চলুন ঘুরে আসি ইউনাইটেড সিটির শেফ'স টেবিলে পর্ব-৩ (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আবার চলে আসলাম শেফ'স টেবিল এর তৃতীয় পর্ব নিয়ে। গত দুই পর্ব নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে।আজকের পর্বও আপনাদের ভালো লাগবে আশা করছি।গত দুই পর্বে আপনাদের কে দেখিয়েছি শেফ'স টেবিলের পরিবেশের ছবি এবং বিভিন্ন খাবার দোকানের ছবি ও দাম । আজকে আমি শেফ'স টেবিলের কিছু দোকানের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন। বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে। এখানে একটি বইয়ের লাইব্রেরী আছে। বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে। কিছু কারুপণ্যের দোকান, সিরামিকের বিভিন্ন প্লেট, মগের দোকান এবং খুব সুন্দর ফুলের নার্সারি রয়েছে। তাছাড়া বাচ্চাদের খেলনার দুই তিনটি দোকান রয়েছে। যাই হোক একই জায়গায় একসঙ্গে এত কিছু সেটাকি ভাবা যায়। আরামসে আপনারা সারাটা দিন এখানেই ঘুরেফিরে কাটিয়ে দিতে পারবেন।



IMG_20220223_102137.jpg



এখানে বাচ্চাদের একটি খেলনার দোকান দেখতে পাচ্ছেন। এই খেলনার দোকানের ৭০% পর্যন্ত ডিসকাউন্ট চলছিল। আমি বাইরে থেকে কিছু খেলনা দেখলাম। খেলনা গুলো অনেক বেশি দাম মনে হয়েছে আমার কাছে। সেজন্য আর ভিতরে ঢোকার সাহস পায়নি। কারণ আমার ছোটো বাচ্চা দুটিকে নিয়ে ভেতরে ঢুকলো ওরা মাথা খারাপ করে ফেলত। তাছাড়া এই দোকানে কিছু স্যান্ডেল এবং আরো অনেক জিনিসপত্র ছিল।


IMG20220219130014.jpg

এখানে একটি মোটরসাইকেলের শোরুম রয়েছে। সুজুকি মোটরসাইকেল এর শোরুম।


IMG20220219125955.jpg

এখানে একটি লোক বায়োস্কোপ দেখাচ্ছিলো। বাচ্চারা খুব মজা করে বায়োস্কোপ দেখছিল। তখন বাপ্পা মজুমদারের বায়োস্কোপ গানটি চলছিল। ওই লোকটি তার সাথে সাথে নাচছিল আর বায়োস্কোপ দেখাচ্ছিলো।


IMG20220219130108.jpg

IMG20220219154758.jpg

এখানে বেশ কয়েকটি নার্সারি ছিল। বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে পাওয়া যাচ্ছিল।খুব চমৎকার লাগছিলো দেখতে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইনডোর গাছ এবং ফুলের গাছ এখান থেকে কিনতে পারবেন।


IMG20220219130214.jpg

IMG20220219130310.jpg

IMG20220219130209.jpg

IMG20220219130159.jpg

IMG20220219130144.jpg

IMG20220219131312.jpg

এই দোকানটিতে বিভিন্ন ধরনের ডোরম্যাট পাবেন। তাছাড়া আরো টেবিল রানার ও ছোটো ছোটো বিভিন্ন জিনিসও কিনতে পারবেন ।


IMG20220219130235.jpg

এটি একটি কোর্টসাইড বাজার। এই বাজারের মধ্যে বেশ কয়েকটি দোকান আছে।


IMG20220219141145.jpg

এই দোকানটিতে বিভিন্ন ধরনের কাঁচের পাবেন। অনেকদিন পর কাঁচের চুড়ি গুলো দেখে খুব ভালো লাগলো।


IMG20220219141209.jpg

এই দোকানটিতে বাচ্চাদের বিভিন্ন খেলনা পাবেন আপনারা। তাছাড়া বাচ্চাদের কিছু বইও পাওয়া চাইলে কিনতে পারবেন।


IMG20220219141219.jpg

এই দোকানটিতে দেখতেই পাচ্ছেন বিভিন্ন সিরামিকের বাটি, প্লেট মগ পাবেন।


IMG20220219141250.jpg

IMG20220219141306.jpg

IMG20220219141313.jpg

এই দোকানে চাইলে আপনারা বিভিন্ন গাড়ি মোটর সাইকেলের মবিল এবং এই জাতীয় বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন।


IMG20220219141458.jpg

এটি একটি কারুপন্যের দোকান। এখানে চাইলে কারুপন্যের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন।


IMG20220219141510.jpg

একটি বইয়ের লাইব্রেরী। বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়।


IMG20220219143312.jpg

IMG20220219143330.jpg

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আজকের পর্বও আপনাদের ভাল লেগেছে। আপনাদের পরবর্তী পর্বে দেখাবো বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আশা করি আপনাদের ভালো লাগবে।



ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  

ধারা বর্ননার, ধারাবাহিকতা ও ছবির সারনী দর্শক আকৃষ্ট করার মত ছিল। ভাল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

স্বাগতম

স্বাগতম

 3 years ago 

এককথায় অসাধারণ সবকিছু। আমার তো এতটাই ভালো লেগেছে যে ইচ্ছে করতেছে এখনই সেখানে চলে যাই।আমার তো সবকিছু দেখে মনে হচ্ছে মেলার শপে আছি। এত সুন্দর সুন্দর সবকিছু,জায়গাটা সত্যিই খুব দারুণ।আপনি তো অনেক সুন্দর একটি জায়গায় ঘুরে এসেছেন আপু।আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এই সুন্দর কিছু জিনিস এবং মূহুর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

জায়গাটি আমার কাছেও এত ভাল লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। জায়গাটিকে অনেকেই চিনে না এইজন্য ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখছি আপনি আসলে ঘুরতে আমার অনেক ভালো লাগে ইউনাইটেড সিটির শেফ'স টেবিল সম্পর্কে অনেক কিছুই জানলাম প্রতিটি ফটোগ্রাফার কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম শুভকামনা রইল আপু

 3 years ago 

ভাইয়া আপনি বোধহয় দাড়ি দিতে ভুলে গিয়েছেন । এজন্য একটু পড়তে অসুবিধা হয়েছে। যাই হোক আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার পোষ্টের মধ্যে অসাধারণ সব কিছু দেখতে পেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ও খুব ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো বায়োস্কোপের লোকটিকে। লোকটি খুবই অদ্ভুত ভাবে সেজেছেন। এরকম জায়গা গুলোতে ঘুরতে ভীষণ ভালো লাগে। আপনি আমাদেরকে অনেক কিছুই দেখিয়েছেন। আমাদের মাঝে এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু লোকটি অদ্ভুতভাবে সেজেই তো বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করছে। লোকটি যখন নাচছিল তখন আরও বেশী অদ্ভুত লাগছিল।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাপজানের বাইয়োস্কোপ ছবিতে আমি প্রথম বাইয়োস্কোপ দেখেছিলাম । বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি । আজকে আপনার ফটোগ্রাফিতে বাইয়োস্কোপ দেখতে পেয়ে ভালোই লাগলো । শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে থাকে বাইয়োস্কোপে । আজকের পর্ব অনেক সুন্দর ছিল আপু । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনি আমার প্রতিটি পর্ব দেখছেন এমন সুন্দর মন্তব্য করছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65