এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে শার্ক তৈরি (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা এগুলো পেলে খুবই খুশি হয়। আমার বাচ্চাদের জন্য এগুলো আরো বেশি করে বানানো হয়। এগুলো দিয়ে ওদের খেলা দেখে আমার বানানো উৎসাহ বেড়ে যায়। সেরকমই আজকে রঙিন কাগজ দিয়ে শার্ক মাছ তৈরি করেছি। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


PhotoCollageMaker_2022520462660.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

আঠা

কাঁচি

পেন্সিল

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

প্রথমে একই সাইজের চারকোনা দুটি কাগজ নিয়েছি। তারপর কাগজ দুটিকে এভাবে কোনাকুনি ভাঁজ করেছি।

IMG20220410213645.jpgIMG20220410213720.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখন কালো কাগজটির এক সাইডে এভাবে আঠা লাগিয়ে সাদা কাগজটি তার উপরে বসিয়ে দিয়েছি।

IMG20220410214531.jpgIMG20220410214556.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখন সাদা কাগজটি ভাঁজ করে তার উপরে আঠা লাগিয়ে কালো কাগজটি বসিয়ে দিয়েছি।

IMG20220410214653.jpgIMG20220410214712.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখন সাদা একটি লম্বা কাগজ নিয়ে তার উপরে পেন্সিল দিয়ে এভাবে এঁকে কাঁচি দিয়ে কেটে দাঁত বানিয়ে নিয়েছি।

IMG20220410214830.jpgIMG20220410214949.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখন আরেকটি কালো কাগজ নিয়ে পেন্সিল দিয়ে এভাবে লেজের মতো এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

IMG20220410215416.jpgIMG20220410215510.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখন লেজ এবং দাঁত আঠা দিয়ে মাছটির সঙ্গে লাগিয়ে দিয়েছি।

IMG20220410215643.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখন আর একটি কাগজ নিয়ে এভাবে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

IMG20220410215959.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

তারপর মাছের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর সাদা এবং কালো দুটি গোল কাগজ কেটে নিয়ে মাছের উপরে বসিয়ে দিয়েছি চোখ বানানোর জন্য।

IMG20220412122455.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png
এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের শার্ক মাছ। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ভাবে একটি সার্কের চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তবে দাঁতগুলো অনেক ভয়ঙ্কর লাগছে

 2 years ago 

আমার কাছে এই মাছের দাঁতগুলি সবথেকে সুন্দর লেগেছে এবং ভয়ঙ্কর ও বটে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

কালো পেপার দিতে আপনি অসাধারণ ভাবে একটি শার্কের অরিগামী তৈরি করেছেন। আপনার কাজগুলো আমার আগে থেকেই অনেক ভালো লাগে। বিশেষ করে ওই কাজটিও ভালো লাগছে আমার।

 2 years ago 

কালো কাগজের কারণে সার্ক মাছটি দেখতে এত সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ! বেশ সুন্দর তো রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকারভাবে একটি সার্ক মাছের অরিগামি তৈরি করেছেন, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পুরো মনে হচ্ছে যেন মাছটি পুরো হা করে আমার দিকে তাকিয়ে আছে, যদিও ভয় পেয়েছি তারপরও জানি যেটা কাগজের তাই পাত্তা দেয়নি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশি কাছে যাবেন না ভাইয়া কামড় দিতে পারে। দাঁতগুলো কিন্তু খুবই ধারালো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন এ ধরনের জিনিস পেলে বাচ্চারা খুবই খুশি হয়। রঙিন কাগজ দিয়ে আপনার সার্ক টি অসাধারণ হয়েছে ।দেখতে বেশ চমৎকার লাগছে। হা করে আছে দেখে মনে হচ্ছে এখনই সব কিছু খেয়ে ফেলবে ।দারুন বানিয়েছেন আপনি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার রঙিন কাগজের তৈরি সার্ক মাছটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলেই বানানোর পর আমার কাছেও ভালো লেগেছে। বিশেষ করে দাঁত গুলো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে শার্ক তৈরি করেছেন। যা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন আমাদের মাঝে। যা দেখে অনেক ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে এরকম একটি কারুকাজ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শার্ক মাছটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভাল লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু কাগজ দিয়ে বানানো এই জিনিসগুলো বাচ্চারা খুব পছন্দ করে আমিও আমার বাচ্চার জন্য প্রায়ই বানাতে বসি ।আপনার কাগজ দিয়ে বানানো আজকের সার্কটি খুবই চমৎকার হয়েছে। কাল রঙের কাগজ দিয়ে বানানোর জন্য বেশি ভালো লাগছে। খুব সুন্দর করে বানানোর পদ্ধতি দেখিয়ে দিয়েছেন আমিও শিখে নিয়েছি।

 2 years ago 

এই সার্ক মাছটি পেয়ে আমার ছেলেরা খুবই খুশি হয়েছে । অনেকক্ষণ এটি নিয়ে খেলা করেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর শার্ক তৈরি করেছেন। দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছে ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হঠাৎ করে দেখলে মনে হয় যে ছবি তোলা। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

ওরে বাবা আপনি দেখছি রঙিন কাগজ ব্যবহার করে একদম আসল সার্ক বানিয়েছেন । খুব সুন্দর করে নিখুঁতভাবে সার্কটি বানিয়েছেন আপনি তা দেখেই বোঝা যাচ্ছে। আর আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট আমরা দেখতে পেলাম। ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরী সার্ক মাছ দেখে আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ । সব সময় পাশে থাকবেন, ভাল থাকবেন।

 2 years ago 

কাগজ দিয়ে শার্ক তৈরি করেছেন দারুন হয়েছে। এর আগে আমিও তৈরি করেছিলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান 🥀

 2 years ago 

আপনার তৈরি করা সার্ক টি আমি মিস করে গিয়েছি। যাইহোক মিলে গিয়েছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিস বানাতে অনেক ভালো লাগে আর এসব জিনিস দিয়ে বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। যাইহোক আপনি আজকে খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সার্ক মাছের অরিগামি তৈরি করেছেন। আপনার সার্ক মাছের অরিগামি দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার বাচ্চা তো কিছুদিন পরপর বায়না ধরে নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য । একসঙ্গে দুটি কাজ হয়ে যায় আমার । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43