ফরিদপুরে ঘোরাঘুরির কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে টুকটাক কেনাকাটার গল্প শেয়ার করব। বেশ কিছুদিন আগে ফরিদপুরে বাবার বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে এবার মার্কেটে অনেক ঘোরাঘুরি করেছি। আব্বু অসুস্থ হওয়ার কারণে আম্মার খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। এইজন্য এবার গিয়ে আম্মার প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে দিয়ে এসেছি।সবসময় আমার বোনই দেয়। সেজন্যই বেশ কয়েকবার মার্কেটে যাওয়া হয়েছে। আজকে আমার বোনের সঙ্গে গিয়েছিলাম ওয়ান টু নাইনটি নাইন এর দোকানে। অবশ্য প্রথমে গিয়েছিলাম আরএফএল এর বেস্ট বাই এ। সেখান থেকে যাওয়ার সময় এই দোকানটি চোখে পড়লো। তাই ভাবলাম যে এখানে গিয়ে একটু ঘুরে আসি কিছু পাওয়া যায় কিনা।


D5D0D2BD-F128-4044-A870-72B25CDE28C7.jpeg


এই দোকানটির গল্প আমার বোনের কাছে শুনেছিলাম। অনেক কিছু একই দোকানে পাওয়া যায়। তাই ইচ্ছা ছিল এখানে যাওয়ার। গিয়ে দেখলাম যে আসলেই সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। ১ টু ৯৯ লেখা থাকলেও বেশিরভাগ জিনিসই এর থেকে দাম বেশি। ৯৯ এর নিচে খুব কম জিনিসই এই দোকানে পাওয়া যায়। তারপরও মনে হল যে অন্যান্য দোকানগুলোর থেকে এখানে দাম একটু কম। যদিও আমি আগে আর এফ এল থেকে অনেক কিছু কিনে ফেলেছিলাম। এজন্য এখান থেকে তেমন কিছু আর কেনা হয়নি। টুকটাক কিছু জিনিস কিনেছিলাম। তারপরও দোকানে অনেক কিছু দেখে ভাবলাম যে দোকানের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি।


17A4DD1E-FBAD-4E78-B752-AEEF86AF2319.jpeg


D4BB342A-012A-4BE8-81F1-71FDE3B97FBE.jpeg


এই সারিতে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। বিশেষ করে প্লাস্টিকের খেলনাই বেশি। কিন্তু কোন খেলনা ২০০ টাকার নিচে দেখলাম না। কেন যে ১টু ৯৯ লিখে রেখেছে তাই বুঝতে পারলাম না। তাছাড়া নিচের ছবিটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থালা-বাসন। বিশেষ করে এগুলো আরএফএল এর বেস্ট বাই এর জিনিস। কিন্তু মনে হল যে আরএফএল থেকে এখানে দাম একটু কম। আরএফএল এ যে জিনিস পাওয়া যায় তার বেশিরভাগ জিনিসই এখানে দেখতে পেলাম।


FB33E67C-55CB-4395-AE9B-802621D23658.jpeg


A743049A-37F8-457A-8C6C-9D962D9EFCE1.jpeg


এখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে বিশেষ করে ডোরবেলগুলো। এই ডোরবেলগুলো একসময় খুব প্রচলন ছিল। এখন এই ডোরবেলগুলো খুব একটা মানুষের বাসায় দেখা যায় না। কিন্তু খুব সুন্দর সুন্দর ডোরবেল ছিল এখানে।


E7FB7588-F7A2-4A02-90FD-18F679D16D96.jpeg


09266A92-A1D1-47BE-847B-7B05FBAFECAA.jpeg


2974819B-B698-48C5-9B28-2A2DAC383A1B.jpeg


উপরের ছবিতে দেখতে পারছেন বিভিন্ন ধরনের মগ এবং গ্লাস। কিন্তু কোন মগই ২০০ টাকার নিচে নেই। বরং ৩০০, ৪০০ টাকা দামের মগই বেশি দেখতে পেলাম। কিন্তু মগগুলো বিভিন্ন ডিজাইনের সুন্দর ছিল। যদিও আমার দুই একটা পছন্দ হয়েছিল কিন্তু কিভাবে নিব এই চিন্তায় নেয়া হয়নি।
তাছাড়া ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ইনডোরের গাছও ছিল। গাছগুলো খুব সুন্দর ছিল। যদিও এগুলো কিনলে আমার ঢাকায় নিয়ে আসা খুবই ঝামেলা হতো তাই আর কেনা হয়নি।


EF615FD6-C7CA-4E2F-88C2-3BD879BFCB48.jpeg


বেশ ভালোই ঘুরলাম এই দোকানটিতে। অনেক জিনিসই দেখতে পেলাম একই জায়গায়। বিভিন্ন ধরনের অনেক জিনিস থাকাতে সকলের জন্য খুবই সুবিধা হয়।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
LocationLink
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনার বাবা-মায়ের সুস্থতা কামনা করি ।অসুস্থ হয়ে গেলেই বুঝতে পারা যায় সুস্থতা কত বড় নেয়ামত। যাইহোক, আপনার বাবা-মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মুহূর্তের দৃশ্যপট গল্প পড়ে খুবই ভালো লেগেছে। আসলে যে কোন জিনিস কেনার আগে কয়েকটি দোকান ঘুরে কিনলে বিভিন্ন জিনিসের দাম বুঝতে পারা যায়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া সুস্থ থাকলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নেয়ামত। ধন্যবাদ আপনাকে আমার বাবা মায়ের জন্য দোয়া করার জন্য।

 2 years ago 

আরএফএল জিনিসগুলো বেশ মজবুত ও ভালো হয় শুনেছি।তাছাড়া আপনার মায়ের জন্য আপনি কেনাকাটা করতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো।দোকানদাররা ইচ্ছে করেই এসব লিখে রাখে।সত্যিই,ডোরবেলগুলো একসময় খুব প্রচলন ছিল কিন্তু এখন আর নেই।কিন্তু আপনি কি কিনলেন সেটা তো জানতে পারলাম না।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ডোরবেলগুলো এক সময় যে কি ভালো লাগতো তা বলে বোঝাতে পারবো না। এখন আর তেমন একটা ভালো লাগে না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

১টু ৯৯ হচ্ছে একটা মার্কেটিং কৌশল।এতে অনেক কম দামি জিনিসের দাম বাড়িয়ে ৯৯বানালেও ক্রেতার মাথায় প্রশ্ন আসে না। আমিও প্রথম প্রথম ভাবতাম যদি ৯৯এর উপরের দামের জিনিস থাকে তাইলে ১টু ৯৯নাম দেওয়ার দরকার কি।তবে এমন দোকানের সুবিধা একটাই,একই জায়গায় অনেক কিছু পাওয়া যায়। ধন্যবাদ আপু আপনার কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমারও কিছু কিছু জিনিস দেখে তাই মনে হল এগুলোর দাম অনেক বেশি লেখা। তাছাড়া এক জায়গায় অনেক জিনিস পাওয়া যায় এই সুবিধার জন্যই লোকজন বেশি যায় এখানে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জিনিসের দাম ৯৯ এর বেশি হলেও আর এফ এল এর থেকে কম এটা জেনে তো ভালোই হলো আপনাদের।আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখলাম। আপনার মা এর নিশ্চয়ই অনেক পছন্দ হয়েছে আপু। তবে দোকানের নাম টা ১ টু ৯৯ না দিতে পারতো আমরা যারা জানিনা তাদের তো প্রথমে এটাই মনে হবে ৯৯ দিয়ে তার থাকে অনেক বেশি কেনো জিনিসের দাম।

 2 years ago 

দোকানের দাম ১ টু ৯৯ দেয়ার কারণেই অনেক বেশি পপুলার দোকানটি। নরমাল দোকান হলে আর এত বেশি পপুলার পেত না। এজন্যই হয়তো এই নাম দিয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আর এফ এল এর জিনিসগুলো কিন্তু খুবই ভালো ‌‌।আপনি আপনার মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেছেন এবং আমাদের সাথে তা শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ১ টু ৯৯ হলেও বেশিরভাগ জিনিসের দাম কিন্তু বেশি নেওয়া হয়। এই দোকানটিতে দেখছি বেশ ভালই জিনিসপত্র রয়েছে। আপনি কি কি কেনাকাটা করেছেন তা তো বললেন না?? যাই হোক আমাদের সাথে শেয়ার করার জন্য বেশ কিছু ফটোগ্রাফিও করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ‌

 2 years ago 

ঠিক বলেছেন আপু আরএফএল এর জিনিসগুলো নিত্য ব্যবহারের জন্য খুবই উপকারী আবার দেখতেও সুন্দর। খুব বেশি কিছু কেনাকাটা করিনি। নরমাল বাটি কৌটা এগুলোই। এজন্য আর ছবি দিতে মনে ছিল না।

 2 years ago 

আমার কাছে কিন্তু সব রকমের জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। এই দোকানটিতে বিভিন্ন রকম জিনিসপত্র ছাড়া দেখছি গাছও রয়েছে। মনে হচ্ছে বেশ ভালোই কেনাকাটা করেছেন। এমনিতেই বেশিরভাগ আরএফএল এর জিনিসপত্র ভালো থাকে। তাই বেশিরভাগ মানুষ এই ধরনের জিনিসপত্র কেনাকাটা করে থাকে। যাইহোক পুরো পোস্ট পড়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এই দোকানে বিভিন্ন ধরনের জিনিস আছে এজন্যই দোকানটি দেখতে এতো ভালো লাগে। এটা ছাড়া অন্য কোন কারণ নেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

মানুষকে আকৃষ্ট করতেই ১ টু ৯৯ নাম দেয় আপু। কিন্তু মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। এমন দোকানে গেলে ইচ্ছে করে সব কিছু একটা একটা করে নিয়ে আসি। হিহিহিহি😊। মগ গুলো দেখে আমারও পছন্দ হলো। আর আঙ্কেল আন্টি যেন সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই করি। 🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42