এসো নিজে করি একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট। (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

কালকের হ্যাংআউটে খুব মজা হয়েছে । কিন্তু একটা বিষয় শুনে আমি খুবই বিপদে পড়েছি। সেটি হল আর্ট এর বিষয়। কারণ আমি নতুন নতুন আর শিখছি। সেজন্য যখনই সময় পাই একটা আর্ট করে রাখি। দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে পোস্ট তৈরী করা সম্ভব হয়না। এজন্য আমি এই আর্টগুলো রেখে দিয়েছিলাম, যাতে এ রকম পরিস্থিতিতে পড়লে আর্টগুলো পোস্ট করতে পারি। কিন্তু কালকে যখন মডারেটর ভাইয়ারা সবাই বললো যে এখন থেকে হাতের ছবি সহ আর্ট দিতে হবে তখনই আমি বিপদে পড়ে গেলাম ।আগে তো এরকম কোন নিয়ম ছিল না। তাই হাতের ছবি তুলি নি।আমার এই পুরোনো আর্টগুলোর তাহলে কি হবে? যারা করেন তারা নিশ্চয় জানেন যে একটি আর্ট করতে কত সময় লাগে। আশাকরি মডারেটর ভাইয়েরা আমার এই কষ্টটা বুঝবে এবং আমাকে আগামী কিছুদিন কনসিডার করবে। যেন আমি আমার পুরোনো আর্টগুলো পোস্ট করতে পারি।
আমি আজকে একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট করে দেখাবো। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।


Polish_20211112_143001526.jpg


প্রয়োজনীয় উপকরণ

  • একটু পেন্সিল
    • একটি কালো কলম
      • একটি কম্পাস
        • একটি রাবার
          • একটি সাদা খাতা


IMG20211029191255.jpg



১ম ধাপ


IMG_20211112_142120.jpgIMG_20211112_142110.jpgIMG_20211112_142138.jpg

প্রথম ছবিতে আমি একটি সি এর মত এঁকে নিয়েছি। দ্বিতীয় ছবিতে সি এর সাথে একটি এস এঁকেছি। এবং তৃতীয় ছবিতে আমি ভিতরের ডিজাইন টি করেছি।

২য় ধাপ


IMG_20211112_142148.jpgIMG_20211112_142156.jpgIMG_20211112_142211.jpg

এখন প্রথমে আমি ময়ূরের নিচের ডিজাইন টি করেছি। তারপরে ঠোঁট এবং চোখ এঁকেছি এবং গলার ডিজাইন টি করেছি।

৩য় ধাপ


IMG_20211112_142220.jpgIMG_20211112_142230.jpgIMG_20211112_142238.jpg

প্রথমে ভিতরের ডিজাইন গুলো কলম দিয়ে কালো করে দিয়েছি এবং নিচের ভিতরের ডিজাইন করেছি।

৪র্থ ধাপ


IMG_20211112_142248.jpgIMG_20211112_142300.jpgIMG_20211112_142309.jpg

এখন নিচের পালক গুলোতে আরেকটু ডিজাইন করেছি এবং পাশে কম্পাস দিয়ে গোল গোল করে এঁকে নিয়েছি।

৫ম ধাপ


IMG_20211112_142320.jpgIMG_20211112_142330.jpgIMG_20211112_142340.jpg

ডান সাইডে আমি একটু একটু করে গোল গোল ডিজাইন গুলো করেছি এবং কলম দিয়ে কালো করে দিয়েছি।

৬ষ্ঠ ধাপ


IMG_20211112_142351.jpgIMG_20211112_142401.jpgIMG_20211112_142410.jpg

এখন আমি আরেকটু ডিজাইন করে দিয়েছি এবং কালো করেছি।

৭ম ধাপ


IMG_20211112_142432.jpgIMG_20211112_142443.jpgIMG_20211112_142458.jpg

৮ম ধাপ


IMG_20211112_142514.jpgIMG_20211112_142526.jpgIMG_20211112_142541.jpg

এভাবেই গোল ডিজাইন গুলো আস্তে আস্তে করে এবং কলম দিয়ে কালো আমার করেছি।

৯ম ধাপ


IMG_20211112_142553.jpgIMG_20211112_142626.jpgIMG_20211112_142635.jpg

এখন আমি ফাঁকা জায়গা গুলোতে ফোটা ফোটা করে কলম দিয়ে ডিজাইন করে দিয়েছি।

১০ম ধাপ


IMG_20211112_142657.jpg

IMG_20211112_142723.jpg

সবশেষে আমি আমার নামটি লিখে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার ময়ূরের ম্যান্ডেলার আর্ট । আশা করি আমার আর্ট টি আপনাদের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Verified by moderator.

Sort:  
 3 years ago 

এই ধরনের মেন্ডালা অংকন গুলো যখন দেখি অবাক হয়ে যায়।এটা হাত দিয়ে কিভাবে আকেন কিভাবে এতো সুন্দর হয় আর আপনি তো রিতি মতো করছেন এটা।আসলেই আপনি অনেক ব্রিলিয়ান্ট আপু। আপনার জন্য শুভ কামনা থাকলো এগিয়ে যান এভাবে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার মেন্ডলার চিত্রটি অসম্ভব সুন্দর হয়েছে, খুব সুন্দর উপাস্থপনা ছিলো৷

অনেক সময় নিয়ে করেছেন

শুভকামনা আপু

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু আপনার আর্টটি ।নিখুঁতভাবে আপনি ডিজাইনটি করেছেন ।একেবারে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে আর্টটির দিকে ।আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে এটিও অনেক সুন্দর এঁকেছেন। আপনি ধাপ গুলো স্পষ্ট ভাবে আমাদেরকে এঁকে দেখিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল অনেক।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু, আপনার ড্রয়িং করা ময়ূরের ম্যান্ডেলার চিএ টি অনেক সুন্দর হয়েছে। আপনার ম্যান্ডেলার চিত্রগুলো সব সময় অসাধারণ হয়ে থাকে। আপনি দক্ষতার সাথে ময়ূরের ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছেন। ম্যান্ডেলার চিত্র ড্রয়িং করার প্রতিটি ধাপ বর্ণনা সহকারে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি নির্দ্বিধায় আপনার পোস্টগুলো করুন।
কারণ যেহেতু আমরা ভেরিফাইড করেছি সেহেতু আর কোন সমস্যা হবে না। আপনার আর্টটি ও সুন্দর আর মার্কডাউন ও।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি তোমার আর্ট এর হাত খুবই সুন্দর, প্রতিটি আর্ট উপভোগ করার মতো, আজকের আর্টটিও তার ব্যতিক্রম নয়।শুভকামনা রইল তোমার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

আপনার ম্যান্ডেলা টা অনেক সুন্দর হইছে আপু।আমি দেখে মুগ্ধ।আমদের মাঝে এত সুন্দর ম্যান্ডেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।আপনার প্রতি শুভ কামনা হইলো আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে এই ময়ূরের চিত্রাঙ্গন করেছেন। আমার কাছে তো ময়ূরের চারপাশে থাকা ফুল গুলো খুবই ভালো। কারণ এই ফুলগুলো আঁকতে অনেক সময় লাগে। খুবই ভালো লাগলো আপনার ময়ূর আর্ট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি ময়ূরের ম্যান্ডেলা অংকন করলেন। দেখতে অসাধারণ লাগছে। এই ম্যান্ডেলা অঙ্কন করতে নিশ্চয়ই অনেক সময় এবং পরিশ্রম লেগেছে। ময়ূরের ম্যান্ডেলাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যাতে বুঝতে কারো অসুবিধা হবে না। এত সুন্দর একটি ময়ূরের ম্যান্ডেলা অংকন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপু।

 3 years ago 

জি আপু ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি সময় লাগে। আমার কাছে ভালো লাগে কিন্তু এই সময়ের কারণে করতে পারিনা। ধন্যবাদ আপনাকে মন্তব্য জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31