রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরি ও ফোটগ্রাফি শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago

Tania Toma:

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর আরো কিছু মাছের ছবি নিয়ে।এই রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এত বড় যে এক দু দিনে মাছের ছবি শেয়ার করে শেষ করা যাবে না। আমি যদিও সবগুলো মাছের ছবি তুলতে পারেনি তারপরও যতগুলো মাছের ছবি তুলেছি তাতেই তো বেশ কয়েকটি পর্ব করে শেয়ার করতে হয়েছে । কারণ এতগুলো মাছের ছবি একসঙ্গে দেয়া সম্ভব নয়। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর মাছ গুলোর মধ্যে বেশ কয়েকটি নতুন মাছ রয়েছে যা আগে কখনও আমি দেখিনি। এই রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ প্রথম দেখেছিলাম। তাছাড়া এই ফিশ ওয়ার্ল্ডে এমন নাম না জানা অনেক মাছ আছে। এই ফিশ ওয়ার্ল্ডের এই বিষয়টি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে আপনি একসঙ্গে এখানে অনেক প্রজাতির মাছ দেখতে পাবেন। যা আপনি আগে দেখেননি। এতগুলো মাছ একসঙ্গে দেখতে পেলে আসলেই ভাল লাগার কথা। পরিবেশটা খারাপ হলেও মাছগুলো দেখে মনটা ভাল হয়ে গিয়েছিল। তাহলে কথা না বাড়িয়ে মাছের ছবি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



PhotoCollageMaker_2022624121955440.jpg

0101010.png

এই মাছটির নাম ছিল Blood parrot fish.। মাছটি দেখতে খুব চমৎকার ছিল।

IMG_20220624_120435.jpg

0101010.png

এই মাছগুলোর না tiger barb. গায়ের কালার অনেকটা বাঘের মত ডোরা কাটা। সে জন্য মনে হয় এই মাছটির নাম tiger barb হয়েছে।

IMG_20220624_120511.jpg

0101010.png

এখন আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই একসঙ্গে সার্জেন্ট এবং মেজরের সঙ্গে। কি অবাক হচ্ছেন? ভাবছেন যে কি উল্টা পাল্টা বলছি। না উল্টা পাল্টা বলছি না। এই মাছটির না আটলান্টিক সার্জেন্ট মেজর। মেজর সাহেব দেখতে অনেক সুন্দর ছিল😛।

IMG_20220624_120542.jpg

0101010.png

এই মাছটা অনেকটা বাইম মাছের মতো দেখতে। কিন্তু নাম দেয়া ছিল না । আর মাছটা আবার হঠাৎ করে দেখলে বড় সাপের মত লাগে।

IMG_20220624_120607.jpg

0101010.png

এই মাছটির নাম টিটরা মাছ। এই মাছটি নতুন আনা হয়েছিল। ওখানে লেখা ছিল "Newly arrived. Say Hi".

IMG_20220624_120631.jpg

0101010.png

IMG_20220624_120725.jpg

0101010.png

এই মাছগুলো আকারে খুবই ছোট এবং বিভিন্ন কালারের হয়। এগুলো সাধারণত একুরিয়ামে সাজিয়ে রাখতে দেখা যায়। মাছগুলো অনেকগুলো একসঙ্গে থাকলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে তিনটি কালারের মাছ ছিল।

PhotoCollageMaker_2022624121640837.jpg

0101010.png

IMG_20220624_120659.jpg

0101010.png

এই মাছগুলোর নাম সিকতা মুদ্রা। এগুলো অনেকটা মুদ্রার মতো দেখতে সেজন্য হয়তো এর নাম মুদ্রা হয়েছে। এগুলো ছয় থেকে দশ বছর বেঁচে থাকে। জীবিত সিকতা মুদ্রা বাদামি, ধূসর এবং বেগুনি কালারের হয়। একদম নীচে যে গোল গোল দেখা যাচ্ছে ওগুলোই সিকতা মুদ্রা।

IMG_20220624_120832.jpg

0101010.png

এগুলো জেলিফিশ। জেলিফিশ আমি শুধু টিভিতে দেখেছিলাম। বাস্তবে কখনো দেখি ছিলাম না। এখানে গিয়েই প্রথম ফিশ গুলো সামনা সামনি দেখলাম। এত সুন্দর দেখতে মাছগুলো যে কি বলব। বিভিন্ন ধরনের জেলিফিশ এখানে ছিল।

IMG_20220624_120846.jpg

0101010.png

সবশেষে এরকম কিছু ছবি ছিল। যেখানে সব মাছের নাম লেখা ছিল এবং ছবি দেওয়া ছিল।

IMG_20220624_120736.jpg

0101010.png

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে । সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন , সুস্থ থাকবেন । পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

0101010.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
LocationLink

0101010.png

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

0101010.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের পরিবেশ কি খারাপ নাকি আপু যে আপনি বললেন পরিবেশটা খারাপ হলেও মাছগুলো দেখে ভালো লাগে। ঠিকই বলেছেন একসাথে অনেকগুলো মাছ দেখতে আসলেই অনেক ভালো লাগে আর অনেক নাম না জানা মাছের সাথে আপনি পরিচিত হতে পেরেছেন জেনে সত্যিই অনেক ভালো লাগলো। আর আপনার মাধ্যমে আমিও বিভিন্ন রংবেরঙের মাছ দেখে নিলাম আর রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে একটু ঘুরে আসলাম।

 2 years ago 

পরিবেশটা একটু স্যাতস্যাতে এবং প্রচন্ড গরম ছিল ভিতরে। সেজন্যই আমার কাছে পরিবেশটা ভালো লাগেনি। কিন্তু মাছগুলো দেখে আসলেই ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন একটা পোস্ট চোখে পরলো। খুব ভালো লাগলো আপু। মাছ গুলোর নাম এক কথায় ফাটাফাটি ছিল। কয় টা মনে থাকবে সেটাই চিন্তার বিষয়। হিহিহিহি। নেক্সট টাইম গেলে ফিশ ওয়ার্ল্ড মিস করবো না একদম।

 2 years ago 

অবশ্যই ভাইয়া এর পরের বার গেলে ঘুরে আসবেন। মিস করা যাবে না। কারণ অনেক রংবেরঙের মাছ দেখতে পাবেন । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরি ও ফোটগ্রাফি দেখে খুব ভালো লাগলো। একসাথে এতগুলো মাছের ফটোগ্রাফি দেখলাম। সত্যি আপনি অসাধারণভাবে দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্টটি দেখার জন্য । সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন সব সময়।

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরির সুন্দর মুহূর্তটি কিছু শব্দ ও আলোকচিত্রের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেডিয়ান্ট ফিস ওয়ার্ল্ড এ এখনো যাওয়া হয়ে ওঠেনি। আপনার পোস্টের মাধ্যমে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড সম্পর্কে কিছু ধারনা হয়ে গেলে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55