গ্রাম বাংলার কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে গ্রাম বাংলার কিছু সবুজ প্রকৃতির ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। গ্রামে গেলে সবুজের মাঝে সময় কাটাতে বেশ ভালোই লাগে। শহরের এই কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে কিছুটা মুক্ত হওয়ায় গিয়ে থাকা যায়। গ্রামে বেড়াতে যেতে আমার কাছে খুবই ভালো লাগে। আবার যদি কেউ জিজ্ঞাসা করে গ্রামে থাকতে কেমন লাগে? তখন বলব যে পার্মানেন্টলি থাকতে আমার একদমই ভালো লাগে না। কিছুদিন গিয়ে শীতল হাওয়ায় ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসতে ভালো লাগে। যদিও প্রতিবছর দুই তিনবার গ্রামে যাওয়া হয় শ্বশুরবাড়ি গ্রামে হওয়ার কারণে। সেই সময়টায় এরকম সুন্দর প্রকৃতির সান্নিধ্যে আসা যায়।


IMG_9898.jpeg


IMG_9900.jpeg


বিশেষ করে আমার শ্বশুর বাড়ির সামনে রাস্তার দুই সাইড দিয়ে সারিসারি ধানের ক্ষেত। যেদিকে যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধানক্ষেত। গ্রামে বছরের বিভিন্ন সময় যাওয়ার কারণে এই ধানক্ষেতের বিভিন্ন সৌন্দর্য উপলব্ধি করা যায়। পাকা ধানক্ষেতের একরকম সৌন্দর্য। আবার যখন কচি ধানের চারাগুলো থাকে তখনকার সৌন্দর্য অন্যরকম। মাঝেমধ্যে বিকাল বেলায় আমরা এই রাস্তার পাড়ে গিয়ে বসে থাকি। একটু ভেতরের দিকে হওয়ার কারণে খুব একটা যানবাহন চলাচল করে না এখান দিয়ে। তাই রাস্তায় বসে এরকম সবুজ ধানক্ষেত দেখতে খুব ভালো লাগে। ধানক্ষেতের বাতাস যেন শরীর ঠান্ডা হয়ে যায়।


IMG_9905.jpeg


IMG_9916.jpeg


নিচের যে পুকুরটি দেখতে পাচ্ছেন বিকেলবেলা এই পুকুরের পাশ দিয়ে সূর্য ডোবা দেখা যায়। খুব ভালো লাগে দেখতে। একেবারে লাল টকটকে সূর্য ডুবতে থাকে ধানের ক্ষেতে। সেদিন বিকেল বেলা বের হতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তাই সূর্যকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুদূর যাওয়ার পর অবশেষে সূর্যকে খুঁজে পেলাম। কিন্তু তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছিলো।


IMG_9932.jpeg


IMG_9936.jpeg


এদিকে লোকজন অনেক বেশি পান খায়। সেজন্য সবার বাড়িতে সুপারির গাছ রয়েছে। সুপারি গাছগুলো দাঁড়িয়ে থাকতে দেখতেও খুব ভালো লাগে।


IMG_9935.jpeg


IMG_9937.jpeg


অবশেষে লাল সূর্য দেখতে পেলাম। কিন্তু ততক্ষণে প্রায় সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে। তাই খুব ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল না। তারপরও এই ছবিটাতে বেশ ভালো বোঝা যাচ্ছে। টুকটুকে লাল হয়েছে সূর্য। খুব সুন্দর লাগছিল দেখতে। এই সময় চারপাশে প্রকৃতির কালারও চেঞ্জ হয়ে যায়।


IMG_9934.jpeg


এই ছিল আমার গ্রাম বাংলার কিছু চমৎকার ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 22 days ago 

আপনি গ্রামের প্রকৃতির বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে মোটামুটি ভালই লেগেছে। প্রতিটা ফটোগ্রাফিতেই গ্রাম বাংলার বিভিন্ন পর্যায়ের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 21 days ago 

গ্রাম বাংলার এই সবুজ সৌন্দর্যটা সবার কাছে ভালো লাগে। আপনি প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন যার কারণে আরো বেশি ভালো লেগেছে। চমৎকার সচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 15 days ago 

ঠিক বলেছেন ভাইয়া গ্রাম বাংলার এই সবুজ পরিবেশ সবারই ভালো লাগে। তাইতো ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ।

 21 days ago 

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির চমৎকার দৃশ্যের ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে গ্রামের এরকম সুন্দর দৃশ্য গুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। বিশেষ করে ধানক্ষেতের দৃশ্যটি সবথেকে বেশি ভালো লাগে। পাশাপাশি চারিদিকে থাকে সবুজ এর সমাহার। যাহোক অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

গ্রামে এত বেশি সবুজ থাকে জন্যই প্রাণ জুড়িয়ে যায় দেখলে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 15 days ago 

ঠিক বলেছেন ভাইয়া সবুজ ধান ক্ষেত দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 21 days ago 

বাহ আপু আপনি আজকে গ্ৰাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে ফটোগ্রাফী এর মাধ্যমে শেয়ার করলেন। আপনার তোলা গ্ৰাম বাংলার সৌন্দর্যের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আসল সৌন্দর্য হচ্ছে বাংলার গ্ৰাম গুলোর মধ্যে।

 15 days ago 

আমার গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 21 days ago 

গ্রামে সুযোগ সুবিধা কম শহরের মতো নেই। এইজন্যই অধিকাংশ মানুষ গ্রামে চিরস্থায়ী ভাবে থাকতে চাই না। তবে এখানে একটা জীবনীশক্তি আছে। গ্রামে থাকলে একটা স্বর্গীয় সুখ লাভ করা যায়। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করেছেন আপু। গাছপালা, পুকুর, ধানক্ষেত সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই।

 15 days ago 

এখন গ্রামেও বেশ ভালোই সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। যাই হোক ধন্যবাদ।

 21 days ago 

গ্রাম বাংলার সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। আজকে আপনি গ্রাম বাংলার খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে মানুষ এমনিতে মুগ্ধ হয়ে যায়। আর আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। গ্রাম বাংলার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।

 15 days ago 

ঠিক বলেছেন ভাইয়া গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে এমনিই মুগ্ধ হয়ে যেতে হয়। চারপাশে এত বেশি সবুজ ভালোই লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 21 days ago 

গ্রাম বাংলার সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করে। আর গ্রাম বাংলার আবহাওয়া খুব ভালো। আজকে আপনি গ্রাম বাংলার অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে মাঝেমধ্যে আমরা ও রাস্তার পাশে বসে বা বাড়ির পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। তবে এরকম নিরিবিলি পরিবেশে ধান ক্ষেতের পাশে পুকুর পাড়ে বসে থাকলে বেশ ভালই লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে গ্রাম বাংলার সৌন্দর্য ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 15 days ago 

ঠিক বলেছেন আপু নিরিবিলি ধান ক্ষেতের পাশে অথবা পুকুর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 17 days ago 

গ্রাম বাংলার এই ফটোগ্রাফি গুলো দেখলে আসলেই মনটা জুড়িয়ে যায় ।অনেকদিন পর পর গ্রামে যাওয়া হয় যার কারণে গ্রামের ফটোগ্রাফি গুলো দেখলে ভীষণ ভালো লাগে ।ফসলের মাঠ দেখতে বেশ ভালো লাগছিল। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল।ধন্যবাদ।

 15 days ago 

ঠিক বলেছেন আপু অনেকদিন পরপর গ্রামে যাওয়া হয় জন্য এত ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67701.44
ETH 3730.48
USDT 1.00
SBD 3.69