একটি জ্যামিতিক থ্রিডি আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি থ্রিডি আর্ট নিয়ে। এটি একটি জ্যামিতিক থ্রিডি আর্ট। এই জ্যামিতিক থ্রিডি আর্টগুলো নতুন নতুন শিখছি । এই আর্টগুলো বেশ কঠিন। কারণ প্রতিটি অংশ স্কেল দিয়ে মেপে করতে হয়। একটু এদিক সেদিক হলে শেষে আর মেলানো যায় না। যেহেতু এই আর্টগুলো আমি শিখছি তাই এক একটি আর্ট দুই বা তিন বার করে করার পরে আঁকতে পারছি। এই আর্টটিও বেশ কয়েকবার চেষ্টার পর এঁকেছি। হঠাৎ করে দেখলে মনে হয় যে আর্ট গুলো খুব সহজ। কিন্তু যখন করতে বসি তখন স্কেল দিয়ে একটি অংশের সাথে আরেকটি অংশ মেলাতে গেলে আর মিলতে চায় না । খুব ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় আর্টগুলো করতে হয় । আজকের থ্রিডি আর্টটি করার পরে আমার খুব পছন্দ হয়েছে। যদিও অনেকবার চেষ্টা করে পেরেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- স্কেল
- পেন্সিল
- কলম
প্রথমে স্কেল দিয়ে একটি V এর মত এঁকেছি। তারপর নিচে দুটি দাগ দিয়ে ছবির মত এঁকেছি।
উপরের ঘরে আরো একটি চতুর্ভুজের মতো এঁকেছি। তারপর মাঝখানের একটি অংশ ফাঁকা রেখে সেখান থেকে নিচের দিকে দুটি দাগ দিয়েছি।
এখন ডান সাইডের ঘরের ভিতরে আরও কিছু দাগ দিয়েছি স্কেল দিয়ে। ছবির মত করে।
তারপর বাম সাইডের ঘরেও দান সাইডের মত একই রকম ভাবে দাগ দিয়েছি। এই দাগগুলো মুখে বলা সম্ভব নয় । ছবিতেই বোঝা যাচ্ছে।
এখন ভেতরের অংশের তিন সাইডে তিনটি করে দাগ দিয়েছি।। তারপর কিছু অংশ পেন্সিল দিয়ে দাগ দিয়েছি।। এই অংশ গুলো কলম দিয়ে কালো করতে হবে।
প্রথমে দাগ দেওয়া অংশগুলোকে কলম দিয়ে কালো রং করেছি এবং বাকি অংশগুলোকে পেন্সিল দিয়ে হালকা রং করেছি।। তারপর আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবেই আমার আজকের আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
আমি মাঝেমধ্যে থ্রিডি আর্ট করি। কিন্তু আজকের মতো কঠিন কোনো আর্টটি লাগেনি। প্রথমে দুইবার করার পরে তো ভেবেছিলাম যে আর করব না। কিন্তু তৃতীয় বারে ঠিকভাবে করতে পেরেছি । ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার জ্যামিতিক থ্রিডি আর্ট টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে । কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ জটিল । তবে আপনি খুব সুন্দর করে আর্টটি সম্পন্ন করেছেন । দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি আর্ট গুলো নতুন নতুন শিখছেন । সত্যি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।
ঠিক ধরেছেন আপু আজকের থ্রিডি আর্টটি বেশ জটিলই ছিল আমি অনেক সময় নিয়ে তিন বারে আর্টটি সম্পন্ন করতে পেরেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আর্ট খুব একটা ভালো পারি না তবে আপনি দারুন জ্যামিতিক আর্ট করেছেন আর কিভাবে এমন সুন্দর জ্যামিতিক আর্ট করতে হয় সেটা আমাদেরকে দেখিয়েছেন। বলতে গেলে আপনার এ পোস্ট থেকে জ্যামিতিক আর্ট শিখলাম। সুন্দর জ্যামিতিক আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার আজকের পোস্টটি দেখে আপনি জ্যামিতিক থ্রিডি আর্ট শিখেছেন জেনে ভালো লাগলো। বাসায় একবার এই আর্টটি চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি সবসময় দারুন দারুন সব আর্ট করেন। আপনার প্রত্যেকটি আর্ট আমার অসম্ভব ভালো লাগে। বিশেষ করে থ্রিডি আর্ট গুলো। আজকের এই জ্যামিতিক আর্টি খুব খু সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট গুলো দেখতে সুন্দর লাগলো মিলাতে বেশ কষ্ট।
ভাইয়া থ্রিডি আর্টগুলো করতে আসলে ভালই লাগে। আপনিও তো খুব সুন্দর সুন্দর থ্রিডি আর্ট করেন মাঝেমধ্যে। আজকের আর্টটি খুব কঠিন ছিল আমার তিনবারে মিলেছে । কারণ দাগগুলো ঠিক মতো বসছিল না। যাই হোক ধন্যবাদ পাশে থাকার জন্য।
মারাত্মক একটা ছবি এঁকেছেন আপু 👌👌। খুব বেশি সহজও না, আবার কঠিনও না। তবে আমি চেষ্টা করলে গুলিয়ে ফেলব এটা নিশ্চিত। কষ্ট করে ছবিটা মেলাতে পারলেও হয়তো ছবি তুলতে গিয়ে আবার ধরা খেয়ে যাব । বিপদের তো আমার শেষ নেই। আপনি সত্যিই অনেক সুন্দর এঁকেছেন আজকের থ্রিডি ছবিটা ।
কি বলেন আজকে থ্রিডি আর্ট কঠিন না? আমার কাছে তো এ পর্যন্ত সবথেকে কঠিন লেগেছে আজকে থ্রিডি আর্টটি। এটি দেখতে যেমন সহজ মনে হচ্ছে কিন্তু মিলাতে গেলে বোঝা যায় যে কতটা সহজ। কারণ সব সাইড দিয়ে মিলতে চায় না ঠিকমতো। আমি তিন বারে মিলাতে পেরেছি। যাইহোক আপনিও চেষ্টা করে দেখবেন ধন্যবাদ আপনাকে। এই থ্রিডি আর্টটির ছবি তোলা নিয়ে খুব একটা ঝামেলা হয়নি। যে কোন অ্যাঙ্গেল থেকেই ছবি ভালো লাগছিল দেখতে।
আর্ট জগতের মধ্যে থ্রিডি আর্ট গুলো আমার বেশি পছন্দনীয়। কারণ আমি নিজেও অটোক্যাড এই থ্রিডি আর্ট গুলো করতাম। যাই হোক বেশ চমৎকার ছিল আপনার জ্যামিতিক থ্রিডি আর্ট। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনিও থ্রিডি আর্ট করতেন জেনে ভালো লাগলো। কিন্তু আপনার থ্রিডি আর্ট কখনো দেখেছি বলে মনে পড়ছে না। হয়তো আমি মিস করে গিয়েছি থ্রিডি আর্টগুলো আমার কাছেও খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সব সময় পাশে থাকার জন্য।
আমি আগে আর্কিটেকচার এর কাজ যখন করতাম তখন, কিন্তু এখন তেমন একটা করা হয় না। ধন্যবাদ মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।