এসো নিজে করি 6 এর সাহায্যে একটি সাপ অংকন।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সামনে একটি ভয়ঙ্কর আর্ট নিয়ে হাজির হয়েছি। আর্টটি দেখে কেউ ভয় পেলে আমার কোন দোষ নেই। আর্টটি করার সময় আমার নিজের কাছেই কেমন ভয় ভয় লাগছিল। তারপর এত সহজে এত সুন্দর একটি আর্ট করা গেছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না । তাই আমিও আর্টটি করে ফেললাম। খুব সহজে তিনটি 6 এঁকে আমি এই সাপের আর্টটি করেছি। সাপটি গাছের ডাল পেঁচিয়ে আছে। আর্টটি আমার কাছে ভয়ঙ্কর লাগলেও ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে শুরু করি।



Polish_20220521_101402239.jpg

প্রয়োজনীয় উপকরণ:

একটি সাদা কাগজ
একটি পেন্সিল
একটি রাবার
রং পেন্সিল

0101010.png
সবার প্রথমে আমি বড় থেকে ছোট তিনটি 6 এঁকেছি।
0101010.png

IMG20220519190929.jpg

0101010.png
এখন 6 টির সাইডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাপের মতো এঁকে নিয়েছি। উপরে একটি চোখ এঁকেছি।
0101010.png

IMG20220519191019.jpgIMG20220519191111.jpg

0101010.png
তারপর নিচের লেজ এঁকেছি।
0101010.png

IMG20220519191138.jpg

0101010.png
এখন সাপের গায়ে এভাবে ডিজাইন করে তারপর পেন্সিল দিয়ে ভরাট করে দিয়েছি।
0101010.png

IMG20220519191424.jpgIMG20220519191617.jpg

0101010.png
এখন সাপের বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে হালকা রং করেছি। তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।
0101010.png

IMG20220519191806.jpg

0101010.png
এখন ভিতরে লম্বা দাগ দিয়েছি গাছের ডাল আঁকার জন্য। তারপর সাইডে কিছু ছোট ডাল এবং পাতা এঁকেছি।
0101010.png

IMG20220519191901.jpgIMG20220519192206.jpg

0101010.png
এখন রং পেন্সিল দিয়ে ডাল এবং পাতাগুলোকে রং করেছি।
0101010.png

IMG20220519192742.jpg

0101010.png
আর্টটি শেষ হলে সবশেষে আমি আমার নামের সাইন করে দিয়েছি।
0101010.png

IMG20220519193048.jpg

0101010.png
এভাবেই আজকের আর্টটি শেষ হল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
0101010.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। 6 গিয়ে খুব সুন্দরভাবে আপনার সাহস অঙ্কন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

6 এর সাহায্যে আসলেই সাপটিকে অনেক সহজেই আঁকা গিয়েছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে 6 এর সাহায্যে একটি সাপ অংকন করেছেন। সত্যিই দেখতে অসাধারণ হয়েছে। আপনার প্রতিভা দেখে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আমার প্রতিভার প্রশংসা করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

সাপ আমি খুব ভয় পাই। দোষ আপনারই হবে। আকবেন আপনি আর দোষ দিবেন অন্যকে তা তো হয় না। যাই হোক শুধু তিনটে 6 দিয়ে দারুণভাবে একটা সাপ আঁকলেন। আসলেই ভাল লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

বেশি ভয় পেলে আপনার বাসায় এই সাপটিকে পাঠিয়ে দিব কিন্তু। ছেলেমানুষ এত সাপ ভয় পেলে চলবে অবশ্য আমি নিজেও ভয় পাই খুব 😉। সাপ ভয় পায় না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই আর্টটি করার জন্য ভালো একটি ট্রিক খাটিয়েছেন। অনেক সুন্দর ও গোছালো ভাবে 6 দিয়ে একটি সাপ বানিয়ে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি কাজ উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ট্রিক্স এর কারণে এই সাপটিকে এত সহজে আঁকা গিয়েছে। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

৩টা ছয় থেকে সাপ তৈরী করে ফেললেন আসলে ব্যাপারটা অনেক মজার ছিল। ছোটবেলায় এরকম S তৈরি করতাম কিন্তু এখন ভুলে গিয়েছি। নতুন কিছু শিখলাম।

 2 years ago 

ভুলে গেলেও সমস্যা নেই। এই ব্লগের মাধ্যমে আপনি আপনার পুরনো সবকিছু আবার মনে করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

6 সাহায্যে খুবই সুন্দর ভাবে একটি সাপ এর চিত্র অংকন করলে। সত্যি আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে আপনি এই চিত্রটি অঙ্কন করে। আমাদের সাথে শেয়ার করলেন আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আমার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের উৎসাহের কারণে আর্ট করার আগ্রহ আরও বেড়ে যায়।

 2 years ago 

হয়তো চিন্তা ভাবনার বাইরে ছিল আমার কাছে। তবে সুন্দর একটি দক্ষতার পরিচয় দিয়েছেন যা দেখে নতুন কিছু শিখতে পারলাম। খুব সুন্দর ভাবেই আপনি সিক্স এর মধ্য দিয়ে সাপ তৈরি করেছেন।

 2 years ago 

আমার আর্ট দেখে নতুন কিছু শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু 6 এর সাহায্যে আপনি অনেক সুন্দর একটি সাপ তৈরি করেছেন। 6 দিয়ে এত সুন্দর ভাবে সাপ তৈরি করা যায় তা কখনো জানতাম না। আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমিও জানতাম না এত সুন্দর হবে। আঁকার পরে দেখলাম যে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

কত বুদ্ধি! বলছি যে তিন ছক্কা দিয়ে যে সাপ বানালেন আপু , ওটা তো গাছের ডালের চাইতে বেশি মোটা। গাছের ডালে ঝুলে আছে কি করে! পরে যাওয়ার কথা তো 🤔🤔। নাকি সাপটা কেও খেতে দেননা দেখে শরীরে ওজন নেই 🤪। তবে অঙ্কন পদ্ধতি খুব দারুন লাগলো। আমার মত ছোট বাচ্চা দের শেখাতে বেশ কাজে দেবে। 🙏

 2 years ago 

কি করব লুডুতে ছক্কা পরে না। তাই লুডু দিয়ে সাপ এঁকে ভয় দেখলাম। যাতে এর পর শুধু ছক্কা পরে। সাপ দেখেই তো বুঝতে পারছেন খেতে দেই কি দেই না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60030.46
ETH 2413.07
USDT 1.00
SBD 2.43