মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট এর রেসিপি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই এই করোনাকালীন সময়ে ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। করোনা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা।

আজকে আবার আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মুগ ডাল এবং রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই ডালটি আমার কাছে খুব মজা লাগে খেতে। আমার বাসার সবাই খুব পছন্দ করে। মুগডাল এমনিতেই খেতে মজা লাগে। তার সঙ্গে যদি আবার কোন মাছের মাথা যুক্ত করা হয় তাহলে তো কথাই নেই। তাহলে আমি মুগডাল এবং রুই মাছের মাথা দিয়ে কিভাবে মুড়িঘন্ট করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



IMG20220114121755.jpg
images (4).png

প্রয়োজনীয় উপকরণ

রুই মাছের মাথা১টি
মুগ ডাল১ কাপ
পেঁয়াজ৪টি
মরিচ৬টি
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা২ চা চামচ
লং,এলাচ,দারচিনি,তেজপাতা৩টি,২টি,১টুকরা,১টি
হলুদের গুঁড়া২ চা চামচ
মরিচের গুঁড়া২ চা চামচ
জিরা গুঁড়া২ চা চামচ
ধনে গুঁড়া২ চা চামচ
লবণপরিমাণমতো
তেলপরিমাণমতো
ধনিয়াপাতাপরিমাণমতো

IMG_20220115_140902.jpg

images (4).png

IMG20220114110605.jpgIMG20220114110629.jpg
প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এখন এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি।

images (4).png

IMG20220114110713.jpgIMG20220114110823.jpg
পেঁয়াজ-মরিচ গুলো ভাজা হলে তার মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। বাটা মসলাগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি।

images (4).png

IMG20220114110851.jpgIMG20220114110945.jpg
এখন মসলাগুলো একটু ভালোমতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি।

images (4).png

IMG20220114111027.jpgIMG20220114111426.jpg
এখন মাছের মাথাগুলো ভালো মত কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি মাথাটি সিদ্ধ হওয়ার জন্য।

images (4).png

IMG20220114113249.jpgIMG20220114111825.jpg
এখন মাছের মাথা সিদ্ধ হয়ে গেলে একটি চামচের সাহায্যে মাথা গুলো ভেঙ্গে দিয়েছি এবং চুলা বন্ধ করে দিয়েছি। অপরদিকে চুলায় আরো একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে একটি তেজপাতা এলাচ দারচিনি এবং লং দিয়ে দিয়েছি।

images (4).png

IMG20220114111902.jpgIMG20220114112038.jpg
এখন তেলের ভিতরে পেঁয়াজ এবং মরিচ কুচি গুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ কুচি ভেজে নিয়ে তার মধ্যে বাটা মসলা গুলো দিয়ে দিয়েছি।

images (4).png

IMG20220114112157.jpgIMG20220114112336.jpg
বাটা মসলা গুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়া মসলাগুলো সব দিয়ে দিয়েছি। মসলাগুলো ভালোমতো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুগডাল গুলো দিয়ে দিয়েছি।(এখানে মুগ দল আমি আগে থেকে একটু ভেজে নিয়ে তারপর ধুয়ে রেখেছিলাম।)

images (4).png

IMG20220114112506.jpgIMG20220114112746.jpg
এখন মুগডাল গুলো মসলার সঙ্গে ভাল মত কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নিব।

images (4).png

IMG20220114113445.jpgIMG20220114115233.jpg
এখন পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাছের মাথা দিয়ে দিয়েছি।

images (4).png

IMG20220114120439.jpgIMG20220114121525.jpg
কিছুক্ষণ জ্বাল হওয়ার পর ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর চুলা বন্ধ করে দিয়েছি। এভাবেই রান্না হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘন্ট।

images (4).png
IMG20220114121744.jpg

এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

images (4).png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  

মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট আমার কি যে ভালো লাগে আপু। আপনার রেসিপি দেখে তো একরকম আমার জিভে জল চলে আসছে আপু।ধাপগুলি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

মুড়িঘন্ট আমার খুব পছন্দের একটা খাবার।আপনি সুন্দর করে রুই মাছের মুড়িঘন্ট তৈরি করেছেন।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।খুব ভালো লাগলো।শুভ কামনা রইলআপানার জন্য।

 2 years ago 

আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘন্ট খেতে আমার অনেক ভালো লাগে। আমি এই খাবারটি অনেক পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আমার কাছে বেশ মজা লাগে এভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। আমার এগুলো খেতে অসাধারণ লাগে। প্রতিটি ধাপ প্রয়োজনীয় উপকরণ সঠিক মাত্র তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার রেসিপিটি খুব সুন্দর হয়েছে আপু। বাসায় প্রায়ই খাওয়া হয় এই রেসিপি। আর আপনার উপস্থাপনা টা খুব সুন্দর ছিল। প্রত্যেকটি ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমার উপস্থাপনা আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। সব সময় পাশে থাকবেন আশা করি।

 2 years ago 
  • মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে এই রেসিপিটি উপস্থাপন করার মাধ্যমে আমি শিখতে পেরেছি। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

আসলেই ভাইয়া ছবিটি দেখতে নয় খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। অনেক দিন পর এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম। খুব মজাদার হয়েছিল খেতে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু কি মজার একটি রেসেপি দিয়েছেন।আসলো খালি মাছের মাথা আমার ভালো লাগে না।তবে মুখ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে।আপু আপনার রেসিপির ছবি এবং লিখা খুব ভালো হয়েছে,তরকারিতো আর টেস্ট করে দেখিনি কেমন হয়েছে তাই বলতে পারি না।তবে কালার দেখে বলতে পারি ভালো হয়েছে।

 2 years ago 

তরকারিও খেতে খুব সুস্বাদু হয়েছিল আপু। আপনিও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার রান্না করা মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট অনেক সুন্দর হয়েছে আপু। রান্না করা দরকার এদের ছবিগুলো দেখি বোঝা যাচ্ছে খাবারটি খুব সুস্বাদু হয়েছে। মুড়িঘন্ট রান্না করার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।

ওয়াও আপু খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি আমাদের মাঝে সত্যি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। মুগ ডাল দিয়ে রুই মাছ রান্না করলে সেটা খুবই দারুন লাগে খেতে। আসলে এটা আমার প্রিয় একটা খাবার। আমার কাছে খেতে এটা খুবই মজা লাগে যা বলে বোঝানো যাবে না এটা আমি অনেক বার খাইছি। ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57889.17
ETH 3155.19
USDT 1.00
SBD 2.42