প্রতিটি মানুষের জীবনের বাস্তবতা আর্ট করার চেষ্টা (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি মানুষের জীবনের একটি বাস্তবতাকে আর্ট করার চেষ্টা করেছি। আমরা সবাই এই বাস্তবতাটাকে ভুলে থাকতে চাই । আমরা সবাই চাই যে আমাদের জীবনসঙ্গিনী শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাক। প্রতিটি সুখে দুঃখে,হাসি আনন্দে। মৃত্যুর পরেও আমরা চাই একসাথে পাশাপাশি থাকতে। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি ।

Polish_20211030_193836083.jpg

প্রয়োজনীয় উপকরণ

একটি সাদা কাগজ
পেন্সিল
রং পেন্সিল
স্কেল


IMG20211030193018.jpg

IMG20211030180817.jpg

প্রথমে স্কেল দিয়ে চারপাশে দাগ দিয়ে ঘর করে নিয়েছি।

IMG20211030181924.jpg

এবার বাম পাশে ডিপ সবুজ এবং হালকা সবুজ দিয়ে রং করে নিয়েছি।

IMG20211030182202.jpg

IMG20211030182325.jpg

এবার ডান পাশে নীল এবং হালকা নীল কালার দিয়ে এভাবে রং করে নিয়েছি।

IMG20211030182837.jpg

টিস্যু দিয়ে ঘষে রংগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়েছি।

IMG20211030183637.jpg

IMG20211030183435.jpg

এখন মাঝে লাল, হলুদ এবং কমলা রং করে দিয়েছি এবং টিস্যু দিয়ে ঘষে দাগগুলো মিশিয়ে দিয়েছি।

IMG20211030184627.jpg

এবার একটি গাছ এঁকে নিয়েছি।

IMG20211030185200.jpg

গাছটিকে কালো রং করে দিয়েছি এবং নিচে এভাবে এঁকে নিয়েছি।

IMG20211030185332.jpg

এবার নিচ থেকে কালো রং করে নিয়েছি।

IMG20211030185453.jpg

এবার ডান পাশে দুটি কবর থেকে নিয়েছি।

IMG20211030185544.jpg

এখন কবর দুটিকে কালো রং করে দিয়েছি।

IMG20211030190311.jpg

এখন বাম পাশে দুটি ছেলে মেয়ে এঁকে নিয়েছে।

IMG20211030190620.jpg

ছেলে মেয়ে দুটোকে কালো রং করে দিয়েছি।

IMG20211030190644.jpg

এবার মাঝে দুজন বয়স্ক লোক এঁকে নিয়েছি।

IMG20211030190920.jpg

এবং কালো রং করে দিয়েছি।

IMG20211030191143.jpg

এখন ডান এবং মাঝের দুটি চাঁদ এঁকে নিয়েছি।

IMG20211030191320.jpg

এবার বাম পাশে পাখি এঁকে নিয়েছি।

IMG20211030191546.jpg

গাছের পাতাগুলো এঁকে নিয়েছি।

IMG20211030191655.jpg

Polish_20211030_194009272.jpg

এভাবেই আমি আমার আর্টটি সম্পন্ন করেছি আশা করি আপনাদের কাছে আমার এই আর্টের থিমটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি দুটি মানুষের বাস্তবতা নিয়ে অঙ্কন করেছেন। এভাবেই একদিন আমাদের সবাইকে বুড়ো হতে হবে এবং চলে যেতে হবে। আপনার এই বাস্তবতার ছবি অংকন টা অসাধারণ লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছবি দেওয়ার জন্য

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ একটা চিত্র অঙ্কন করেছেন বাস্তব জীবনের সাথে মিল রেখে। প্রতিটি মানুষের উচিত তার জীবনের সঙ্গির হাত ধরে সারাটা জীবন কাটিয়ে। কিন্তু কিছু কিছু সময় মানুষের বাস্তব জীবনের সেটা আর হয়ে ওঠে না। কোথাও ভাঙা-গড়া শুরু হয় বিশেষ করে ভাঙা ক্ষেত্রের বিষয় গুলো খুবই দুঃখজনক। সেগুলো সহজে জোড়া নেয় না কোন ফ্যামিলিতে। আপনি এই চিত্র অংকনে বাস্তবতার রূপ দিতে চেয়েছেন। এবং আপনার মনের মনের ভাব চিত্রের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার অংকনের মধ্যে বাস্তবতার দৃশ্য পরিলক্ষিত। জীবনে সুখ দুঃখের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন আপনার অংকনে।অসম্ভব সুন্দর ছিল আপনার অংকনটি।শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনার আর্ট করা চিত্র থেকে বাস্তব জীবনে শেখার অনেক কিছু আছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই এই চিত্রের প্রকাশ পেয়েছে। বয়সের ক্রমান্বয়ে মানুষ বৃদ্ধ হয় একসময় পৃথিবী ছেড়ে চলে যায়। বাস্তব জীবন নিয়ে আর্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার অংকন করা ছবিটি অনেক সুন্দর হয়েছে। রং করায় ছবিটি বেশ ফুটে উঠেছে। ধাপগুলোর বিবরণও ভালো দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ভাইয়া ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যিকার অর্থেই আজকের আর্টটি আমার অনেক ভালো লেগেছে। জীবনসঙ্গীকে সারাজীবন পাশে রাখতে এবং থাকতে কে না চায়। সবাই সারা জীবন তাকে পাশে রাখতে চায়। এবং কি মৃত্যুর পরেও যেন একসাথে থাকতে পারে এই দোয়া করে। আর্টটি থেকে অনেক কিছুই বুঝা যাচ্ছে। যেন ছবিটি কথা বলতেছে। সব মিলিয়ে অসাধারণ একটি আর্ট করেছেন। শুভকামনা রইল আপু

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

মানুষের জীবনের বাস্তবতা একটি আর্ট আপনি করেছেন। আপনার আর্ট এর মাধ্যমে একজন মানুষের পুরো জীবন টা ফুটে উঠেছে। আপনি অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন। এ রকম একটি বাস্তব ধরনের চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রতিটি মানুষের জীবনের বাস্তবতা আর্ট করার চেষ্টা বললে ভুল হবে খুবই সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন এবং আসলেই মুহূর্তটির দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। বাস্তব জীবনের মুহূর্ত তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আর্টটি থেকে চোখ সরাতে পারছি না। অদ্ভুত এক বাস্তবতা দেখতে পাচ্ছি। আপনার এই চিত্রাঙ্কন টি আমাদের জীবনের বাস্তবতা টাকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ঠিক জন্ম থেকে মৃত্যু মানুষের জীবনে এটাই সবচেয়ে বাস্তব সত্যি। ধন্যবাদ আপু আর্ট এর মাধ্যমে এত সুন্দর বাস্তবতাটাকে ফুটিয়ে তোলার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু,খুবই খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকন একদম বাস্তবের সাথে মিল রেখেই করেছেন। দেখে খুব ভালো লেগেছে কারণ আমাদের বাস্তবটা এরকমই।প্রথমে শিশু,তারপর যুবক,তারপর বৃদ্ধ,আর একসময় পৃথিবী বিদায় ভালো লেগেছে আপু।আপনার চিত্রাংকন টির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু শুভকামনা রইল

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65021.86
ETH 3571.18
USDT 1.00
SBD 2.33