ফ্রাইডে রেস্টুরেন্টে একদিন(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেখানে খেতে যাওয়ার কোন প্ল্যান ছিল না। দুপুর বেলায় ছোট ছেলের চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে গিয়েছিলাম। সেলুন আবার যমুনা ফিউচার পার্কের উল্টো সাইডে। চুল কাটা শেষ হওয়ার পর বাচ্চার টুকটাক কেনাকাটা ছিল তাই ভাবলাম যে এসেছি যেহেতু কেনাকাটা শেষ করেই যাই। তাই যমুনাতে ঢুকলাম। যমুনাতে ঢুকলে সময় কোথায় দিয়ে চলে যায় টেরই পাওয়া যায়না। ঘুরতে ঘুরতে আমার বড় ছেলের ক্ষুধা লেগে গেল। তাই ভাবলাম যে বাসায় গিয়ে রান্না করে খেতে গেলে অনেক সময় লেগে যাবে। সেজন্যই এই রেস্টুরেন্টে চলে গেলাম যে দুপুরের খাওয়া-দাওয়া টা এখানে এসে যাই। সেই রেস্টুরেন্টের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।



IMG_20220312_145240.jpg

এখানে বাচ্চাদের জন্য একটি খেলার জায়গা রয়েছে। আমার বাচ্চারা খুবই আনন্দ করেছে এই জায়গাটিতে গিয়ে। তারা খাবার আসার আগ পর্যন্ত খেলাধুলা করেছে।
IMG20220305141003.jpg

IMG20220305141019.jpg

IMG20220305140940.jpg

IMG20220305140956.jpg

এটি রেস্টুরেন্টের ভিতরের ছবি। এইখানে খোলা বসার জায়গা।

IMG20220305141014.jpg

রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট কিছু রুমের মত জায়গা রয়েছে। আমরা সেখানে বসেছিলাম। এটি সেই জায়গার ছবি।
IMG20220305141042.jpg

IMG20220305141156.jpg

IMG20220305141149.jpg

এখানে আমাদের খাবার চলে এসেছে। এটি চিকেন মাসালা।

IMG20220305143807.jpg

এটি মিক্সড ফ্রাইড রাইস।
IMG20220305143813.jpg

এটিতে চিকেন,বান ও সালাত ছিল।
IMG20220305143939.jpg

এটিতে চিকেন ফ্রাই, বান ও সালাত ছিল। আমরা সব খাবার শেষ করতে পারিনি। খাবার বেশি অর্ডার দেয়া হয়ে গিয়েছিল।
IMG20220305144907.jpg

এখানকার খাবারগুলো খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগবে আশা করি।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
LocationLink

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

আপু, আপনার এইসব খাবার-দাবারের পোস্ট আর ভালো লাগেনা। আমরা থাকি ভাই মফস্বল এলাকায় চাইলেই আর এত সুন্দর রেস্টুরেন্টে খেতে পারিনা। শুধু শুধু লোভ লাগিয়ে দেন হাহাহাহা। সত্যি বলতে কি বড় বড় শপিং সেন্টার গুলোতে গেলে সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায়না। বাচ্চাদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। শুভকামনা রইল

 2 years ago 

কেন ভাইয়া আপনার মফস্বলেওতো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। সেখানে গিয়ে খাওয়া-দাওয়া করবেন। ভালো লাগবে। এই রেস্টুরেন্টের খাবার গুলো আসলেই অনেক মজার ছিল। পোস্ট করার সময় দেখে তো আমার আবারো খেতে ইচ্ছা করছিল।😛

 2 years ago 

আপনার কাটানো রেস্টুরেন্টের সময় টুকু পড়ে অনেক ভালো লাগলো । আপনি মধুময় সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন ।
এত সুন্দর কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ফ্রাইডে রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে অসাধারন একটি সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। আপনি খুব সুন্দর করে রেস্টুরেন্টে বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। আবার সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে অনেক ভালো লাগলো। আর সবচেয়ে ভালোলাগলো রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাচ্চাদের খেলার জায়গাটা খুবই সুন্দর ছিল। তা না হলে খাবার অর্ডার দিয়ে বসে থাকতে-থাকতে বাচ্চারা খুবই বিরক্ত করে। এখানে যাওয়ার পর ওরা খুব আনন্দ করেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু ফ্রাইডে রেস্টুরেন্টে অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন এবং বাচ্চারা অনেক মজা করেছে দেখে খুব ভালো লাগলো। রেস্টুরেন্টে ভালো খাবারের পাশাপাশি এরকম খেলাধুলার পরিবেশ আছে দেখে খুব ভালো লাগলো। রেস্টুরেন্টের পরিবেশটা আমারও খুব ভালো লেগেছে। আপনার আনন্দঘন মুহূর্তের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া রেস্টুরেন্টের পরিবেশটা খুবই চমৎকার ছিল। বিশেষ করে খেলার জায়গা থাকায় বাচ্চাটা খুবই আনন্দ পেয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শুক্রবারে ছুটির দিনে বাচ্চাটা কি সুন্দর মুহূর্ত উপভোগ করেছে। খেলাধুলা করছে। বেশ ভালো লাগছে দেখে।বাচ্চাদের জন্য খেলার জায়গা গুলো সত্যিই অসাধারণ ছিল। সর্বোপরি ওখানের ডেকোরেশন আমাকে মুগ্ধ করলো। বাহ বাহ এত খাবার সত্যিই অতিরিক্ত হয়ে গেছে।

 2 years ago 

খেলার জায়গাটা ছোট্ট হলেও অনেক জিনিস ছিল। বাচ্চারা খেলে অনেক মজা পেয়েছে। ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

রেস্টুরেন্টটি সত্যি অনেক মানসম্মত এবং রেস্টুরেন্টের খাবার গুলো দেখতে অনেক চমৎকার দেখাচ্ছিলো। বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনি আসলেই ছুটিতে এমন সময় কাটানো উচিত তাহলেই আসল মজা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খাবার দাবার গুলো খুবই সুস্বাদু ছিল এখানকার। আর পরিবেশটাও চমৎকার। ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সুন্দর মন্তব্য করার জন্য।

শুক্রবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনে প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। আর একটা বাচ্চার সবচেয়ে প্রিয় হলো তার মা। আর আপনি আপনার ছেলে মেয়ের সাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন। আর লোভনীয় সব খাবার খেয়েছেন। দেখেই জিভে পানি চলে আসলো।। ধন্যবাদ আপনাকে আপনাদের আনন্দময় মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমার মেয়ে নেই দুইটি ছেলে। ছেলেদের নিয়ে আসলেই খুব সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। বাচ্চারা অনেক মজা পেয়েছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ছুটির দিনে আপনার ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে কাটানো সময়টুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আপনার ছেলে কতটা আনন্দ উপভোগ করেছে। আনন্দ উপভোগের পাশাপাশি আপনারা রেস্টুরেন্টে গিয়ে যে খাবারগুলো খেয়েছেন তার পরিবেশনটা অসাধারণ লাগছে। সেই সাথে পুরো রেস্টুরেন্টটাই ঝকঝকে চকচকে ও সৌন্দর্যে ভরপুর যা দেখে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago (edited)

রেস্টুরেন্টের পরিবেশ, খাবার সব মিলিয়ে অসাধারণ ছিল। আমরা মাঝেমধ্যেই এখানে যাই ,ভালোই লাগে। বাচ্চারা অনেক সুন্দর সময় কাটাতে পারে। আবার খাওয়া-দাওয়া হয়। সব মিলিয়ে ভালোই সময় কাটে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রেস্টুরেন্টে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখছি। তাছাড়া আপনার বাবুদের কে দেখে বেশি ভালো লাগলো। ওরা কি সুন্দর খেলার জায়গা পেয়ে গেল। আর খাবারের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। আপনাদের খাবারের লিস্ট দেখে তো আমারও রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছিল। এরকম মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসেন ভালোই লাগবে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দেখে মনে হচ্ছে আপনারা রেস্টুরেন্ট ভালো একটি মুহূর্ত কাটিয়েছেন। আপনার সঙ্গে শিশুরাও ভালো একটি সময় উপভোগ করেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাইয়া আমরা এবং বাচ্চারা ভালই সময় কাটিয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57527.13
ETH 2375.07
USDT 1.00
SBD 2.42