এসো নিজে করি কল্পনার আকাশ ,সূর্য ও গাছের একটি আর্ট (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম মোম রং এর একটি আর্ট নিয়ে। মোম রং এর আর্টগুলো করতে আমার কাছে ভালই লাগে। কিন্তু একটি রঙের সঙ্গে আরেকটি রঙ মেশানো একটু কঠিন। এই ফিনিশিংটা ভালো মত দিতে পারলে আর্টটি খুব চমৎকার হয়। আজকে আমি আমার কল্পনার আকাশ ,সূর্য ও গাছের একটি আর্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি।




Polish_20220510_201017646.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

প্রয়োজনীয় উপকরণ:

আর্ট পেপার

মোম রঙ

মাসকিন টেপ

টিস্যু

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401192818.jpgIMG20220401192911.jpg

প্রথমে ছোট একটি বৃত্ত এঁকে তার চারপাশ দিয়ে হলুদ সবুজ এবং টিয়া কালার রং করেছি। নিচের দুই সাইড দিয়ে টিয়া কালারের রং করেছি। মাঝে অল্প হলুদ রং করেছি।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401192951.jpgIMG20220401193137.jpg

এখন মাঝ দিয়ে খয়েরি কালারের কিছু রং করেছি। তারপর একটি টিস্যু দিয়ে সবগুলো রং ভালো মতো মিশিয়ে নিয়েছি।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401193410.jpgIMG20220401193511.jpg

মাঝের অংশটুকু হলুদ রং করেছি তারপর টিস্যু দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়েছি।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401193651.jpgIMG20220401193930.jpg

পানির দুই সাইড দিয়ে খয়েরী কালার করেছি। তারপর উপরে কিছু গাছের পাতা এঁকেছি।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401194107.jpgIMG20220401194140.jpg

গাছের পাতাগুলো আরো একটু গাঢ় করে নিয়েছি। তারপর নিচে কালো রং করেছি।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401194322.jpgIMG20220401194440.jpg

নিচের কালো রং গুলো টিস্যু দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে কিছু ছোট ছোট ঘাস এঁকেছি।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220401194736.jpg

এখন মাসকিন টেপ উঠিয়ে নিয়েছি এবং আমার নামের সাইন করে দিয়েছি। এভাবেই আমি আমার আর্টটি শেষ করলাম।আশা করি আপনাদের সকলের আমার আজকের আর্টটি ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQGUnymq1uJBMNnXKiGUKLUMTWNQgnS64xGakPgh5rNEtbM7LsvKjL8dVP3Un7KicuRN8wwHYYe.png

Sort:  
 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে আপনার চিত্র অংকন করার ধরনটাই সবার থেকে অন্যরকম যা দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই।

 2 years ago 

আমার চিত্রাংকন করার ধরনটি আপনার কাছে অন্যরকম লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া । একটু অন্যরকম করে করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কল্পনার খুবই সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন আপনি জাস্ট অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। কালারটি আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কল্পনার দৃশ্যের আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। কালারটি আমার কাছেও খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা কি আপনি একেছেন! বিশ্বাসই করতে পারছি না। তাও আবার মোম রং দিয়ে। সত্যিই অনেক সুন্দর এঁকেছেন। মনে হচ্ছে আপনার কাছ থেকে পরামর্শ নিতে হবে।

 2 years ago 

আপনার কি ধারনা আমি আর্ট করতে পারিনা? আর্ট আমি ভালোই করতে পারি এখন। কিন্তু সময়ের অভাবে করা হয় না। সময় পেলে আপনাকে পরামর্শ দিয়ে দিব চিন্তা করেন না।😜

 2 years ago 

মোম রং এর আর্টগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লাগে। কারণ এই কাজগুলো ঠিক ভাবে উপস্থাপন করলে খুবই ভালো লাগে। আপনি কল্পনার আকাশ ,সূর্য ও গাছের একটি আর্ট করেছেন। এই আর্ট আশা করি সবাই পছন্দ করবে।

 2 years ago 

মোম রং এর আর্টগুলো করতে পারলে আসলেই ভাল লাগে দেখতে। এজন্যই মাঝেমধ্যে চেষ্টা করি। আপনাদের ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

যদিও চিত্র অংকন টি কল্পনায় করেছেন 😁 তবে গাছের আড়ালে থাকা সূর্যের অবস্থান সবচেয়ে বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আবার নতুন কোন বিষয় কল্পনা করবেন আর সেটা অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরবেন এই অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ভাইয়া কল্পনা করারই তো সময় পাইনা। তাছাড়া আমার ছোট বাচ্চা আর্ট করতে বসতে দেয় না। যাই হোক আবারো যদি কখনো সময় পাই নিশ্চয়ই কল্পনা করে আপনাদেরকে দেখাবো।😜 ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মনি, একটা রংয়ের সাথে আর একটি রং মিশানো খুবই কঠিন, আর রং গুলো ভালো করে মিশাতে না পারলে আর্টি দেখতে ভালো লাগে না, তবে মনি আপনার সূর্য এবং গাছের পেইন্টিংটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে আপনি আর্টি সম্পুর্ন করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।

 2 years ago 

মাঝেমধ্যে আর্ট করতে বসলে দেখা যায় একটি রঙের সঙ্গে আরেকটি রঙ মেশাতে পারিনা।। তখন বিরক্ত হয়ে বাদ দিয়ে দিতে হয়। যাইহোক এই আর্টটিতে মোটামুটি সেই কাজটি করতে পেরেছিলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার কল্পনার আকাশ সূর্য ও গাছ খুবই সুন্দর হয়েছে। মোম রং দিয়ে আপনি খুব সুন্দর করে পেইন্টিংটি ফুটিয়ে তুলেছেন। দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা

 2 years ago 

আমার মোম রঙ দিয়ে কল্পনার আর্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। সূর্য এবং গাছটি আমার কাছেও খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সূর্য ও গাছের দারুন একটি পেইন্টিং আপনি করেছেন আপু। আপনার এ কাজগুলো আসলে আমার কাছে বেশ ভাল লাগে। আর আপনি খুব সুন্দর করেই পেইন্টিং করার ধাপগুলো উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার পেইন্টিং গুলো আপনি দেখেন এবং সবসময় সুন্দর মন্তব্য করেন। যার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু মোম রং দিয়ে রং করলে একটার সাথে আরেকটা মিলাতে আসলেই অনেক কঠিন লাগে। তারপরও মিলানোর পরে দেখতে কিন্তু অসাধারণ লাগে ।আপনার কল্পনার আকাশ সূর্য ও গাছ এর পেন্টিং কিন্তু চমৎকার হয়েছে। কালার গুলো সেই রকম সুন্দর হয়েছে ভালই শেষ পর্যন্ত মিশাতে পেরেছেন আসলেই সুন্দর লাগছে।

 2 years ago 

আপু কালার গুলো শেষ পর্যন্ত মিলাতে পারলে নিজের কাছেই খুব শান্তি লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65