট তার থেকে এখানে অল্প বেশি দাম দিয়ে কেনাই ভালো। নিজেদের কেনাকাটা ছাড়াও আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা থাকে। আমিও যদিও কাছের আত্মীয়-স্বজনদের কেনাকাটার জন্য টাকা দিয়ে দিই, যাতে সবাই যার যার পছন্দ মতো কিনে নিতে পারে। এতে নিজের উপরে চাপ কমে। তাছাড়া আমার বেশিরভাগ কেনাকাটা আমি অনলাইন থেকে করি। আজকে গিয়েছিলাম বাচ্চাদের জন্য এবং হাজবেন্ডের জন্য কেনাকাটা করতে।


EA4E2DC1-D5A8-440A-BE8F-C55505D1BADC.jpeg


A791D3A8-19B3-4D9B-B128-306F0F50B432.jpeg


উপরে গিয়ে নিচে তাকাতেই দেখলাম যে নিচে কি যেন প্রোগ্রাম হচ্ছে। তাছাড়া অনেক ধরনের গিফট প্যাকেট করা দেখলাম। মনে হচ্ছে যে কোন রেফেল ড্র টাইপের অনুষ্ঠান হচ্ছে। ভেবেছিলাম যে পরে একবার নিচে গিয়ে দেখবো কি হচ্ছে। কিন্তু পরে এত টায়ার্ড লাগছিল যে আর যাওয়া হয়নি।


7095C457-CD69-47D4-A3BF-EF55B22375E8.jpeg


2A9CD824-3DEB-4BE1-AEF6-2A80CD8B884F.jpeg


E27A17D7-6C8D-470E-B09A-8C723041667D.jpeg


এই দোকানটির সামনে এত সুন্দর ডেকোরেশন করা ছিল যে দেখেই ভালো লেগেছে। তাছাড়া উপর দিয়ে এত ৫০% ডিসকাউন্টের ব্যানার টানানো ছিল যে মনে হচ্ছিল না জানি কত সুন্দর সুন্দর জিনিস আছে। এর ভিতরে গিয়ে আর কিছুই পছন্দ হলো না কেনার মত। এত বড় একটা শোরুম একটা কাস্টমারও দেখলাম না যে ভিতরে আছে।


82427DDD-BC72-47D4-A306-2478894740A9.jpeg


3535A828-6D73-4678-A43F-9EF1D6946234.jpeg


অন্য একটা দোকানে গিয়ে পরে বাচ্চাদের জন্য পাঞ্জাবি এবং প্যান্ট কিনলাম। গেঞ্জি তেমন একটা পছন্দ হলো না। আবার অন্য দিন যেতে হবে।


79C9446E-82EA-42FA-94AD-DF45A8CD8E75.jpeg


15A214C0-CDB8-4D70-8503-A9E8D577CEEF.jpeg


তারপর গেলাম বাচ্চাদের জন্য স্যান্ডেল ও আমার জন্য স্যান্ডেল দেখতে। আমার ছোট ছেলে ঘুরতে ঘুরতে টায়ার্ড তাই রেস্ট নিচ্ছে। বাচ্চাদের স্যান্ডেলও তেমন পছন্দ করতে পারিনি। শুধু আমি টেক্সমার্ট থেকে একটি স্যান্ডেল নিয়েছি।


AB9F5DCA-8D59-4893-804B-46A9EA0831C5.jpeg


মার্কেটে এসেছি আমার হাজবেন্ড কিছু কিনবে না তা কি হয়। তার উপরে ঈদ বলে কথা। তারপর সে একটি প্যান্ট এবং কিছু শার্ট কিনলো।


90627385-67D3-4DAC-B60C-33C341A72F75.jpeg


61AAF2AC-87CC-4F05-90FE-61B2C2FD96C9.jpeg


দুই ছেলের জন্য একই কালারের দুটি কাবলি সেট কিনেছি। আর আমার এই স্যান্ডেলটি কিনেছি। যদিও কেনার ইচ্ছা কম ছিল। কারণ অনেক বেশি দাম ছিল। একটি স্যান্ডেলের দাম নিয়েছে ২৯০০ টাকা। হাজবেন্ড সাথে ছিল জন্যই কিনেছি। যদিও আরেকটি সেন্ডেল পছন্দ হয়েছিল। ২৪০০ টাকা দাম। আমার হাজবেন্ড ওটিও নিতে বলেছিল। কিন্তু একসঙ্গে কেন যেন নিতে ইচ্ছা করলো না এত টাকা দিয়ে।


9C57CFF0-9EF2-467F-B0AC-86B7B5BFD301.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনাদের তো দেখছি ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আমরা তো এখনো এ বিষয়ে এখনো কোনো চিন্তাও করলাম না। আপনার জুতোগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আসলে খুবই সুন্দর জুতো দাম হিসেবে একেবারেই পারফেক্ট আমার মনে হচ্ছে। আপনি আপনার দুই ছেলের জন্য একই কালারের দুটি কাবলি সেট কিনেছেন তাহলে। এবং আপনার হাসবেন্ড উনার জন্য প্যান্ট এবং কিছু শার্ট কিনেছিলেন। আপনাদের কেনাকাটার গল্প পড়ে ভালো লাগলো।

 2 years ago 

জুতাটি সুন্দর জন্যই দাম বেশি হওয়ার পরেও কিনেছি। কারণ সহজে জুতা পছন্দ হতে চায় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর এই খুশিটা আরেকটু বাড়িয়ে নেয়ার জন্য ঈদ সামনে করে আমরা সবাইকে কেনাকাটা করে থাকি। তবে রোজার মাসে কেনাকাটা একটু সমস্যা হয়ে পড়ে। সারাদিন রোজা থেকে কেনাকাটা করতে গেলে অধিক ক্লান্ত লাগে। তবে এদের এই আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া খুবই আনন্দের। আপনি আত্মীয়স্বজনের কেনাকাটার জন্য টাকা দিয়ে দেন এটা খুব ভালো করেন। কারণ যার পছন্দ যেটা সে সেটা নিজের মত করে কিনে নিতে পারে। কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সারাদিন রোজা থেকে ইফতারি করার পর শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তখন আর মনে চায় না কোথাও যেতে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঈদের কেনাকাটা তাহলে অলরেডি করে ফেললেন ৷ ভালোই করেছেন আগে করে ফেলেছেন তবে বর্তমান সময়ে যে দাম ৷ তাতে আসলে সাধারন নিন্ন আয়ের মানুষদের জন্য এই ঈদে কেনাকাটা অনেকটা কষ্টের ব্যাপার৷

যা হোক পরিবার মিলে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে ৷ অনেক ভালো লাগলো অনেক কিছু কিনেছেন ৷

 2 years ago 

সব করে ফেলিনি ভাইয়া। মাত্র শুরু করেছি। ঈদের আগের দিন পর্যন্ত কেনাকাটা চলতেই থাকবে কিছু না কিছু। ঠিকই বলেছেন বর্তমান জিনিসপত্রের দামের জন্য নিম্ন আয়ের লোকদের জন্য খুবই কষ্টকর হয়ে গিয়েছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যর জন্য।

 2 years ago 

ঈদের মনেই কেনাকাটা ঈদ মানেই হাসি আনন্দ। ঈদে আমরা সবাই কম বেশি কেনাকাটা করি।আপনার কেনাকাটা দেখে কবে কিনবো ঔ চিন্তা মাথায় ডুকলো।

 2 years ago 

দ্রুত কিনে ফেলেন ভাইয়া। পরবর্তীতে দাম আরও বাড়তে থাকবে। যাই হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনাদের তো দেখছি ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এখন থেকে। আসলে তাড়াতাড়ি কেনাকাটা করাই ভালো। ঠিকই বলেছেন সারাদিন রোজা রাখার পর রাতের বেলায় ইফতার করার পরে নামাজ থাকে। তখন আর কোথাও যেতে ইচ্ছে করে না তাই রোজা রেখেই দিনে মার্কেটে যাওয়া লাগে। কেনাকাটা তো দেখছি বেশ ভালোই করলেন। ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে।

 2 years ago 

জি ভাইয়া আগে থেকে কেনাকাটা শুরু না করলে পরে শেষ করা যায় না। এজন্যই এখন থেকে শুরু করে দিয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট করার মুহূর্ত। সত্যিই আপনার কেনাকাটার মুহূর্তগুলো ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঈদের আনন্দই তো কেনাকাটার মধ্যে। এর জন্য চারপাশে সবার কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রোজা শুরু হয়ে গেলেই ঈদের কেনাকাটা শুরু হয়ে যায়। আসলে পরিবার পরিজনদের জন্য বেছে বেছে পছন্দের জিনিসগুলো কিনতে কষ্ট করতে হয় অনেক। তবে দূরে গিয়ে কেনার চেয়ে যদি কাছেই একটু বেশি দামে কেনা যায় তাহলে ভোগান্তি কমে। আর যদি কাছের আত্মীয়দের টাকা দিয়ে দেওয়া হয় তারাও নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পারে আর নিজের উপর চাপ কমে যায়। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু টাকা দিয়ে দিলে নিজের পছন্দমত কিনতে পারে। কিনে দিলে আবার অনেক সময় পছন্দ হতে চায় না। এজন্য এই ঝামেলায় যাই না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কেনাকাটা করেছেন দেখি খুবই ভালো লাগলো। আসলে আমার কাছে ঈদের কেনাকাটার মুহূর্তগুলো খুবই ভালো লাগে। ছেলের জন্য এবং হাসবেন্ডের জন্য শপিং করেছেন আর আপনার জুতা অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।ছোট ছেলে শপিং করতে করতে ক্লান্ত হওয়ার পর রেস্ট নেওয়ার মুহুর্ত কিন্তু অনেক কিউট ছিল। ধন্যবাদ শপিং করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার জুতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আসলেই জুতাটি অনেক সুন্দর। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যায় আর মার্কেটে যাওয়ার ইচ্ছে হয় না তাছাড়া নামাজ থাকে যার কারণে আরো বেশি সুযোগ হয়ে ওঠেনা। তাই রোজা রেখে দিনের বেলায় মার্কেট করতে হয় যদিও এটা অনেক বেশি কষ্টের কাজ। অবশেষে কেনাকাটা করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে ছোট বাচ্চাদের পোশাক আশাকের অনেক বেশি দাম বর্তমান সময়ে। আপনাদের কেনাকাটার এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ভাইয়া রোজার দিনে সারাদিন মার্কেটে ঘোরাঘুরি করা কষ্টকর। যদিও এইসব মার্কেটে গেলে কষ্ট একটু কম হয়। কারণ ভিড় কম এবং এসির জন্য গরম লাগে না। তাই আরামে কেনাকাটা করা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 96247.25
ETH 3349.36
USDT 1.00
SBD 3.28