ছাদে কিছু সময় কাটানো
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
শীতের দিনে রোদে বসতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে শীতের দিনে রোদে বসে থাকতে। আগে অবশ্য সবাই মিলে শীতের দিন রোদে বসে অনেক গল্প করা হতো। এখন আর তেমন একটা রোদে বসার সময় হয় না। তাই এবার যখন বাবার বাড়িতে এসেছি তখন পুরনো স্মৃতি মনে করার জন্য ছাদে চলে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রোদে বসে ছিলাম এবং পুরনো দিনের কথা মনে করছিলাম। আগে আমরা বোনরা সবাই মিলে শীতের দিন রোদে বসে কত গল্প করেছি। আজ সময়ের ব্যস্ততার কারণে একেক জন একেক জায়গায় ছড়িয়ে আছি। খুব কম সময়ে দেখা যায় যে সব বোনেরা একসঙ্গে হওয়া হয়। যখন আমার সুবিধা হয়তো অন্যজনের অসুবিধা থাকে। এভাবেই মিস হয়ে যায়। এবার আমি একা এসেছি বাবার বাড়িতে। এজন্য রোদে বসার মত কাউকে আর পাইনি। একা একাই বসে ভাবছিলাম পুরনো দিনের কথা।
আকাশের দিকে তাকিয়ে পুরোনো দিনের কথা ভাবছিলাম হঠাৎ মনে হল গাছ গাছালি ফাকে আকাশটা দেখতে কত সুন্দর লাগছিল। তাই ছাদে বসে কিছু ফটোগ্রাফি করেছি। সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো।
উপরের গাছ দুটি মেহেগুনি গাছ। মেহেগুনি গাছে বেশ ফল ধরেছিল। তাছাড়া সবুজের ফাঁকে নীল আকাশ কি চমৎকার লাগছিল দেখতে। এই মেহেগুনির ফল যদি কোন কারণে হাত দিয়ে ধরা যায়, তারপরে সেই হাত যদি মুখে চলে যায় তাহলে বোঝা যায় যে এই ফল কতটা তিতকুটে। ছোটবেলায় অনেক হয়েছে এমন।
এই গাছটি লেবু গাছ। একটা বড় ড্রামের মধ্যে এই গাছটি আম্মা লাগিয়েছে। অনেক আগে এরকম একটি লেবু গাছ ড্রামে লাগানো ছিল। সেই গাছে এত বেশি লেবু ধরতো যে খেয়ে শেষ করা যেত না।
উপরের গাছটি পুঁইশাক গাছ। কিন্তু পুঁইশাক খুব একটা ভালো হয়নি। গাছের পাতাগুলো কেমন পোকায় খেয়ে ফেলেছে। তাছাড়া এই পুইশাকের ফল লালটুসটুসে হয়। ছোটবেলায় এই ফল দিয়ে কত খেলা করেছি তাই মনে করছিলাম বসে বসে। তাছাড়া এই ফল রান্না করলে খেতেও খুবই ভালো লাগে। নিচে নারিকেল গাছটাতে বেশ নারিকেল ধরেছিল। দূর থেকে ছবি তোলার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না।
একা একা ছাদে বসে থাকতে দেখে আমার ছোট ভাইয়ের বিড়ালটি আমাকে সঙ্গ দেওয়ার জন্য চলে এসেছিল। বেশ কিছুক্ষণ আমার সঙ্গে সঙ্গে ছিল। তাছাড়া রোদে বসে বসে বেশ খেলা করছিল। অনেকক্ষণ বসে বিড়ালটি খেলা দেখলাম খুব ভালো লাগছিল। তাছাড়া যখন আমি ছবি তুলতে কাছে গিয়েছি খুব আদুরে ভাবে আমার পায়ের সঙ্গে ঘষতে আসছিল।
বেশ কিছুক্ষণ ছাদে রোদে বসে পুরনো স্মৃতিগুলো মনে করে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আবারও যদি সে ছোটবেলায় ফিরে যেতে পারতাম সব বোনেরা মিলে আবারো বেশ আনন্দে থাকতাম। কিন্তু চাইলে কি আর সব কিছু সম্ভব। পুরোনো দিন কি আর কখনো ফিরে পাওয়া যায়? তখন হয়তো এই দিনগুলো এত বেশি উপভোগ করিনি। কিন্তু এখন মনে করে অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু হারিয়ে যাওয়া দিন গুলো এখন স্মৃতির পাতায় জমা পরে আছে। কখনো চাইলেও সেই দিনে ফিরে পাওয়া যাবে না। আমিও গ্রামে যাই না অনেক দিন হয়েছে। আপনি একা বসে ছেলেবেলার কথা ভাবতে ভাবতে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার ছাদে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু চাইলেই কি আর পুরনো দিনের ফিরে যাওয়া যায়। কিন্তু মাঝেমধ্যেই খুব মিস করি পুরনো দিনগুলোকে। তাইতো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে।
জীবন ছোটবেলায় যেমন কাটে ওমন সবসময় কাটলে সবারই ভাল্লাগতো।তবে জীবন গতিশীল,সব স্মৃতি হয়ে থাকবে।আর তা মেনে নিতেই হবে।
ছাদে ভালো সময় কাটিয়েছেন,মাঝে মাঝে স্মৃতির রোমন্থন করা দরকার।অতীত ঘেটে স্মৃতি রোমন্থন আমার কাছে ভীষন ভালো লাগে।
আপনার ভাইয়ের বিড়ালটা বেশ কিউট ছিল।
ছোটবেলায় সবসময় মনে হতো যে কখন বড় হব। আর এখন বড় হয়ে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে খারাপ লাগে। যাই হোক ভাইয়া ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমার কাছে এরকম সময় কাটাতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ছাদে গিয়ে। সত্যি পুরনো দিনের স্মৃতি গুলো মনে পড়লে বেশ ভালো লাগে এখনো। আমরাও আগে এভাবে রোদে গিয়ে বসে থাকতাম।শীতের দিনে এভাবে রোদ পোহানোর মজাটাই ছিল অন্যরকম বিশেষ করে সবাই মিলে। আপনার এই পোষ্টের মাধ্যমে পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আপনার কাটানো সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু শীতের দিনে রোদে বসে থাকতে আসলেই খুব ভালো লাগে। যদিও এখন সময় সুযোগের জন্য সেভাবে বসা হয় না। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শীতকাল আসলেই সবাই রোদে গিয়ে বসে থাকে। আমি তো সকাল হলে দুপুর হলে রোদে গিয়ে বসে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে। সবাই মিলে এভাবে সময় কাটাতে আমার কাছে ভীষণ ভালো লাগে।তাইতো আমি সময় কাটানোর জন্য এভাবে ছাদে গিয়ে বসে থাকি। আপনার ছাদে কিছু সময় কাটানো এই পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন সব সময় এই দোয়া করি।
সবাই মিলে রোদে বসে থাকতে অন্যরকম মজা লাগে। একা একা বসে থাকতে তেমন একটা ভালো লাগেনা। গল্পে গল্পে কখন সময় কেটে যায় বোঝাই যায় না। ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
ছোটবেলার স্মৃতি গুলো ভোলার না। কেউ কখনো ভুলতে ও পারবে না। আমরাও ছোটবেলায় উঠানে পাটি পেরে শীতের দিনে দুপুর বেলা রোদে বসে থাকতাম সব ভাইবোন মিলে। অনেক মজা করেছি ছোটবেলায়। মাঝে মাঝে দুপুরের খাওয়া উঠানেই খাওয়া হতো রোদে বসে। আপনার গল্প শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল।
ছোটবেলায় যখন এভাবে রোদে বসে গল্প করতাম তখন ওই আনন্দটা ওভাবে বুঝতে পারিনি। কিন্তু এখন মনে হয় যে সময়টা খুব ভালো ছিল । ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্যের জন্য।
আপনি তো বাড়িতে গিয়ে রোদ পেয়েছেন আপু, আর এদিকে আমি বাড়িতে এসে রোদের দেখাও পাচ্ছি না। পুরো জমে যাওয়ার মত অবস্থা। ছাদে পুঁইশাকের গাছটা দেখে আমারও লালটুসটুসে ফলের কথা খুব মনে পড়ছিল। ছোটবেলাতে খুব খেলাধুলা করতাম এসব নিয়ে। বোনেরা বোনেরা কত সুন্দর মিল থাকে আপনাদের, আর আমার বড় বোনের সাথে কিছুক্ষণ বসে গল্প করতে নিলেই আমাদের ঝামেলা বাঁধবেই বাঁধবে 😂। আমি অবশ্যই ইচ্ছে করে একটু বেশি পেছনে লাগি 😉
ঝগড়া মারামারি তো সব ভাইবোনদেরই লাগে। কম আর বেশি। আমাদেরও যে লাগতো না তানা। কিন্তু ভালো মুহূর্ত গুলোই মনে করতে বেশি ভালো লাগে।